![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা কখনোই আদর্শিক এবং মানসম্মত রাজনিতির সাথে তুলনা করতে পারিনা, ২০০৫ সালে যেটা হয়েছে ২০১৫ সালে মানে ১০ বছর পরে এসেও যদি সেটার পুনরাবৃত্তি ঘটতে থাকে তবে আমরা কখনোই জাতি হিসেবে সভ্য এবং উন্নত মানসিকতার অধিকারি হতে পারব না। অতীতে বি এন পি যেটা করেছে আবার বর্তমানে আওয়ামিলিগ যা করছে আবার ভবিষ্যত বি এন পি (যদি আবার কোনদিন ক্ষমতায় আসতে পারে!1) যা করবে......। এভাবে সবাই যদি প্রতিহিংসার বলয়েই আকড়ে থাকে, তাহলে জাতি হিসেবে, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কোনদিনও স্বাধীনতার তথা গনতন্ত্রের সুফল ভোগ করতে পারব না...।
একথা বলার কখনোই সুযোগ নেই বিগত সরকারের আমলে দুর্নিতি হয়েছে, সন্ত্রাসী কর্মকান্ড হয়েছে, আমাদের সময়ে একটু হলে ক্ষতি কি...। এসব কথা বরং দুর্নিতিকে এবং সন্ত্রাসকেই উসকে দিচ্ছে। আমরা কেন উন্নত বিশ্বের সাথে সাথে তুলনা করছিনা যেখানে কোন দুর্নিতি এবং সন্ত্রাস নেই বললেই চলে...। জনগন পরিবর্তন চায় বলেই আপনাকে ৫ বছরের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, আপনি কতটুকু করতে পেরেছেন, কতটুকু পারেননি সেটার দায়ভার একমাত্র আপনাকেই নিতে হবে। এভাবে যতদিন না প্রর্যন্ত বিগত সরকারের উপরে দোষ না চাপিয়ে নিজেরাই দায় নিতে শিখবে, ততদিন প্রর্যন্ত পরির্তন আসবে না...। দ্বায় স্বীকার সভ্যতার মাত্রা নির্নায়ক...। একমাত্র আপনার বিবেগ, তথা মানুষের সুকুমার বিত্তি গুলোই বলে দিবে আপনি যেটা করছেন সেটা ন্যায় কিবা অন্যায়, সেটার জন্য অন্যের রেফারেন্স টানার কোনও সু্যোগ নেই, উনি আগে এটা করেছিলেন তাই আমরা ওটা করেছি...।। তুলনা যদি করতেই হয় সেটা অবশ্যই আদর্শিক এবং মানসম্মত কোন কিছুর সাথে করা যেতে পারে...
আমরা বাঙালিরা এতটাই জগন্য অন্ধ রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী, বিবেগবর্জিত এবং প্রতিহিংসাপরায়ন যেন প্রতিপক্ষের উপরে চরম নিষ্ঠুরতা দেখেও তাদের বিবেগে নাড়া দেয়না বরং হাততালি দিতেই সাচ্ছন্দ বোধ করে, এমনকি প্রতিপক্ষের লাশের উপরে দাড়িয়েও উল্লাস করতে দ্বিধাবোধ করেনা...।
একটা সমাজের শিক্ষিত শ্রেনীর নাগরিকদেরই যদি এই অবস্থা হয়, তবে কোথায় আমাদের বিবেগ, কোথায় আমাদের মানবতা, কোথায় আমাদের মনুষ্যত্ব।
সত্যের বানী নিরবে নিভৃতে নয়, আজ যেন প্রকাশ্যেই কাঁদছে।
যারা প্রতিহিংসায় বিশ্বাসী তাদের জন্য নিচের দুটি লাইন...
কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়।
তাই বলে কুকুরকে কামড়ানো, মানুষের শোভা পায়?
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯
নিলু বলেছেন: ভালো , লিখে যান
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
সবাই তো কথায় কথায় বলছে আমরা হাদিস অনুসারে চলবো; সেটা হলো আমরা ৭ম শতাব্দীর নিয়মে চলবো।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫
ইঞ্জিঃ নূর হোসাইন বলেছেন: ধন্যবাদ, সহমত পোষনের জন্য।।@ গাঁও গেরামের মানুষ
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
ইঞ্জিঃ নূর হোসাইন বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের অনুপ্রেরনাই আমার চলার পথের পাথেয়।। @নিলু
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১
ইঞ্জিঃ নূর হোসাইন বলেছেন: ইসলাম, তথা শরিয়াহ আইন সর্বত্তোম এবং সর্বাধুনিক জীবন ব্যাবস্থা, সেটা নির্ভর করে আমারা ইসলামকে কতটা ধারন করতে পেরেছি আমাদের প্রত্যাহিক জীবনে।। @চাঁদগাজী
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
" ইসলাম, তথা শরিয়াহ আইন সর্বত্তোম এবং সর্বাধুনিক জীবন ব্যাবস্থা, সেটা নির্ভর করে আমারা ইসলামকে কতটা ধারন করতে পেরেছি আমাদের প্রত্যাহিক জীবনে।। "
-বুয়েটে " শরিয়া আইন সিভিল ইন্জিনিয়ারিং" সাবজেক্ট চালু করলে, আপনারা সবই ধারণ করতে পারবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬
গাঁও গেরামের মানুষ বলেছেন: ভাই,
কি আর বলবো। দারুণ হতাশা পেয়ে বসে মাঝে মাঝেই, বিশেষ করে লিখতে-পড়তে জানা মানুষগুলোকে যখন দেখি অন্ধের মতো অন্যায়কে জাষ্টিফাই করে যেতে।
আপনার পোষ্টের সাথে সহমত। তবে আমি হলে শিরোনামটা অন্যরকম দিতাম, যেমন-
রাজনীতির কাঠগড়ায় বিবেক!