![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন আগে ফেবু থেকে একটা মেয়ে আমাকে ফোন দিয়েছিল, প্রথম ফোনেই ভাবখানা এমন যেন আঞ্জেলিনা জোলির সামনে আমি শাকিব খান হিসেবে গন্য হইলাম, নগন্য হইলাম। মনে মনে ভাবিলাম এমন একটা বউ কপালে জুটিলে নিজ গৃহেই কলকাতার সিরিয়াল শুরু হইয়া পড়িবে, হয়ত কিছুদিনের মধ্যেই আমার বাচিবার স্বাধ মিটিয়া যাইবে এবং পৃথিবী হইতে লগআউট করিবার সিদ্বান্ত লইতে হইবে।
ভাবিলাম এতদিনে হয়ত তাহার অর্ধশতাধিক প্রেমের অভিঞ্জতা অর্জন হইয়াছে। মেয়েটির মাঝে মাঝে ড্রিংকস করিবার বড়ই শখ হয়। আমার বউ হলে সে যে আমায় গৃহপালিত গর্দভ ছাড়া আর কিছুই ভাবিবে না বুঝিতে পারিলাম। তথাপি তাহার ড্রিকস করিবার অর্থ জোগাড় করতে না পারিলে ক্ষুদ্ধ হইয়া হয়ত বলিবে ‘তোমাকে বিয়ে না করিয়া যদি একখানা কাঠাল গাছকে বিয়ে করিতাম তাহলে ভাল হইত, উহার কাঠাল বেচিয়া আমি ড্রিংকস করিতে পারতাম।’
একদিন ক্লিয়পেট্রা আমার স্টাটাসে একটা কবিতা দেখে বললো, কবিতাটা অনেক সুন্দর, পরক্ষনেই শুধাইল তোমার লেখা নাকি, আমি বললাম হুম কেন, বললো না লেখাটা একটু সস্তা টাইপ হয়ে গেছে। বুঝিতে পারিলাম ছেলেদের কেমন করিয়া লেবেঞ্জুশ বানানো যায় সে বিষয়ে তাহার বিস্তর প্রতিভা!
©somewhere in net ltd.