![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'পুরাণ'
আমাকে স্বপ্ন দেখাও
সেইসব অভিশপ্ত রাতের
যেখানে বিষাদের বীজে মায়ার সৃষ্টি
প্রমোদভ্রমনের লুকোনো ক্ষোভ এসে
হাসিমুখে ফিরে গেছে অলৌকিক শহরে
কাগজের ভাঁজে চলো যাই বংশানুক্রম!
'মায়া'
রোদেলা পাপ তুমি
তোমার জন্যেই শ্রুতি পাঠ
তবে কি মহামায়া অনন্ত ঘোর!
আত্মহারা মাটি ধুয়ে নেয় সব
যদিও ভাবিনি তোমার সঙ্গে মঙ্গলময় সবি
এ মন এক দগ্ধ চিল!
২| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৩
নম্রতা বলেছেন: ধন্যবাদ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে --- সুন্দর আর সাবলীল
৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪০
সেজুতি_শিপু বলেছেন: ভাল লাগলো ।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো !
৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ।
শুভেচ্ছা রইল
৭| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১০
কলমের কালি শেষ বলেছেন: ভাল ভাবনার লেখা । ভাল লাগলো ।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। আঙ্গিকটা ভিন্নরকম লাগলো।
৯| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫
উধাও ভাবুক বলেছেন: এ মন এক দগ্ধ চিল!
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।খুব ভালো লাগল
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮
নম্রতা বলেছেন: ধন্যবাদ।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: অদ্ভূত সুন্দর।
প্রার্থণা ++।
১৩| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
সৌম্য রাউত বলেছেন: অনেক মেটাফোরের আড়ালে যে কি লুকায়া থাকে, সেইটা বুঝতে না পারলে অস্বস্তি লাগে। কবে যে একটা পারফেক্ট কবিতার পাঠক হইতে পারুম জানিনা।
তাও, অসাধারণ লাগলো। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬
এহসান সাবির বলেছেন: বেশ!