নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম

১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০২

শ্রীলংকার বিপক্ষে অসাধারণ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রাণঢালা অভিনন্দন। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ৪৩ বল হাতে রেখেই ৫ উইকেটের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বাংলাদেশ। বোনাস পয়েন্ট সহকারে এই জয়ের ফলে গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ।



ম্যান অফ দ্যা ম্যাচ সাকিব আল হাসানকেও সকলের পক্ষ থেকে অভিনন্দন। ৬৯ বলে ৯২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে সাকিব আল হাসান বাংলাদেশের জয়ের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও আজকেই ওয়ানডে অভিষেক হওয়া রুবেল হোসেনের ৫.৩ ওভারে ৪ উইকেট প্রাপ্তি আর মাশরাফির দুর্দান্ত বোলিং নৈপূণ্য মনে রাখার মত।



আন্তর্জাতিক ক্রিকেটের শক্তিশালী দল শ্রীলংকাকে হারানোর পাশাপাশি এই জয়ে ফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের। তাই এই জয়ে বাংলাদেশের সকলের আনন্দের মাত্রাটা একটু বেশি। আনন্দের এই লগ্নে বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে আবারও প্রাণঢালা শুভেচ্ছা। বাংলাদেশ ক্রিকেট টিমের এই জয়রথ অব্যাহত থাকুক।



মেতে উঠুন সবাই জয়ের সুবাসে, ব্লগিং আনন্দে। শুভ ব্লগিং।





ছবিসূত্র: ক্রিকইনফো.কম

মন্তব্য ৮২ টি রেটিং +৫৪/-২

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

মুকুট বলেছেন: সাবাশ বাংলাদেশ!!!!

২| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

ভেংচুক বলেছেন: কনগ্রেটস

৩| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

আইরিন সুলতানা বলেছেন: :)

৪| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

ভাইরাস! বলেছেন: স্টিকি করার মত এমন কোনো বড় জয় না তাই মাইনাস

৫| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

রাতুল" বলেছেন: আম্বালীগের মিসিল জীবনেও করি নাই, তারপরেও আজকে ওগ ডায়ালগ মারতে বড়ই ইচ্চা করটেচে।

জয় বাংলাআআআআআআআআআআ
জয় সাকিববববব
জয় সাকিঈঈঈঈঈব
জয় মাশরাফিঈঈঈঈঈঈই
জয় মাশরাআআআআআআআফি
জয় রুবেএএএএএএএল
.....

আবার হবে...।

জিতিলরে জিতিল
বাংলাদেশ জিতিল....
ঢোলের তালে ঢাকের তালে
বাংলাদেশ জিতিল। :)

৬| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

অন্যআনন বলেছেন: একটু দেরি হয়ে গেল, তবু ধন্যবাদ নোটিশ বোর্ড । ধন্যবাদ সাকিব ও অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম কে।

৭| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

পারভেজ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ।
তবে আনন্দটা খুব বেশী আপ্লুত করতে পারছে না। সব ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা ধারাবাহিক ভাবে ভালো প্রচেষ্টা আশা করে থাকি, যেটা এই ম্যাচেও সবাই দেখাতে পারেনি।
অভিনন্দন সাকিবকে; ও না থাকলে আজকেও..........:(
শুভকামনা থাকলো ভাল খেলে যাবার আশায়।

৮| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১১

পাপী বলেছেন: সাব্বাস!!

৯| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১১

নাঈম বলেছেন: সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।

১০| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১১

বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: সাবাশ বাংলাদেশ

১১| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১২

বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: এইখানেও ২ টা মাইনাস

১২| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

দাউদ রনি বলেছেন:
যাক, যারা খেলা শুরুর সময় আজেবাজে কথা বলছিলো তাদের মুখ এবার বন্ধ হইলো কিছুদিনের জন্য।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

সূর্য্য বলেছেন: ধারাবাহিকতা চাই। সাকিবের মতো দলের উপরের সারির ব্যাটসম্যানদেরকেও রান করতে হবে। বর্তমান সময়ে এই দলটা যে কোন বড় দলকে হারাতে পারে, ফাইনালে ম্যাচটা হবে ৫০ ওভারে তাই বেশীক্ষন উইকেটে থাকার প্রমাণটা সেদিনও দিতে হবে।

ফিলিস্তিনে হাজার হাজার মানুষের আহাজিরির মধ্যে এদেশের মানুষের জন্য একটা ভাল জয় উপহার দেয়ার জন্য ক্রিকেট দলকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২১

আজাইরা আমি বলেছেন: বাঘের বাচ্চা !!!

