নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
বাবা সরকারী চাকুরিজীবী হওয়ার সুবাধে আমার বেড়ে ওঠা জেলা শহর গুলোতে। আমার শৈশব কৈশরের পুরোটা সময় ছিলো আদিগন্ত মাঠ, শান বাধানো পুকুর আর প্রাচীর ঘেরা নিরাপদ আবাসিক। বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাধেই ঢাকাতে আমার স্থায়ী বসবাসের শুরু। বিশ্ববিদ্যালয়েও আমি প্রথম শ্রেনীর সুবিধা ভোগী। রোকেয়া হল থেকে কলা ভবনের দু্রত্ব কয়েক কদম। সাথে প্রিয় বান্ধবীদের কোলাহল। জীবন টা সে পর্যন্ত নির্ভাবনার-ই ছিল।
২৫ বছরের অনভ্যস্ততা গত ৫ বছরে কাটিয়ে উঠতে পারি নাই। আমার কাছে পাবলিক বাস এর আরেক নাম বিভীষিকা। আমরা জাতি হিসাবে কতখানি মানসিক ভাবে অসুস্থ তা জানার এবং বোঝার সবচেয়ে কার্যকরী জায়গা এই পাবলিক বাস গুলো।
তাই অগত্যা, মধ্যবিত্তের ধারক ও বাহক , এই আমাকে চলাচলের জন্য বেছে নি্তে হয়েছে রিকশাকে। আবাসস্থল মিরপুর স্টেটে আর কর্মস্থল ধানমন্ডি স্টেটে। রিকশা যোগে কিলোমিটারের দু্রত্ব বলতে না পারলেও ভাড়ার পরিমান প্রতিদিন আসা যাওয়া ২০০ টাকা।সেটাও আমার জন্য সহনীয়। কিন্তু বাধ সাধলো ঠিক তখন-ই যখন মাঝে মাঝেই আমাকে জেমস বন্ডের রিকশায় উঠতে হয়।
রিকশায় উঠে বসলেই আমি উদাস হয়ে যায়। হেড ফোন কানে গুজে দিলে আমি-ই হয়ে যায় পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ। তখন সাধারণ কিছুও আমার কাছে অসাধারণ লাগে। আমি মুগ্ধ হয়ে চারপাশ দেখি। তাতেও কোন বিপত্তি নেই। বিপত্তি ঐ বেটা জেমস বন্ড। তার রিকশা যতটা চাকা ঘুরিয়ে রাস্তা দিয়ে চলে তার চেয়ে ঢের বেশি হাওয়াই উড়ে যায়। আমি কোন মতে হুড ধরে তাল মিলিয়ে বসে থাকার চেষ্টা্য নিয়োজিত থাকি। আমার সব অনুরোধ-উপরোধ-বকা উপেক্ষা করে বন্ডের রিকশা ছুটে চলে নিজস্ব গতিতে।
তাই আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন এর মেয়র প্রার্থীদের কাছে আমার একটাই দাবী “ঢাকার রিকশায় সিটবেল্ট এর ব্যবস্থা করে আমার মত নিরুপায়,উদাস এবং রিকশা ভ্রমন ইচ্ছুক যাত্রীদের পাশে থাকবেন”
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৯
নান্দনিক নন্দিনী বলেছেন: বটের ফল, ধন্যবাদ
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৬
আলম 1 বলেছেন: নুতন ধারনা ।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৯
নান্দনিক নন্দিনী বলেছেন: আলম 1, ধন্যবাদ
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩
আরণ্যক রাখাল বলেছেন: হে হে
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২০
নান্দনিক নন্দিনী বলেছেন: আরণ্যক রাখাল,
৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৪৬
শতদ্রু একটি নদী... বলেছেন:
২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৪
নান্দনিক নন্দিনী বলেছেন: :v :v :v
৫| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৯
মাঘের নীল আকাশ বলেছেন: আর হেলমেট!?!
২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৬
নান্দনিক নন্দিনী বলেছেন: হেলমেট এর কথা তো লেখার সময় মাথায় আসে নাই
ধন্যবাদ নতুন আইডিয়া দেয়ার জন্য।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪২
মনিরা সুলতানা বলেছেন: জেলা শহর আদিগন্ত মাঠ, শান বাধানো পুকুর প্রাচীর ঘেরা নিরাপদ আবাসিক। বিশ্ববিদ্যালয়, কলা ভবন, রোকেয়া হল, প্রিয় বন্ধু...
আহা নস্টালজিক করে দিলেন.....
ও হ্যা আমি চাই সিট বেল্ট একা রিকশায় উঠলে
২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ক্যাম্পাস! প্রিয় ক্যাম্পাস!!
৭| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২
কলমের কালি শেষ বলেছেন:
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪১
নান্দনিক নন্দিনী বলেছেন: কলমের কালি শেষ বলে এত্তো গুলো ইমোটিকোনস!! সময় করে এক দোয়াত নতুন কালি কিনে নিবেন তো, যাতে করে ভাষায় লেখা মন্তব্য পেতে পারি।
ধন্যবাদ (অগ্রিম)
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
খায়রুল আহসান বলেছেন: উত্তম প্রস্তাব, লাইক করলাম, সমর্থনও করলাম।
আমরা জাতি হিসাবে কতখানি মানসিক ভাবে অসুস্থ তা জানার এবং বোঝার সবচেয়ে কার্যকরী জায়গা এই পাবলিক বাস গুলো -- খুবই সত্য কথা, এবং লজ্জাষ্করও বটে!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৯
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ
৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: সিটবেল্ট!!! বিবেচনার বিষয়।
তখন রিক্সার গঠন পরিবর্তন হয়ে কী হবে!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৩
নান্দনিক নন্দিনী বলেছেন: রিকশার নকশায় খুব বেশি পরিবর্তন না এনেও ঠিক-ই সিটবেল্ট এর সংযোজন করা যাবে। ডিজাইন টা মনে মনে করে ফেলেছি
১০| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪০
রুদ্র জাহেদ বলেছেন: তাহলে আপনাকেই এটার উদ্যোক্তা হতে হবে প্রথমে
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৭
নান্দনিক নন্দিনী বলেছেন: ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো
১১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯
মানবী বলেছেন: নিঃসন্দেহে অতি প্রয়োজনীয় দাবী :-) তবে ছুড়ি/আগ্নেয়াস্ত্র হাতে "তাহারা" এসে টাকা পয়সা গহনা মোবাইল দাবী করলে পালাবার কোন উপায় নেই। একদম বেল্ট দিয়ে বাঁধা। অণ্ধকারের মানুষদেরও সুবিধা হবে বেশ আষ্টেপৃষ্ঠে বাঁধা যাত্রীদের কাবু করতে বিশেষ সমস্যা হবেনা!!
নিরুপায়,উদাস এবং রিকশা ভ্রমন ইচ্ছুক যাত্রীদের শাখের করাত অবস্থা মনে হচ্ছে! :-)
মজার পোস্টের জন্য ধন্যবাদ নান্দনিক নন্দিনী।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩
নান্দনিক নন্দিনী বলেছেন: ছিনতাইকারী্রা তো রাজা মহারাজা।
সিটবেল্ট না থাকার অনেক সমস্যা।
নিরাপদ সড়ক তো পাওয়া যাচ্ছে না, নিরাপদ যানবাহন এর ব্যবস্থা হলে অন্তত কিছুতো হবে।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩০
বটের ফল বলেছেন: হা হা হা। ভালোই বলেছেন নন্দিনী।