| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট কাক
লেখা লেখি করার মত শিক্ষা,বয়স কিংবা যোগ্যতা এর কোনটাই আমার মাঝে নেই। তারপর ও আমি লিখি , লিখতে চেষ্টা করি কেননা আমি লিখতে ভালোবাসি । ফেসবুক ইচ্ছে মত স্ট্যাটাস আপলোড করি ।
আম্মা ঐ রুম থেকে গলাফাটিয়ে চিৎকার করছে, "কিরে রাত ৪ টা বাজে তুই এখনও নেটে কি করিস ?
আমি হেসে উওর দিলাম, "আম্মা আমি ডিজিটাল বাংলাদেশ এর ডিজিটাল আপডেট দেখি "।
আম্মা বিরক্ত গলাই "এত রাইতে তুই ছাগলামি করছ? আইচ্ছা আমি ও্যাইফাই এর লাইন ছুটাইয়া দিতাছি , এইবার যত পারছ টিপ "
আম্মা সত্যি সত্যি ও্যাইফাই লাইন ডিস্কানেক্ট করে দিল । আমি মনে মনে হাসলাম।
কারন আম্মা ভুলেই গেছে গত মাস থেকেই আমি আনলিমিটেড ডাটা ইউজেবল সেইম ব্যাবহার শুরু করছি
।
।
আমার বাসার সামনে দিয়ে একটা রাস্তা একটু লাল টিন দিয়ে দিয়ে কভার করে দেওয়া আর তা নিয়ে আশে পাশের মানুষ গুলির অভিযোগ এর শেষ নাই ।
রাস্তাটা কেন কভার করা জানেন ? কারন এর নিচ দিয়ে মেট্রো লাইন{পাতাল ট্রেন} হচ্ছে। ৩ নাম্বার লাইন।অনেক বছর ধরের ২টা লাইন চলছে কিন্তু যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য আরও একটা লাইন এর কাজ চলছে।
তবু এইদেশের সরকার গলা উঁচু করে চেচেয়ি বলে না আমরা ডিজিটাল হয়ে গেছি । কেননা লন্ডনের তুলনাই প্রযক্তিগত দিক দিয়ে পিছিয়ে আছে
এই চির শান্তির শহর "রোম"।
আর আমাদের দেশের প্রধান মন্ত্রি প্রতি সভাই ১০ বার করে উচ্চারন করে "এই সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার কার্যকরম শুরু করেছে" ।
বাহ ! কি চমৎকার দেখা গেল । একটা ৮ তলা ভেঙ্গে পড়া দালান এর ভিতর থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে যাদের ৫ দিন লাগে ,তাও সাধারন মানুষের সাহায্য নিয়ে তাদের মুখে "ডিজিটাল বাংলাদেশ" শব্দটা শুনলে আমার হাসি লাগে
।
হ্যাঁ হাসি লাগে, কিন্তু পরক্ষনে আমি টলমল পানি চোখে দেখি আমার ভাই-বোন গুলি কংক্রিটের চাপায় থেতলে গেছে আর বাতাসে ছড়ীয়ে গেছে তাদের গলিত লাশের গন্ধ ।
দেশে কোন বড় ধরনের ভূমিকম্প হয়নি । মাত্র একটা দালান ধসে গেছে আর সেই দালানের মানুষ গুলিকে বাচাতে দেশের সাধারন মানুষকে ফান্ড তৈরি করে অর্থ সংগ্রহ করে প্রয়োজনিয় জিনিষ সরবরাহ করতে হচ্ছে । আচ্ছা কাল কিংবা পরশু যদি একটা ভূমিকম্পে ৪ টা দালান ধসে পড়ে তখন অবস্থাটা কি হবে? থাক ঐসব চিন্তা করে লাভ নেই ।
আমি বলতে চাচ্ছিলাম , যে দেশের ফায়ার সার্ভিসের খমাতা নেই একটা ৮ তলা ধসে যাওয়া দালন থেকে ৩ দিনে উদ্ধার কাজ শেষ করতে সে দেশ হবে ডিজিটাল ?
আবার যদি ঐ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কথা বলে তার মুখে একদলা থুতু দিয়া বলা দরকার "ডিজিটাল তোর পুটু দিয়া ঢুকা" ।
{কারো সুচিল হৃদয়ে আঘাত লাগলে আমি দুঃখিত ।}
©somewhere in net ltd.