১৫| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

রিজভী বলেছেন: সাবাশ বাংলাদেশ।

তবে ধারাবাহিকতা চাই।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

ইরতেজা বলেছেন: বাঘের বাচ্চা !!!

১৭| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: বেশ ভাল। :) List কমতে থাকুক। অষ্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা............. হে: হে: :D এরপর কে... ;)। যদিও আমি ক্রিয়াপ্রেমী নাই, তবে বাংলাদেশ জিতলে ভালো লাগে। :D

১৮| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম

১৯| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

ভাঙ্গা পেন্সিল বলেছেন: ফাইনালের পরেও যেন এরকম একটা পোস্ট লটকানোর সু্যোগ পাণ

২০| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

শাহারিয়ার আহমেদ বলেছেন: আমার দেশ।

২১| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

সরপ বলেছেন: সুন্দর পষ্ট।

২২| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

এ. এস. এম. রাহাত খান বলেছেন: শুভেচ্ছা বাংলাদেশ টিম কে...কোটি কোটি মানুষের ভালোবাসা সিক্ত বাংলাদেশ জেগে উঠো...বাংলাদেশ গর্জে উঠো...(তামিম iq-বাল ছাড়া)!!!

২৩| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

অমাবশ্যার চামচিকা বলেছেন: সাবাস বাংলাদেশ! :)

২৪| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

আশরাফ রহমান বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

জেরী বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম

২৬| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

শম্পা শাহরিয়ার বলেছেন: অভিনন্দন টাইগারদের।

২৭| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লাস্ট সামুরাই বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। এই জয়টা সত্যিই খুব আনন্দের :) । ভেবেছিলাম ফাইনাল বুঝি মিস হয়েই গেলো। ফাইনালে যাওয়ার জন্য যে রকম কঠিন বোলিং আর কোন একজনের দায়িত্বশীল ব্যাটিং এর প্রয়োজন ছিলো তাই করে দেখিয়েছে বাংলাদেশ।

টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করি। এত বেশি রানআউট হওয়া ভালো লক্ষণ নয়। গত ম্যাচেও তিনটির বেশি রানআউট ছিলো।

সাকিবের ব্যাটিংটা মিস করলাম। কারও কাছে ভিডিও লিংক থাকলে দিতে পারেন।

২৮| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: শত সমালোচনা করলেও সেটা বাংলাদেশকে ভালবাসি বলেই , মনে মনে প্রতিটা দিন জয় কামনা করি বলেই । সাধ যখন বাস্তবে অনূদিত হয় , প্রচন্ড ভাল লাগে ।

অভিনন্দন বাংলাদেশ

২৯| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২১

এরশাদ বাদশা বলেছেন: বলতে দ্বিধা নেই; ম্যাচের আগে শ্রীলংকাকে হারানোর প্রত্যয় বাগাড়ম্বর ছাড়া আর কিছুই মনে হয়নি। এ জয়ে উদ্বেলিত; তবে প্রত্যাশা নিয়মিত বিরতিতে এরকম জয়ের।

অভিনন্দন বাংলাদেশ; ধন্যবাদ নোটিশবোর্ড।

৩০| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

তৃষামুননা বলেছেন: বেশী বাতাস দেওয়া উচিত হবে না

৩১| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

অভিনন্দন বাংলাদেশ দল
অভিনন্দন সাকিব আল হাসান
অভিনন্দন নবাগত রুবেল !

ফাইনাল ম্যাচেও জয়ের এই ধারাবাহিকতা অটুট থাকুক এই আন্তরিক শুভ কামনা ।

ফাইনাল ম্যাচে জিততে পারলে এবং অতঃপর স্টিকি পোস্ট পেলে ভালো লাগতো ।

৩২| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

নিঃসঙ্গ বলেছেন: সাবাস বাংলাদেশ

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

সহেলী বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম ! সাবাস বাংলাদেশ !

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

নিদ্রালু বলেছেন: একবার জিতলে সব ভুলে যাই।

কি যে এক অনন্দ।।..................

