![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
বাংলা ব্লগ দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে। আজ ১৯শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস। দেশের সবক'টি বিভাগীয় শহর সহ পৃথিবীর বেশ ক'টি শহরে বাংলা ব্লগাররা এই দিনটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করছেন। এই উপলক্ষে আয়োজক এবং উদযাপনকারীদের মধ্য একটি উৎসবমূখর পরিবেশ তৈরী হয়েছে। সবাই যারযার মত করে দিনটির গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রসার নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বাংলা ব্লগের বর্তমান, ভবিষ্যৎ, উপযোগীতা, সামাজিক দায়িত্বশীলতায় বাংলা ব্লগগুলোর সংশ্লিষ্টতা এবং অর্জন ইত্যাদি নানান জরুরী বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাংলা ব্লগদিবস উদযাপন সফল হোক মঙ্গলময় হোক।
আপডেট! আপডেট! আপডেট! ১৯শে ডিসেম্বর, ২০১২, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপনের আপডেট
১৯শে ডিসেম্বর ২০১২,সম্মিলিত বাংলা ব্লগদিবস উদযাপনে এবারের আয়োজনটির এখন পর্যন্ত কিছু অগ্রগতি ও জরুরী বিষয়।
১। স্থান: আর. সি. মজুমদার মিলনায়তন, লেকচার থিয়েটার বিল্ডিং (নীচ তলা), কলা ভবনের সমান্তরাল পেছন দিকে, মধুর ক্যান্টিন থেকে সোজা পশ্চিমে যেয়ে হাতের ডানদিকে লেকচার থিয়েটার বিল্ডিং এ ঢোকার মুখেই। (পরবর্তিতে ম্যাপ যুক্ত করা হবে)।
২। সময়: বাংলা ব্লগার এবং অতিথিদের জন্য আনুষ্ঠানিক সময়সূচী বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
৩। ঢাকাসহ দেশের অন্যন্য বিভাগীয় শহরগুলোতে ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস একযোগে উদযাপন। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন পর্ব শুরু।
৪। '১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস' এর লোগো সরকারী খাতায় কপিরাইট সংরক্ষণ এবং লোগোটি সবার জন্য উন্মুক্তকরণ।
৫। ব্লগদিবস উদযাপনের পুরো আয়োজনে রয়েছেন সম্লিলিত বাংলা ব্লগ প্ল্যাটফর্মসমূহ এবং বাংলা ব্লগাররা।
৬। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।
৭। প্রতিবারের মতই পুরো অনুষ্ঠানটি ইন্টারনেটে বিশ্বময় সরাসরি সম্প্রচার।
৮। প্রতিবারের মত এবারও ১৬ই ডিসেম্বর গৌরবময় বিজয় দিবসে সম্মিলিত বাংলা ব্লগের আনন্দময় র্যা লী হবে। এবিষয়ের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খুব শিগগীরই আরেকটি বিস্তারিত পোস্ট আসছে যা নির্দিষ্ট সময় পর্যন্ত সম্মিলিত সবক'টি প্ল্যাটফর্ম থেকেই প্রকাশিত ও স্টিকি করা হবে।
৯। খাবার: আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একটি বিষয়ে এখনও সমাধানে আসতে পারিনি। সেটা হচ্ছে বরাবরের মত ব্লগারদের জন্য একটি ছোট্ট আপ্যায়ণ/চা চক্র। সাধরণত কোন হল কর্তৃপক্ষই এই বিষয়টি অনুমোদন করেন না। গতবারও পাবলিক লাইব্রেরীর হলে একই প্রসঙ্গে আমাদের অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে এবং কোনভাবে সেটা সম্ভব করা গেছে। এবার সেটি এখন পর্যন্ত অনিশ্চয়তায় রয়েছে এবং আমাদের চেষ্টাও অব্যহত রয়েছে।
১০। এবারের আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলা ব্লগ প্ল্যাটফর্ম 'শব্দনীড়', যাঁরা গতবছর উদযাপনের দিনে তাঁদের অফিসিয়ালি সংযুক্ত হওয়ার প্রস্তাব দেন। উল্লেখ্য গতবছরে তাঁরাও তাঁদের ব্লগের ব্যনার নিয়ে আমাদের সবার সাথে দিবসটি উদযাপনে সামিল হন। এবার এই প্ল্যাটফর্মের কর্তৃপক্ষ/ব্লগার এই আয়োজনটির সাথে সার্বক্ষনীক সংযুক্ত রয়েছেন।
১১। নতুন আরেকটি ব্লগ 'ডাঙ্গুলি'র অন্তর্ভুক্তি
