নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাঙ্গার জন্যই গড়ি, গড়ার জন্য ভাঙ্গি ।। নিয়ম আমার জন্যে না, আমি নিয়মের জন্যও না ।। ---------------------------------- Follow Me- http://facebook.com/saifimam http://twitter.com/saifimam
শুনতে চলে এসেছেন যখন, আসেন আপনাকে কিছু মজার কৌতুক শুনাই। হাসি না আসলেও হাসবেন। জটিলসব চিন্তাভাবনা আপাতত বন্ধ থাকুক, আরে ভাই একটু রিল্যাক্সড হোন না কিছু সময়ের জন্য!!
গণিতজ্ঞের চায়ের পানি গরম করা:
এক গণিতজ্ঞ দিনরাত গণিত নিয়ে এতই ব্যস্ত থাকেন যে, একমাত্র গণিত ছাড়া দুনিয়ার আর কোন প্র্যাক্টিক্যাল বিষয় সম্পর্কে তার পরিষ্কার কোন ধারণা নেই। এই নিয়ে তার স্ত্রী সবসময়ই তার উপর চোটপাট করেন। কাজেই স্ত্রীর মন রক্ষা করার জন্য একদিন তিনি স্ত্রীকে আশ্বাস দিয়ে বললেন, যাও এখন থেকে আমি তোমার কাছ থেকে টুকটাক সংসারের কাজকর্ম শিখব। স্ত্রী খুবই আনন্দিত হয়ে প্রথমেই তাকে চা তৈরি করা শিখিয়ে দিলেন।
চা তৈরির নিয়মটা স্বামীর মনে আছে কি না, সেটা পরীক্ষা করার জন্য দুদিন পরে স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো, তোমাকে যদি একটা কেতলি আর দেশলাই দেওয়া হয় আর বলা হয় ঘরে গ্যাসের স্টোভ আছে এবং কলে পানি আছে, তাহলে তুমি ঠিক কিভাবে চায়ের পানি গরম করবে?
জটিল সব গণিতের সমস্যায় বেচারা স্বামী নিয়মটা ভুলেই গিয়েছিলেন। কিন্তু অনেক ভেবে কিছুটা স্মরণ শক্তি থেকে আর বাকিটা অনুমান থেকে ভয়ে ভয়ে বললেন, প্রথমে কেতলিতে পানি নিব। তারপর দেশলাই জ্বালিয়ে গ্যাসের স্টোভটা চালাবো। তারপর কেতলিটা স্টোভের উপর বসিয়ে পানিটা গরম করলেই তো মনে হয়ে যাবে। তাই না?
হ্যাঁ, হয়েছে - স্ত্রী বললেন। আচ্ছা এবার বলতো, যদি তোমাকে একটা পানি ভর্তি কেতলি দেওয়া হয় আর একটা দেশলাই এবং গ্যাসের স্টোভ দেওয়া হয়, তাহলে কি করবে?
গণিতজ্ঞ এবার হাসিমুখে উত্তর দিলেন, এটা তো খুবই সহজ। প্রথমে কেতলি থেকে পানিটা ফেলে দিব। তাহলেই সমস্যাটা ঠিক আগের সমস্যাটার মতো হয়ে যাবে। আর সেটার সমাধান তো একটু আগেই করেছি। তাই না!
ভালোবাসার পরীক্ষাঃ
প্রেমিকাঃ তুমি কি আমায় ভালোবাস?
প্রেমিকঃ বিশ্বাস না হলে পরীক্ষা করো?
প্রেমিকাঃ ধরো তোমার সার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে?
জরুরি টাকাটায় প্রেমিকার চোখ পরেছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো, কেনো পারবো না, একশবার পারবো !! তবে পরীক্ষা তারিখটা একটু পিছানো যায় না?
সাবধান আর নিচে নামিস না:
এক শিক্ষক ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করেন - এমন জিনিষের নাম বল তো যা ভিন্ন ভিন্ন নামে পরিচিতি হয় ।
ছাত্র- চুল
শিক্ষক - কিভাবে ?
ছাত্র- মাথায় আমরা বলি চুল , চোখের উপরে থাকলে বলি ভ্রু, ঠোটের উপরে থাকলে বলি গোফ , গালে ও চিবুকে থাকলে বলি দাড়ি । বুকে থাকলে বলি লোম এবং ......
শিক্ষক- সাবধান আর নিচে নামিস না
[ উপরের কৌতুকটার মতোই নিচে না নামলে ভালো হয়। নিচেরটা ১৮ + ]
ভিজিয়ে চেষ্টা করো:
বাসর রাত। আনাড়ি স্বামী অনেক চেষ্টা করেও লক্ষ্যে না যেতে পেরে খুব বিব্রত। লজ্জায় নিজের কথা বলতে পারছে না বউকে।
স্বামীঃ এই শুনছো, সুইয়ে সুতোটা পরিয়ে দেও না, আমার মোটেও অভ্যাস নেই।
বউঃ সুতোর মাথাটা থুতুতে ভিজিয়ে নেও, দেখবে ঠিকই পারবে।
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১০
পাপী বলেছেন: আহ! শান্তি পাইলাম। একটু মজা দিতে ভালোই লাগে।
২| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:০৫
সাদা কাগজ বলেছেন: ভাল লেগেছে ++++++++++++++++
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৩
পাপী বলেছেন: ধন্যবাদ!
