![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিপোস্টেডঃ
বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ২৪ এপ্রিল, ২০১২ মঙ্গলবার পালিত হল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স) এর ৩৩ তম ব্যাচের র্যাগডে। সকাল ৯ টায় কেক কেটে ও এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বুটেক্সের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিতাই চন্দ্র সুত্রধর।
২০০৭ সালের এক আবেগ ঘন মুহূর্তে তারা এই প্রতিষ্ঠানে এক বুক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল। ঠিক যেন ‘আজ আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ টাইপের অনুভুতি। আজ সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিদায়বেলাকে আনন্দ-বেদনার এক মিলন মোহনায় পরিণত করেছিল। মুহূর্তেই পরিবেশটা স্থবির হয়ে কিছুটা বিষন্নতায় রূপ নিলো। কারণ চিরচেনা, সবুজেঘেরা এ ক্যাম্পাসের মায়া ত্যাগ করে চলে যেতে হচ্ছে। দ্বিধা ছিল আজ ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ ভেবে আনন্দ বিলাস করব নাকি ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ ভেবে দুঃখবিলাস করব? এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস জীবনের নানান স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকেই চোখের অশ্রুজল ধরে রাখতে পারল না।
এদিন পুরো ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে। এঅনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রঙ খেলা। র্যাগ উপলক্ষে তৈরি টি-শার্ট গায় দিয়ে রঙ খেলায় অংশ নিয়েছিল শিক্ষার্থীরা। বিকেলে শুরু হয় আলোচনা সভা , আলোচনা সভায় প্রধান অতিথীর আসন অলংকৃত করেছেন থার্মেক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক জনাব আব্দুর কাদের মোল্লা, বিশেষ অতিথীর আসন অলংকৃত করেছেন হ্যামস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক জনাব শফিকুর রহমান শফি। শুরুতেই স্মৃতি চারণ পর্ব এরপর কর্মক্ষেত্রে সফল শীল্প উদ্যোক্তাদের সাফল্য গাঁথা আলোচনা ও র্যাগ ব্যাচের জন্য অনুপ্রেরনার কিছু অমিয় বানি! এরপর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, অভিনয়ে মুখরিত হয় বুটেক্স মিলনায়তন। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ব্যান্ডওয়ারফেজ, শিরোনামহীন ও বুটেক্সের নিজস্ব কিছু ব্যান্ডের কনসার্ট এবং সবশেষে ডিজে পার্টি। নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে পুরো মিলনায়তন। দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া র্যাগডের এই বিশাল আয়োজন ক্ষনিকেই শেষ হয়। কিন্তু ‘স্বপ্নেরদূত’ তাদের নিয়ে যায় সুদূরের দিকে। স্বপ্নোজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকে তাঁদের। সাঙ্গ হলো ছাত্রজীবনের এই চিরচেনা পরিবেশ।
©somewhere in net ltd.