নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবশেষে কিছু পথ থেমে থাকা কলরব, গুঞ্জন গুঞ্জন একদম চুপ.....

পাগলা শিয়াল

আমি তাই, যাহা চাই। তুমি তাই, যাহা আমি চাই না... আমার ফেসবুক। তবে বাইরে থেকে কিন্তু কিচ্ছু দেখা যায় না। http://www.facebook.com/nonboy

পাগলা শিয়াল › বিস্তারিত পোস্টঃ

মজার খেলা UNO ™

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:২০

জানি অনেকেই খেলছেন। তারা পোস্টের শেষের অংশটুকু একটু কষ্ট করে পরেন। :D

আর যারা খেলেন নাই। তারা এইখান থেইকাই ইস্টার্ট মারেন…. /:) /:)



কার্ড খেলা বলতেই আমরা তাস বুঝি। অনেকের বাবা-মা ই এই তাস খেলাকে খারাপ চোখে দেখে। এমনকি আমার বাপ-মাও। :-* :-* তাদের ধারণা এটা খেললে ছেলেপেলে খারাপ হয়ে যাবে। অথবা তাসের খেলা বলতেই তারা বুঝে জুয়া খেলা। X( তবে সবাই যে এটা খারাপ উদ্দেশ্য নিয়ে খেলে না এটা তাদের কে বুঝাবে। #:-S

তাই যারা এইসব সমসসার সম্মুখীন হন তাদের জন্য তাসের বিকল্প হল UNO ™. :) :)



সর্বনিম্ন ২ জন থেকে একাধিক খেলোয়াড় নিয়ে এটি খেলা যায়। সবচেয়ে মজা হয় যখন ৪ জন খেলোয়াড় হয়।

UNO ™ সেটে মোট ১০৮ টি কার্ড থাকে।

নীল রঙের ১৯ টি, ০-৯ সংখ্যার।

সবুজ রঙের ১৯ টি, ০-৯ সংখ্যার।

লাল রঙের ১৯ টি, ০-৯ সংখ্যার।

হলুদ রঙের ১৯ টি, ০-৯ সংখ্যার।

৮ টি, Draw Two Cards.

৮ টি, Reverse Cards.

৮ টি, Skip Cards.

৪ টি, Wild Cards.

৪ টি, Wild Draw 4 Cards.



প্রত্যেক খেলোয়াড় ৭টি করে কার্ড পাবে। খেলার মূল উদ্দেশ্য সবার আগে হাতের কার্ড গুলো থেকে মুক্তি পাওয়া। সবাইকে ৭টি করে কার্ড দিয়ে অবশিষ্ট কার্ড গুলো সামনে থাকবে এবং সবার ওপরের কার্ডটি ডিসপ্লে হবে। খেলাটি হবে ওই ডিসপ্লে হওয়া কার্ডটিকে কেন্দ্র করেই।

যদি ডিসপ্লে হওয়া কার্ডটি এবং আপনার হাতের কোনও একটি কার্ড একই রঙের অথবা সম বৈশিষ্ট্যের হয় (০-৯ সংখ্যা, Draw Two Card, Skip Card ও Reverse Card)। তাহলে আপনি আপনার হাতের কার্ড থেকে সেই কার্ডটি অপসারণ করতে পারবেন। এবং অপসারিত কার্ডটিই হবে পরবর্তী ডিসপ্লে কার্ড। ডিসপ্লে কার্ডের সাথে কোন কার্ড মিল না থাকলে শুরুতে রেখে দেওয়া অবশিষ্ট কার্ড থেকে একটি কার্ড আপনাকে Draw করতে হবে। Draw করা কার্ডটি যদি ডিসপ্লে কার্ডের সাথে মিল থাকে, তাহলে কার্ডটি Draw করেই আবার অপসারণ করতে পারেন। B-)

কেউ Draw Two Card প্লে করলে তার পরবর্তী জনকে ২টি কার্ড Draw করতে হবে। :P Skip Card এর জন্য পরবর্তী জন তার টার্ন মিস করবে, এবং Riverse Card এ কার্ড দেওয়ার দিক পরিবর্তন হবে।

Wild Card হচ্ছে সবচেয়ে কাজের কার্ড। Wild Card প্লে করে আপনি আপনার প্রয়জন মত ডিসপ্লে কার্ডের রং পরিবর্তন করে দিতে পারেন এবং Wild Draw 4 Cards এর মাধ্যমে রং পরিবর্তনের পাশাপাশি পরবর্তী জনকে ওই রঙের ৪টি কার্ড Draw করতে বাধ্য করতে পারেন। শুধু তাই না, সেই সাথে সে তার টার্ন টিও মিস করবে। :#>



ফেসবুকে সার্চ দিলে গেমটি পাবেন। চাইলে সেখানে অনলাইন খেলতে পারেন।

আরও কিছু নিয়ম জানতে এই ভিডিও টা দেখেন....







সব শেষ কথা, UNO ™ এর সেট কোথায় পাবেন ? :) :)

একটা কথা বলি, মাইন্ড খাইয়েন না…… :!> :!>

আমারও একই প্রশ্ন। :|| জানি খুঁজলে পাওয়া যাবে, কিন্তু ঠিক কোথায় গেলে যে শিউর পামু সেইটা জানি না। আপনেরা কেউ জানলে আমারে একটু হেল্পান..... :(( :(( :) :)



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৪

কাগজের নাও বলেছেন: অনলাইনে খেলতে হলে এইখানে ক্লিকান

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৫

পাগলা শিয়াল বলেছেন: অনলাইনে তো অনেক ই খেললাম। এখন সামনা সামনি খেলতে চাই। :|
UNO'র সেট কোথায় পাবো ? :(( :((

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১১:১৭

িত্রস্তান বলেছেন: এই গেমটাই অনেক দিন খুজছিলাম। অনলাইনে খেলা যায়না। সিস্টেম স্লো হয়ে যায়। ডাউনলোড করলাম কিন্তু মাত্র ১ ঘন্টার ট্রায়াল ভার্সন। ফুল ভার্সনটা যদি পেতাম!

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১

পাগলা শিয়াল বলেছেন: ট্রায়াল ভার্সন-ফুল ভার্সনে চলবে না। বাপ-মার চোক্ষের সামনে বইসা খেলুম। X( X(
UNO'র সেট কোথায় পামু সেইটা কন :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.