৩| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:০৬
শফিকুল বলেছেন:
++++++
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪
পাপী বলেছেন: শফিকুল ভাই, মাইন্ড খাইয়েন না। আপনার ছবিটা দেখে শেষের কৌতুকটা খালি মাথায় ঘুরতেসে। :#>
৪| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১১
সিটিজি৪বিডি বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++ আমি এখনো হাসতেছিরে ভাই........................................!!! শেষেরটা..........................খুব মজার!!!
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৬
পাপী বলেছেন: ভাই প্রাণ খুলে হাসুন। এটা খুবই দরকারী
৫| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৭
হিমালয়৭৭৭ বলেছেন: প্রথমটা ভালো লেগেছে..........পরের ৩টা অনেক আগেই শুনেছি..........
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৯
পাপী বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো!
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
পাপী বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৬| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:২৭
ভেংচুক বলেছেন: আসলে প্রথম ডা ভালো মনে হইলেও ২য় ডা খারাপ মনে হয় নাই, কিন্তু ৩য় ডায় এসে ১ম ডা মনে হইলো ভালো ছিলো না। ৪র্থ ডা পড়ে দেক্লাম ২য় ডা ভালো এটা ছাড়া
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪২
পাপী বলেছেন: মাথার উপর দিয়া হেলিকপ্টার গ্যাল না রকেট গ্যাল ঠিক বুঝতে পারলাম না
৭| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
নকীবুল বারী বলেছেন: জোসসসসসস...........................প্রথমটা বেশি জোসসসসসসসস
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০১
পাপী বলেছেন: ওরে থ্যাঙ্কু রে..................।
৮| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৭
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
মজাক হৈছে।
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৭
পাপী বলেছেন:
৯| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
টুকুনজিল বলেছেন: হা হা !!
২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
পাপী বলেছেন: লোল!!!
১০| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
মামু বলেছেন: ফ্রি সুইয়ে সুতা গাথতে চাই.....
২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
পাপী বলেছেন: নাউজুবিল্লাহ। আস্তাগফেরুল্লাহ, লা হাওলা, লা হাওলা!!!
১১| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
জটিল বলেছেন: অনেক মনযোগ দিয়ে পড়লাম , সরস উপস্থাপনা , গুছিয়ে লেখা চমকপ্রদ সব ছোট গল্প । বেশ ভাল লাগল
২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
পাপী বলেছেন: মনযোগ দিয়ে পড়ার জন্য পড়ার জন্য ধন্যবাদ। লেখার কষ্টটা সার্থক মনে হচ্ছে।
১২| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এক শিক্ষক ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করেন - এমন জিনিষের নাম বল তো যা ভিন্ন ভিন্ন নামে পরিচিতি হয় ।
ছাত্র- চুল
শিক্ষক - কিভাবে ?(
ছাত্র- মাথায় আমরা বলি চুল , চোখের উপরে থাকলে বলি ভ্রু, ঠোটের উপরে থাকলে বলি গোফ , গালে ও চিবুকে থাকলে বলি দাড়ি । বুকে থাকলে বলি লোম এবং ......
শিক্ষক- সাবধান আর নিচে নামিস না :-*
:-* :-* :-* :-* :-* :-* :-* :-*
২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
পাপী বলেছেন: নিচে নামলে কি হইবেক??
১৩| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০০
ড্রাকুলা বলেছেন: ২ আর ৪ টা না শোনা ছিল। মজা লাগলো। +
২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
পাপী বলেছেন: ড্রাকুলা কৌতুক শুনে??
১৪| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৩
মাহমুদ৬৯ বলেছেন: শেষের টাই বেশী জুস হইচে ।
২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
পাপী বলেছেন:
১৫| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১০
নাজিরুল হক বলেছেন: হা হা হা
মজা পাইলাম।
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
পাপী বলেছেন:
১৬| ২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
রাস্তার ছেলে বলেছেন: ২য় টা ছাড়া বাঁকি সবই আগে শোনা! তার পরও ভাল লাগলো!
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৮
পাপী বলেছেন: !!
১৭| ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪
নিবিড় বলেছেন: জটিল....হাহাহাহাহাহ
ব্যপক হাসলাম
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৬
পাপী বলেছেন: আপনার হাসিটা ভাইরাসের মতো আমাকেও ধরেছে!
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১১
তাহসিন আহমেদ বলেছেন: ১,২,৪ নং টা নতুন জানলাম।মজা পাইছি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৯
পাপী বলেছেন: ধন্যবাদ!
১৯| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫৯
গরিবের বন্ধু বলেছেন: মজার গল্পের সাথে গরিব শিশুদের গল্প পড়ি http://www.poorchilds.com এর সাথে থাকুন ।
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২৫
পাপী বলেছেন: হুমম!
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:০৫
মনির হাসান বলেছেন: হুমমমম ... বহুত চিন্তা ভাবনা কইরা দেখলাম ... মজাই হইছে ।