নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনতে পারিনি। চেনার চেষ্টায় আছি।

দুখু বাঙাল

মোর এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন। বাংলাদেশি মুসলিম আমি বাঙালী মুসলমান।

দুখু বাঙাল › বিস্তারিত পোস্টঃ

সুফিয়া কামাল হলে ছাত্রীদের উপর হামলা ছাত্রলীগ সন্ত্রাসদের!!!

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১৩

এখন মধ্যরাত।
ঢাবি হলে ব্যাপক নির্যাতন চলছে...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সাধারণ ছাত্রদের উপর হায়েনার মতো ঝাপিয়ে পরেছে ছাত্রলীগ।
সুফিয়া কামাল হলের মেয়েদের উপর চলছে ভয়াবহ হামলা। একজন বোনের পায়ের রগ কেটে দিয়েছে। সিড়িতে রক্ত। দরজা বন্ধ করে মেয়েদের পেটাচ্ছে লীগের সন্ত্রাসীরা।

ক্যাম্পাসে ছাত্রলীগকে সন্ত্রাসী অবস্থানে রেখে আন্দোলন করা যাবে না। তাইলে ঘরেই মরতে হবে। রাস্তায় প্রতিবাদ করার আগেই মরতে হবে। আগে কুত্তা খেদান তার পরে ভিক্ষার হিসেব কইরেন।

সাধারণ ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আগে সবাই মিলে ছাত্রলীগের সন্ত্রাস থেকে ঢাবিকে মুক্ত করেন। তাতেই বিজয় ৮০ ভাগ নিশ্চিত হয়ে যাবে।

আর শিক্ষকদের বলব আপনারা মেয়েদেরকে রক্ষা করতে না পারলে আপনাদের জবাব দিতে হবে। ছাত্রলীগের গুন্ডাদের হাতে আমাদের বোনরা মার খাবে আর আপনারা মাস্তি করবেন তা হবে না। গোন্ডামির সহযোগি হিসেবে আপনাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। কাজেই সময় থাকতে ন্যায়ের পক্ষে আসেন। চাটামি বন্ধ করেন। মেয়েদের সেইভ করেন। নইলে ছাত্র লীগের বিরুদ্ধে শুধু না আপনাদের বিরুদ্ধেও মাঠে নামবে ছাত্র-জনতা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১০

সৈয়দ তাজুল বলেছেন: ছাত্রলীগের কুকুরদের এমন আচরণ অনাকাঙ্ক্ষিত কিছু না। এরা প্রত্যেক আন্দোলনের সময় এমনটা করে আসছে। এদের কখনো নিষিদ্ধ করা হবে না, কেননা সরকার মনে করে এরাই তাদের প্রভু।

দেখুন সুফিয়া কামাল হলে ছাত্রীদের উপর ছাত্রলীগের কুকুরদের বর্বর নির্যাতন

২| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কি অবস্থা!

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯

ক্স বলেছেন: ছাত্রলীগ এতদিন তাদের সব আতি নেতা পাতি নেতার কুকর্মকে জায়েয করেছে। কিন্তু এশার উপর রাগ দেখালো কেন? তার অপরাধ কি? যা করেছে তো পার্টির জন্যেই করেছে, নাকি নিজের জন্য? পার্টির জন্য স্রোতের বিপরীতে গিয়ে এতবড় রিস্ক নিল, আর পার্টি তার প্রতিদান এভাবে দিল?

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: বর্তমান ছাত্রলীগ কর্মীদের প্রতি জাস্ট ঘৃণা চলে আসছে। এরা এতো সাহস পায় কি করে?

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

দুখু বাঙাল বলেছেন: সেটা আমিও ভাবছি। সাথে ভাবছি, ছাত্রলীক কে সরকারের আইন শৃঙখলা রক্ষা কারী বাহিনীর এটা স্কিল দিয়ে দিলে হয়। তারা তো দেশে কোন আন্দোলন হলো, সিভিল প্রটেকশনে পুলিশদের সাথে সব সময় থাকে। দূষ্কৃতি কারীদের ধরে ধরে মারে। আমার যুক্তিটা মনে হয় খারাপ না।

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সরকার পতনের সময় চলে আসছে বোধ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.