নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্যোদয়

রিদম হাসান

লেখালেখি করার খুব ইচ্ছা। কিন্তু লিখতে গেলে সব ভুলে যাই।

রিদম হাসান › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকের আর্তনাদ

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪

প্রেমিকঃ -কেন এত ব্যথা কেন এত কষ্ট?

ভালবেসে অবশেষে জীবন কি হল নষ্ট?



বিবেকঃ- না না না ভেঙে পড়োনা প্রেমিক তুমি সাহস রাখ বুকে

ভালবাসা হয় দুটো মিশ্রণে সেতো দুখে আর সুখে।



প্রেমিকঃ কেন এত লাঞ্ছনা কেন অপমান?

ভালবেসে গেয়ে যাবো কি শুধু বিরহের গান?



বিবেকঃ কেন গাবে বিরহের গান? গাও সুখের গান

প্রেমের জন্য হাসতে হাসতে দিতে হবে তব প্রাণ।



প্রেমিকঃ না হয় দিলাম জীবন আমার প্রিয়াকে কি পাবো?

যদি না পাই প্রিয়াকে মোর অতলে হারায়ে যাবো।



বিবেকঃ এ প্রেম কভু হারাবার নয় কেন বুঝনা তুমি

প্রেম দিয়েছেন ঐ বিধাতা যিনি অন্তর্যামী।



প্রেমিকঃ আজ নিঃস্ব আমি রিক্ত আমি নাই মোর কিছু হাতে

মরে গেছে মোর সজীব মনটা প্রেমের যাতনাতে।



বিবেকঃ প্রেমের যাতনায় রিক্ত হয়ে সরে যাও যদি ভয়ে

সারাজীবন থাকবে তুমি ব্যর্থ প্রেমিক হয়ে।



প্রেমিকঃ চাইনা হতে ব্যর্থ প্রেমিক মরন যে তাও ভাল

জীবন থেকে দূর হয়ে যাক ধূসর অমানিশা কালো।



বিবেকঃ অমানিশাকে দূর করিতে লাগবে যে তব পণ

ভালবাসা দিয়ে জয় করিতে হবে প্রিয়ার মন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

রিদম হাসান বলেছেন: :> :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.