সাবাস বাংলাদেশ

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৩

েপচাইললা বলেছেন: ভাইরাসকে লাথি দিয়া বের করে দেয়া হোক।

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২১

'লেনিন' বলেছেন: একবার জিতলে আমরা সব ভুলে যাই।

কিন্তু আমি ভুলবো না। :)

৩১ বা ৩৫ ওভারের খেলা ছিলো এটি। আর এটিই শেষ খেলা নয়.... আরো খেলা আছে তাতে ভরাডুবী করে দেয়া অসম্ভব নয়।

বাংলাদেশ দলে প্রকৃত অধিনায়কসুলভ গুণ যার মাঝে লক্ষ্য করা যাচ্ছে সে হলো সাকিব.... তাকিয়ে আছি কবে ছাগছানা আশরাফুলকে প্রতিস্থাপন করা হবে সাকিবকে দিয়ে। সাকিবকেও অবশ্য অনুশীলন করে তৈরি হতে হবে।

আমার কথা হচ্ছে......... জেতার দরকার নাই.... লজ্জাজনকভাবে হারিস না!

৩৮| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২২

অন্তু বলেছেন: সাবাস বাংলাদেশ।

এই পোষ্ট যারা মাইনাস দিয়েছেন তারা সাচ্চা রাজাকার তাতে কোন সন্দেহ নাই।

৩৯| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৪

সিক্স স্ট্রিং বলেছেন: অন্তু বলেছেন: সাবাস বাংলাদেশ।

৪০| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

েপচাইললা বলেছেন: @ লেলিন : হ্যাঁ আপনার বুদ্ধি ধরে আশরাফুলের মত সাকিবটাকেও শেষ করে ফেলি আর কি? ওকে ওর মত খেলতে দেন। এমনিতেই ওর ওপর সবচেয়ে বেশি দায়িত্বের আশা করে চাপ দেয়া তারপর আবার অধিনায়কত্ব দেন, ওকেও ডোবান।

৪১| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

অর্থহীণ বলেছেন: সাবাশ বাংলাদেশ!!!

৪২| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩১

অাজহারুল ইসলাম বলেছেন: সাবাশ বাংলাদেশ!!!

৪৩| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩

সহণ বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমের এই জয়রথ অব্যাহত থাকুক।

৪৪| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: দেখতে হইবো না দোস্তটা কার।

আমার দোস্তের সাথে আমার ছবি দেখেন নিচের লিংকে ক্লিক কইরা।

http://foysalju.blogspot.com/


ধন্যবাদ।

৪৫| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৬

মে ঘ দূ ত বলেছেন: অভিনন্দন টাইগার্সদের।

৪৬| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১২

ব্রাইট বলেছেন: সেটাই!

আর কদ্দিন জেনারেল থাকুম !!!!

৪৭| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৩

আবু সালেহ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ টিমকে......

৪৮| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৬

কিংকং বলেছেন: ভাবসিলাম এগোরে তুইলা আছাড় দিমু, কিন্তু আর দিমু না হেরা খেলায় জিতসে।

আইজগা আমার কি আনন্দ। আমি মানুষের চেয়ে বেশী খুশি হইসি

৪৯| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৮

সাদা মনের মানুষ বলেছেন:
এমন পারফরম্যান্স নিয়মিত চাই ।

৫০| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১০

লিপিকার বলেছেন:

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম

৫১| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৪

গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন:
জিততে হলে সমালোচনার দরকার হয় কিনা, এমন পাল্টা প্রশ্নে আশরাফুলের জবাব, "সমালোচনা কেউই পছন্দ করে না।" সমালোচনা বোধহয় অসহিষ্ণুও করে তোলে। এ কারণেই এমন একটা জয়ের পর সুযোগ পেয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে এক হাত নেওয়ার সুযোগটা ছাড়লেন না তিনি, "জিম্বাবুয়ের কাছে হারার পর আমি বলেছিলাম, অবশ্যই আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ আছে। শুনে আপনারা সবাই হেসেছিলেন। একজন ক্রিকেটার হিসেবে বিষয়টা খুব খারাপ লেগেছিল। যেহেতু আমরা খেলি, জানি যে এরকম হতেই পারে। নিজেদের সেরা খেলাটা খেললে ইতিবাচক ফল আসা সম্ভব।"


