![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Md. Noor Hossain
পিছনে ফেলে এলাম আরও একটি বছর। ২০১৪ সালের শেষ সুর্যের রক্তিম আভা মিলিয়ে গেল, শীতের ঘন কুয়াশা ভেদ করে পূব আকাশে উদিত ভোরের সূর্য আলো ছড়াবে দিগন্তজুড়ে। হয়ত নতুন বছরের অপার সম্ভাবনা নিয়ে উদীত এ সূর্যের আলোতে আলোকিত হবে একটি নতুন দিন, একটি নতুন বছর।
কিন্তু আমার জীবন পালে খুব একটা পরিবর্তনের হাওয়া লাগছে না, যদিও বছরের শেষ সময়ে একটু হলেও হাওয়া বদল হয়েছে, গাজীপুর থেকে গুলশানের হাওয়া, ছাব্বিশ পার হলেও জীবনটাকে গুছিয়ে ফেলতে পারছি না, সফলতা সেতো বহু দূর!!
নিসংগতার সাথেই বসবাস আমার, একাকিত্বের সাথে সন্ধি, আর আমার স্বপ্নময়ী, সেতো যেন চির অধরা, আমার ভিনদেশী তারা; দীর্ঘ দিবস, সদীর্ঘ রজনী তাহারই অন্নেষনে বিষন্ন এ মন, জীবনের ২৬ টি বসন্ত কেবল তাহারই প্রতীক্ষায়......
হয়তোবা বেচে আছি কোন এক অদৃশ্য বাস্তবতা পালনের তরে। সব মলিনতা, দ্বিধা, গ্লানি, পশ্চাদময়তা আমার পিছু ছাড়ছে না। আমি পারছিনা ব্যর্থ প্রাণের সব আবর্জনা, নিষ্ঠুরতা পেছনে ফেলে নতুন উষার দ্বার খুলে দিতে, সম্ভাষন জানাতে প্রকৃতির নতুন স্নিগ্ধতাকে, হাতছানি জানাতে নতুন আলোর বারতাকে, আজকের মায়াময় প্রভাতকে! নতুন করে অপার স্বপ্নে বিভোর হতে!! তবুও মনে জাগে সেই আশা জাগানিয়া সুর......
‘স্বাগতম ইংরেজি নববর্ষ ২০১৫, শুভ হউক তোমার আগমন’
বিঃদ্রঃ এখানো কোথাও আমি জব লাইফ তথা জব সেক্টরকে ফোকাস করিনি, বরং নিজের লাইফকেই ফোকাস করেছি, চাওয়া পাওয়া, আনন্দ বেদনার হিসেবটা একান্তই আলাদা, অনেক সময় সমস্ত অপ্রাপ্তির মাঝেও একটা প্রাপ্তিই সমস্ত অপ্রাপ্তিকে ছাপিয়ে যেতে পারে, আবার সমস্ত প্রাপ্তির মাঝেও একটা অপ্রাপ্তিই সবগুলো প্রাপ্তিকে বিবর্ন, মলিন করে ফেলতে পারে......
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
ইঞ্জিঃ নূর হোসাইন বলেছেন: শুভ ইংরেজি নববর্ষ ২০১৫
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপ্পি নিউ ইয়ার