প্রয়োজনে আরও আপডেট আসতে পারে।
প্রিয় বাংলা ব্লগার,
গৌরবময় বিজয়মাসের শুভেচ্ছা সবাইকে।
আসছে ১৯শে ডিসেম্বর, বুধবার, ২০১২, বিকেল ৫টায় সামহোয়্যার ইন...ব্লগের উদ্যোগে এবারের ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। অন্যান্যবারের মতই এই আয়োজনে যোগাযোগ, মতামত ও পরামর্শে যুক্ত রয়েছেন সংশ্লিষ্ট সকল অ্যাডমিন ও ব্লগাররা। মাতৃভাষায় ব্লগিং এর শক্তি ও সম্ভাবনাকে বাংলা ব্লগাররা বারবার প্রমাণ করে আসছেন নানান সামাজিক কল্যাণকর কার্যক্রমে। মাতৃভাষায় যুথবদ্ধ ব্লগিং এর এমন শক্তিশালী অবস্থান পৃথিবীর আর কোথাও নেই। আমাদের বাংলা ব্লগাররা বিশ্বের কাছে সেই উদাহরণ তৈরী করেছেন গৌরবের সাথে।
আনন্দের বিষয়, ব্লগারদের প্রবল উৎসাহ-উদ্দীপনা এবং অংশ গ্রহণে এবারের ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগদিবস একযোগে ঢাকাসহ দেশের সবক'টি বিভাগীয় শহরে উদযাপিত হতে যাচ্ছে। শুধু তাই নয়, পৃথিবীর ১৯৩টি দেশে ছড়িয়ে থাকা বাংলা ব্লগারদের উদ্যোগে এখন পর্যন্ত পৃথিবীর ৪টি মহাদেশে দিবসটি উদযাপনের প্রস্তুতি চলছে জোরালোভাবেই।
গৌরবময় বিজয়ের মাস ডিসেম্বর বাংলা ব্লগিং এর জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ২০০৫ সালের এ মাসে বাংলা কমিউনিটি ব্লগিং এর যাত্রা সূচিত হয়। সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মত পালিত হয় বাংলা ব্লগ দিবস।
১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস উদযাপন দেশ-বিদেশে বসবাসরত বাংলা ব্লগারদের স্বতঃস্ফুর্ত উদ্যোগগুলো দেখে নিন।
১।১৯শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপন: রংপুর
২।১৯শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপন: সিলেট
৩। ১৯শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপন: মালয়েশিয়া
৪। ১৯শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপন: রাজশাহী
৫। ১৯শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপন: চট্টগ্রাম
৬। ১৯ শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপন: যুক্তরাষ্ট্র। উদযাপিত হবে ২২শে ডিসেম্বর ২০১২
৭। ১৯ শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপন: যুক্তরাজ্য
৮। ১৯ শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপন: বরিশাল
৯। ১৯ শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপন: খুলনা
এবারের আয়োজনে এবং উদযাপন অনুষ্ঠানে নানান বৈচিত্র্যময় বিষয়ে ব্লগারদের স্বতঃস্ফূর্ত এবং সর্বাধিক অংশগ্রহণ হবে এবারের উপজীব্য।
বিশেষভাবে উল্লেখ্য: বাংলা ব্লগ দিবস অনলাইনে সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত। কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
সংশ্লিষ্ট আরও অনেক বিষয়ের আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে আসছি।
বিনীত
সম্মিলিত বাংলাব্লগ কমিউনিটির পক্ষে
সামহোয়্যার ইন ব্লগ টিম
২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৩
লিন্কিন পার্ক বলেছেন:
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৪
আসাদুজ্জামান আসাদ বলেছেন: উদ্যোগ সফল হউক। দেখা হবে ব্লগারদের সাথে, আড্ডা হবে, গল্প হবে, খানা-পিনা আনন্দ হবে, মুক্ত আলোচনা হবে।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৫
ভূইয়া বলেছেন: Assalaualikum . Valo laglu news ta poray. But ami khub kostu pachi akta bayparay. ta holu ami akjon safe bloger hober porayo amer kono blog first page a publish hoi na. agay hotu but akhon r hoi na.pls aktu amakky help korun.sonayci somewhere blog a update korar poray ei problem hoccy kicu kicu bloger ar.so ki korbu bojtay parci na.amer khub khrap lagcy