---bdnews24.com

৫২| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৩

নাজনীন খলিল বলেছেন: সাবাস বাংলাদেশ।

৫৩| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৯

কিস্তোয়ার বলেছেন: আফসুস খেলাটা দেখতে পারলাম না।জয়তু বাংলাদেশ ক্রিকেট।

৫৪| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩০

বেয়াকুফ বলেছেন: বাংলাদেশকে অভিননন্দন। আশা করি আগামি একশত ম্যাচের পরের ম্যাচটিতে আবার আমাদের দেশের সোনার ছেলেরা বিজয় ছিনিয়ে আনবে আবার। কংগ্রাটস টু আওয়ার টাইগার্স।

৫৫| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩২

বেয়াকুফ বলেছেন: আশা করি আমাদের সামহোয়ারের নোটিশ বোর্ড বছর তিনেক পরে আবার বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে আরেকটি স্টিকি পোস্ট দেবার সুযোগ অর্জন করবেন, সোনার ছেলেদের কৃতিত্বে। এইজন্য সামহোয়ার কতৃপক্ষকে আগাম (তিন বছর পরের) অভিনন্দন:)

৫৬| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯

আলমগীর কুমকুম বলেছেন: জানি এই পারফরমেন্স অব্যাহত থাকবে না, তাও নিদানের কালে একদিনের জন্য হলেও যে আনন্দটুকু পেলাম সেটার মুল্য আমাদের কাছে অনকে বেশী। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দলকে।

৫৭| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০০

হাই ৫ হাসান বলেছেন: সাকিব, সাকিব আর সাকিব অভিনন্দন তোমার ও বাংলাদেশের প্রতিটি জয় পাগল মানুষের জন্যে

৫৮| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০১

মেজভাবী বলেছেন: অনেকদিন পরে সাইটে এলাম বাছারা। আমারো অভিনন্দন রইলো।

৫৯| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৩

এম এ হক বলেছেন: বলেছেন: সাবাস বাংলাদেশ,সাবাস!!!

৬০| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭

নামহীনা বলেছেন: অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন ..

আশরাফুল আর কবে মানুষ হবে!!

৬১| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৯

আশরাফ মাহমুদ বলেছেন: গর্জে উঠ বারেবার, হে বাংলাদেশ।

৬২| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮

এস্কিমো বলেছেন: অভিনন্দন ..


দারুন খেলেছে বটে।

৬৩| ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩

নাখ লুমিশ নিমা বলেছেন: গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন:
জিততে হলে সমালোচনার দরকার হয় কিনা, এমন পাল্টা প্রশ্নে আশরাফুলের জবাব, "সমালোচনা কেউই পছন্দ করে না।" সমালোচনা বোধহয় অসহিষ্ণুও করে তোলে। এ কারণেই এমন একটা জয়ের পর সুযোগ পেয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে এক হাত নেওয়ার সুযোগটা ছাড়লেন না তিনি, "জিম্বাবুয়ের কাছে হারার পর আমি বলেছিলাম, অবশ্যই আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ আছে। শুনে আপনারা সবাই হেসেছিলেন। একজন ক্রিকেটার হিসেবে বিষয়টা খুব খারাপ লেগেছিল। যেহেতু আমরা খেলি, জানি যে এরকম হতেই পারে। নিজেদের সেরা খেলাটা খেললে ইতিবাচক ফল আসা সম্ভব।"

আশরাফুলের ঔদ্ধত্য লক্ষ্য করার মত। এই ব্যাটার ভাব একটু বাইরা গেছে।খেলে ঘোড়ার আন্ডা আবার তাকে কিছু বলাও যাবে না। যে দর্শকরা তাদের কষ্টের টাকা খরচ করে খেলা দেখতে যায় তাদের তো আব্দার থাকতেই পারে। তাদের কোন কটু কথা তার সহ্য হবে না। কত দুর্বিনীত হলে সে দর্শকদের মারতে যায় গালাগালি করে।
তারপরেও ওদেরকেই আমরা সাপোর্ট দিয়ে যাই। শত হলেও নিজের দেশ।
সাবাশ বাংলাদেশ। সাবাশ সাকিব। সাবাশ মাশরাফি।
আমার সবচেয়ে ভালো লেগেছে প্রথম আলোর আশরাফুল ছাড়া বড় দলগুলোর সাথে জিতা যায় না এটা ভুল প্রমান হওয়ায়। এই সব কইয়া ই ঐ ব্যাটারে মাথায় তোলা হইছে।
আমরা সবাই পারি।

৬৪| ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৩

সুফল_আমার_নাম বলেছেন: @নাখ লুমিশ নিমা,

একদম খাটি কথা !

