নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্যোদয়

রিদম হাসান

লেখালেখি করার খুব ইচ্ছা। কিন্তু লিখতে গেলে সব ভুলে যাই।

রিদম হাসান › বিস্তারিত পোস্টঃ

লোভে পাপ,পাপে মৃত্যু

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

তিন বন্ধু জঙ্গলের মধ্যে হাঁটছিল। হঠাৎ তারা দেখলো রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে আছে। তারা একসাথে ব্যাগের কাছে গেল এবং দেখলো ব্যাগ ভর্তি টাকা আর টাকা। তিনজনেই ভীষণ খুশি হল। কিন্তু সমস্যা হল টাকার ভাগ নিয়ে। তাদের মধ্যে প্রথমজন বলছিলো-“ আমিই টাকার ব্যাগটি প্রথম দেখেছি, সুতরাং আমি অর্ধেক টাকা নিবো, আর বাকি টাকা তোরা দুইজন ভাগ করে নিবি”।

২য় জন বললো “আমিই প্রথম ব্যাগে টাকা থাকার বিষয়টি নিশ্চিত করেছি, সুতরাং আমি অর্ধেক আর বাকি টাকা তোরা দুইজন ভাগ করে নিবি”।

৩য় জন বললো “ তোরা তো অন্য রাস্তায় যেতে চেয়েছিলি,আমিই তোদের এই পথে নিয়ে এসেছি, সুতরাং টাকার অর্ধেক আমার প্রাপ্য”।

এভাবে কথা কাটাকাটি করতে করতে তিনজনই ক্লান্ত হয়ে পড়লো। একসময় তারা খুব ক্ষুধার্ত হয়ে পড়লো। তিনজনই টাকা নিয়ে বাইরে যাওয়া নিরাপদ নয়, তাই তারা ঠিক করলো একজন পাশের মহল্লা থেকে খাবার কিনে আনবে আর বাকি দুইজন টাকা পাহারা দিবে। খাবার পর তারা টাকা ভাগ করবে। যথারীতি ব্যাগ থেকে টাকা নিয়ে একবন্ধু পাশের মহল্লা থেকে খাবার আনতে গেল। আর এই সময়ে বাকি দুইবন্ধু মিলে তাকে হত্যার পরিকল্পনা করলো। বন্ধুটি খাবার আনতে না আনতেই দুইবন্ধু তার উপর ঝাঁপিয়ে পড়লো আর তাকে নির্মমভাবে হত্যা করলো। এবার টাকা দুইভাগ করলেই হবে। দুইবন্ধুই খুব খুশি। কিন্তু বন্ধুর আনা খাবার খেয়ে তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। সেই ঘুম আর তাদের ভাঙলনা। বন্ধুর আনা খাবারে যে বিষ ছিল!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

মুক্তকণ্ঠ বলেছেন: :(

২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

কদমা বলেছেন: :-P

৩| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

রাকি২০১১ বলেছেন: ঈসা (আ) এর এক ঘটনা অবলম্বনে লিখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.