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
কনিফউজড_েনিটেজন বলেছেন: কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
মাক্স বলেছেন: উদ্যোগ সফল হোক।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
কাউসার রানা বলেছেন: উদ্যোগ সফল হউক। দেখা হবে ব্লগারদের সাথে,
আড্ডা হবে,
গল্প হবে,
আনন্দ হবে,
হবে মুক্ত আলোচনা ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
সাহিত্যিক মীম বলেছেন: ধন্যবাদ। কিন্তু স্থানটা কোথায় জানতে পারি কী? আমি নতুন ব্লগার তো, এখনো সব বুঝে উঠতে পারিনি।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
আরজু পনি বলেছেন:
শুভকামনা রইলো।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫১
মেহেদী হাসান মানিক বলেছেন: ব্লগ ডে সফল হোক।
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪
কাঠুরে বলেছেন: ভালো উদ্যোগ,
শুভ কামনা রইলো।।
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৭
লেখোয়াড় বলেছেন:
Blog Day Shuvo Hok
Suveccha to all
Thanks
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: শুভকামনা রইলো।
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩২
মহাজাগতিক পাগল বলেছেন: আমি শুধু লুল ব্লগার দের সাথে আড্ডা দিবো । সিরিয়াস ভাইদের আমি ডর পাই
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪০
উকিল সাহেব বলেছেন: সেরা ব্লগার ২০১২ {চূড়ান্ত পর্ব}
Click This Link
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪১
জানা বলেছেন:
অনুষ্ঠানের স্থান, কর্মসূচী ও আরও কিছু বিষয় নিয়ে পোস্টটি আপডেট হতে থাকবে।
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯
সবুজ মহান বলেছেন: ব্লগ দিবস সফল হোক
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫
আমিনুর রহমান বলেছেন: বাংলা ব্লগ দিবস অনলাইনে সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত। কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
বাংলা ব্লগ দিবস সফল হউক
১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫
স্পাইসিস্পাই001 বলেছেন: উদ্যোগ সফল হোক....
২০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০২
অণুজীব বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হউক
২১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৫
ইয়াংিক বলেছেন: valo vabe jege uthuk, amader vasa corca.
২২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৮
নিয়েল ( হিমু ) বলেছেন: বিশেষভাবে উল্লেখ্য: বাংলা ব্লগ দিবস অনলাইনে সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত। কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
সুন্দর দিক নির্দেশনা । অনেক ধন্যবাদ ।
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
হই হই রই রই
সোনা ব্লগ গেলো কই ????
২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩২
চেয়ারম্যান০০৭ বলেছেন: যেহেতু সামু তথা বাংলা ব্লগের একটি উল্লেখযোগ্য সংখ্যক ব্লগার দেশের বাইরে থেকে ব্লগিং করেন অবধারিতভাবেই তারা দেশে আয়োজিত চমৎকার এই ব্লগ ডেতে অংশ নিতে পারছেন না।এই ব্লগাররা বিদেশের মাটিতে শত ব্যাস্ততা,কাজের অবসরে সামু বা বিভিন্ন ব্লগে লিখে চলেছেন সারাটি বছর।ব্লগডে কে ঘিরে তাদের জন্য সামুর চিন্তা ভাবনা কি ?
