![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপ্সরী
স্বপ্নে যাকে দেখেছি সে আমার অপ্সরী, অনাবিল মায়া তার চোখে
কল্পনায় যাকে এঁকেছি সে আমার অপ্সরী, ভুলতে পারিনা তাকে।
তার গহীন চুলের আড়ালে কি যে মায়া আমি বুঝেছি
তার চাহনির ভাষা কি যে বলে আমি জেনেছি।
তার চলার ছন্দে কি যে শিল্প কান পেতে শুধু শুনি আমি
তার জন্য আমি সবই পারি জানে শুধু ঐ অন্তর্যামী।
কতজনকেই তো দেখেছি আমি তার মত নয় কেউ
পারেনি কেউ এ বুকে তুলতে ভালবাসার ঢেউ।
কল্পলোকের কন্যা সে নয়, সে যে আমার অস্তিত্ব
তাকে ছাড়া এ জীবন মরুভূমি, শুধুই একাকীত্ব।
ঘুম ভেঙ্গে যায় আচমকা ভাবি দাড়ালো সে পাশে বুঝি
কোথাও দেখিনা তাকে যে আর, যতই তারে খুঁজি।
ধরা দেয় আবার দেয়না চলছে অবিরত লুকোচুরি
তার জন্য এই হৃদয় মাঝে স্বপ্ন প্রাসাদ গড়ি।
২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৭
রিদম হাসান বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনার উৎসাহ আমার সামনে চলার অনুপ্রেরন।
৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৫০
মাক্স বলেছেন: সুন্দর।
৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৭
রিদম হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কল্পলোকের কন্যা সে নয়, সে যে আমার অস্তিত্ব
তাকে ছাড়া এ জীবন মরুভূমি, শুধুই একাকীত্ব।
খুব ভালো । ++++