৬৫| ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৮

একরামুল হক শামীম বলেছেন: সাবাশ বাংলাদেশ!!!!

৬৬| ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬

তািরকএকিবিড বলেছেন:

সাবাশ বাংলাদেশ।

ধারাবাহিকতা চাই।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

৬৭| ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৭

বাপ্পাদিত্য বলেছেন: অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম...
ধারাবাহিকতা চাই।

৬৮| ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০৯

মাহবুব রনী বলেছেন: সাবাশ সাকিব। সাবাস বাংলাদেশ।

৬৯| ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৭

মাহবুব আলম নীল বলেছেন: আমার দেশের টিম যদিও একটু দুর্বল তারপর ও আমি অনেক খুশি, তার পরিপেক্ষিতে বাংলাদেশ টিমকে জানাই অভিনন্দন। আরো বেশি খুশি হবো, যদি তারা ফাইনালে কঠিন জয় লাভ করে।

সাবাস বাংলাদেশ।

৭০| ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৫

গন্তব্যহীন বলেছেন: স্টেডিয়ামে বইসা ম্যাচটা দেখসি । ভয়াভ টাইপের আনন্দ পাইসি

৭১| ১৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৩

টুশকি বলেছেন: এই না হলে বাঘের বাচ্চা~!!!
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে

৭২| ১৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৮

শফিউল আলম ইমন বলেছেন: ধারাবাহিকতা নেই বলে খারাপ লাগে তারপরও অনেকদিন পরে এমন একটা জয় পেলে পাওয়ার আনন্দটা দিগুণ হয়ে যায়। অনেক ভালো লাগছে।
সবাইকে অভিনন্দন। সাকিবকে স্যালুট।

৭৩| ১৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৫

~টক্স~ বলেছেন: হতাশা ঘিরে ধরেছিল বাংলাদেশকে এই জয়টা তাই অনেক দরকার ছিল।
ভাল লাগছে অনেক।

৭৪| ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৫

ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
কি জানি বাবা ? হয়ত ফাইনালে ১৫০/১০(৩৩.২ ওভার)
তবে ভাল খেলবে এটাই আশা করি

৭৫| ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১১

রাগিব বলেছেন: খুব ভালো লাগছিলো। কাল রাতে ঘুম টুম বাদ দিয়ে সেই ভোর সাড়ে চারটা পর্যন্ত খেলা দেখলাম। বাংলাদেশ ক্রিকেট দল এরকম স্বপ্নময় খেলা মাঝে মাঝে খেলে আমাদের সব রাগ/ক্ষোভ ভুলিয়ে দেয়। আশা করি ফাইনালে একটা ভালো ফাইট দিবে।

৭৬| ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৬

জ্বিনের বাদশা বলেছেন: সাকিব, রুবেল, মাশরাফি -- ত্রিরত্নকে অভিনন্দন

ফাইনালেও একই খেলা দেখান চাই

৭৭| ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪১

মুনিয়া বলেছেন: ইয়েস ইয়েস!
অনেকদিন পর জিতেছি!!
কংগ্রাচুলেশনস বাংলাদেশ।
আই লাভ ইউ....

৭৮| ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৭

বাবুয়া বলেছেন: আমাদের খেলোয়ারদের দয়া করে অতিরিক্ত প্রশংসা আর উতসাহের জোয়ারে ভাষিয়ে দিবেননা। তারা বেশী প্রশংসা এবং বাহবা পেলেই ঠিক পরের ম্যাচে ডাব্বা মারে-এটা ওদের চিরাচরিত নিয়ম। ফাইনালে জিতুক তখন যতখুশী প্রশংসা করা যাবে!

৭৯| ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: প্রচন্ড খুশি হয়েছি ,
ধারাবাহিকতা চাই একটু , ছোট্ট চাওয়া

৮০| ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮

~স্বপ্নজয়~ বলেছেন: সাবাশ বাংলাদেশ!!!!

৮১| ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৯

নির্বিকার বলেছেন: কমেন্টটা কালকে একবারেই করুম নেঃ|

৮২| ১৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৫

মিজান আনোয়ার বলেছেন: অভিনন্দন বাংলাদেশ টিমকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.