অনুষ্ঠান টি ব্লগে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখানোর ব্যাবস্থা করা যায় কি ? অথবা অনুষ্ঠানে বিদেশে অবস্থানরত ব্লগারদের সাথে ভিডিও কনফারেন্স বা অন্য কোন মাধ্যমে সরাসরি অংশগ্রহন করার ব্যাবস্থা করা যায় কি ?
কতৃপক্ষ কে এ ব্যাপারে ভেবে দেখার জন্য অনুরোধ করবো।
পরিশেষে সামু এবং ব্লগ ডের সফলতা কামনা করছি।
২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৬
আশিকুর রহমান অমিত বলেছেন: অনুষ্টান শেষ হবে কখন তারও একটা টাইম দিয়েন
২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুষ্ঠানের স্থান, কর্মসূচী ও আরও কিছু বিষয় নিয়ে পোস্টটি আপডেটের অপেক্ষায় রইলাম ।
২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আবারো মিস করবো.......
২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১
Sohelhossen বলেছেন: দেখা হবে সবার সাথে
এর চেয়ে ভাল আর কি হতে পারে
২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯
সত্যচারী বলেছেন: ব্লগ দিবস উদযাপনের সবগুলো পোষ্টের লিন্ক পোষ্টটিতে যোগ করায় নোটিশ বোর্ডকে আন্তরিক ধন্যবাদ। অনেকের জানতে সুবিধা হবে।
৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হউক
৩১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭
শিপন মোল্লা বলেছেন: আমি খুব মিস করবো। যেহেতু সামু তথা বাংলা ব্লগের একটি উল্লেখযোগ্য সংখ্যক ব্লগার দেশের বাইরে থেকে ব্লগিং করেন অবধারিতভাবেই তারা দেশে আয়োজিত চমৎকার এই ব্লগ ডেতে অংশ নিতে পারছেন না।এই ব্লগাররা বিদেশের মাটিতে শত ব্যাস্ততা,কাজের অবসরে সামু বা বিভিন্ন ব্লগে লিখে চলেছেন সারাটি বছর।ব্লগডে কে ঘিরে তাদের জন্য সামুর চিন্তা ভাবনা কি ?
অনুষ্ঠান টি ব্লগে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখানোর ব্যাবস্থা করা যায় কি ? অথবা অনুষ্ঠানে বিদেশে অবস্থানরত ব্লগারদের সাথে ভিডিও কনফারেন্স বা অন্য কোন মাধ্যমে সরাসরি অংশগ্রহন করার ব্যাবস্থা করা যায় কি ?
কতৃপক্ষ কে এ ব্যাপারে ভেবে দেখার জন্য অনুরোধ করবো।
পরিশেষে সামু এবং ব্লগ ডের সফলতা কামনা করছি। মাননিয় চেয়ারম্যান০০৭ সাহেবের সাথে সহমত।
৩২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৩
হাসান যোবায়ের বলেছেন: আমি এবার আসবো ইনশাল্লাহ।
৩৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪০
বোরহান উদদীন বলেছেন:
ব্লগদিবস সফল হোক।
৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৬
এ্যাসটেরিক্স বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হউক
৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৭
সন্দীপ হালদার বলেছেন: ঢাকায় কি আয়োজন হবে তা জানলাম না। সামহোয়্যার কতৃপক্ষ কি কোন ধরনের আয়োজন করবে তা জানান।
শুভকামনা রইল।
৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:০০
রূপাই মিয়া বলেছেন: সিলেটে সফল করুম ।
৩৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হোক। হুররে !!!!!!
৩৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৭
তন্ময় ফেরদৌস বলেছেন: আসছি
৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৪
জালিমের দুশমন বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হউক
৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৩
মাহতাব সমুদ্র বলেছেন: সবার মাঝে ছড়িয়ে যাক ব্লগডের আনন্দ।
আমরা রংপুর কারমাইকেল কলেজে আয়োজন করতে যাচ্ছি ব্লগডে।
সবার দোয়া কামনা করছি এবং রংপুর বিভাগের ব্লগারগণকে আমন্ত্রন জানাচ্ছি একত্রিত হয়ে দিনটাকে স্মরণিয় করে রাখার...
৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫১
অর্ণব আর্ক বলেছেন: সফল হোকা । যাউক তাও ঐ দিন পরীক্ষা পড়ে নাই। আজ রুটিন পাইলাম মাস্টার্সের।
৪২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: বাংলা ব্লগের চেতনা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বময় ।
৪৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৪
তামিম ইবনে আমান বলেছেন:
আমি ব্লগ ডে তে নুঠিসবুর্ড রে দেখতে চাই
৪৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৪
রুপ।ই বলেছেন: ব্লগ ডে সফল হোক।
৪৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩২
শাকিলা জান্নাত বলেছেন: রাজশাহী
৪৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: ব্লগ ডে সফল হোক।
৪৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৩
জাতির নানা বলেছেন: হয়তো উপস্থিত থাকতে পারবো না। ব্লগ ডে'র সফলতা কামনা করছি
৪৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫১
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ব্লগ দিবস উদযাপনের সবগুলো পোষ্টের লিন্ক পোষ্টটিতে যোগ করায় নোটিশ বোর্ডকে আন্তরিক ধন্যবাদ।
রাজশাহীর ব্লগার ভাইয়া ও আপুদের কে মন্তব্য করার অনুরোধ করছি
স্থানঃ প্রকৃতির এক অপার সৌন্দর্যের জায়গা পদ্মার পারে
সময়ঃ ( এখনও ঠিক করা হয় নি , আলোচনার মাধ্যমে ঠিক হবে )
৪৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৪
দলছুট শুভ বলেছেন: সিলেটের ব্লগ দিবসে অংশগ্রহন করছি। " শুভ কামনা "
জানা আপা যদি নিচের লিঙ্কে প্রদত্ত প্রস্থাবে একটু নজরদেন তবে হয়তো এই ব্লগডে আরও স্মরণীয় করে রাখতে পারবো আমরা। হাসি দেখবো এক শিশুর মুখে।
সামহোয়্যার ইন ব্লগের এডমিন এবং ব্লগ দিবস আয়োজনের সাথে সম্পৃক্ত ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।
৫০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০
ভালবাসার দেয়াল বলেছেন:
সামুর একই অংগে দুই রুপ দেখে আমি হাসতে হাসতে পেটে খিল লাগিয়ে ফেলেছি।কি বললো আর কি করলো তারা!!!!! হাসলাম অবশ্য কষ্টে।
অঙ্গ রুপ ১- "সামহোয়্যার ইন...ব্লগের উদ্যোগে এবারের ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।"
অঙ্গরুপ ২-"বিনীত
সম্মিলিত বাংলাব্লগ কমিউনিটির পক্ষে
সামহোয়্যার ইন ব্লগ টিম"
গতবারেরটার খবর বলতে পারবো না। তবে এইবারের ১৯ই ডিসেম্বর বাংলা ব্লগ দিবসের উদ্যোগ কি সামহোয়্যার ইন ব্লগের একার? নাকি অন্য কোণ ব্লগও এই ব্লগ দিবসের উদ্যোক্তা হিসেবে আছে, সামু কতৃপক্ষর কাছে জানতে চাই, জানাইলে ভালো হয়। না হয় আমিই জানাইয়া দিমু সামুর দ্বৈত রুপ। যা নৈতিকতা বিবর্জিত কাজ সামুর, যা সামু ব্লগ কতৃপক্ষর কাছে আশা করি নাই। লজ্জা লাগতাছে নিজের কাছে সামুর এই ব্লগ টিম এর সাথে আলোচনায় ছিলাম বলে।
৫১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৪
কাজী আবূ সাঈম বলেছেন: আমি নতুন ব্লগার। বিস্তারিত জানতে চাই। কোথায়, কিভাবে অংশগ্রহন করবো?
৫২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫০
জািতর মামা বলেছেন: আমার বউকে বলে দিছি আমার কাপড়া চোপড় পরিস্কার রাখতে, মাঞ্জা মারতে হবে না । জানাপু থাকবে, মানি মানুষ ।কাপড় চোপড় ইস্ত্রি করে রাখতে । বাট কোথায় পোগ্রাম হবে ??? অনুস্ঠানস্থল কোথায় ??
৫৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:৩২
রিমন রনবীর বলেছেন: "বিশেষভাবে উল্লেখ্য: বাংলা ব্লগ দিবস অনলাইনে সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত। কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ"
হ্যাটস অফ হে সামু
৫৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৬
েমাঃ রফিকুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। খুব ভালো লাগছে। গতবারের মত এবারও দেখা হবে সবার সাথে। আর একটা প্রশ্ন এবার কোন পুরস্কার আছে নাকি???
হ্যাঁ হ্যাঁ । যাই হোক। তাহলে আসছি ইনশাআল্লাহ।
৫৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৯
ভিয়েনাস বলেছেন: বাংলা ব্লগ ডে সফল হোক
৫৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:১৬
সজিব তৌহিদ বলেছেন: প্রথম বারের মত আমরা কারমাইকেল কলেজে রংপুর বিভাগীয় ব্লগ দিবস উৎযাপন করতে যাচ্ছি। আগ্রহীদের চোখ কান খোলা রাখার আহবান জানাচ্ছি।
৫৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:২৪
ফেলুদার চারমিনার বলেছেন: ব্লগ ডে সফল হোক।
৫৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৪
কলাতলীর বড় ভাই বলেছেন: এতো লোকের মধ্যে কারে ক্যামনে চিনমু? সবাই নিজের নিকটা গলায় ঝুলায়া আসলে ভালো হইবো।
৫৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১০
মুশাসি বলেছেন: ঢাকায় আসার ইচ্ছা আছে ব্লগ ডে পালন করতে। ১৯ ডিসেম্বরের দিকে যদি কোনো ব্যস্ততা থাকে তবে রাজশাহীতেই পালন করবো। আর যদি ভার্সিটি বন্ধ হয়ে যায় এবং আগে ভাগেই বাসায় চলে যাই তবে রংপুরে। মানে মিস হওয়ার কোনো চান্স নাই।
এখানে জানিয়ে রাখি রংপুরের আয়োজন নিয়ে লেখা ব্লগটিতে জানা আপু বছরের সেরা কমেন্টটি করেছেন। মিস কর্লে পস্তাবেন
৬০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৬:০৪
বৈশাখী ঝড়® বলেছেন: ওয়ার্কিং ডে তে ব্লগ ডে !
ভেন্যুটা আগে ভাগে জানলে বুঝতে পারতাম যেতে পারবো কি না।
উদ্যোগ সফল হোক।
৬১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৩০
লক্ষ্মীপেঁচা বলেছেন: সাহিত্যিক মীম বলেছেন: ধন্যবাদ। কিন্তু স্থানটা কোথায় জানতে পারি কী? আমি নতুন ব্লগার তো, এখনো সব বুঝে উঠতে পারিনি।
আমারও একই প্রশ্ন
ড্রেস কোড কি??? খানা খাদ্যের কি আয়োজন ??? খাওয়ার শেষে ডেজার্ট থাকার সম্ভাবনা আছে???
ক্যামনে বুঝতে পারবেন যে আমিই সামুর ব্লগার ? ব্লগারের নাম কইরা ফাউ খাইতেছি না ??
ব্লগ দিবস সফল হোক। সবার সাথে দেখা হবে আশাকরি।
৬২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:১৭
তুহিন সরকার বলেছেন: ব্লগ দিবসের আগাম শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা রইল।
৬৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:২০
ভয়ংকর বোকা বলেছেন: ঢাকায় কোথায় হবে?
৬৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩১
মোমের মানুষ বলেছেন: ব্লগ দিবস সফল হউক।
৬৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:১৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ব্লগ দিবসের আয়োজন সফল হোক।
কিন্তু অনুষ্ঠানটি হবে কোথায় ?
৬৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আশা করছি সবাই আনন্দঘন পরিবেশে...ব্লগ দিবস উদযাপন করবে।আর উক্ত আয়োজনের সার্বিক সফলতা কামনা করছি।শুভ কামনা সকল আয়োজক ভাইদের বিশেষ করে যাদের আন্তরিকতা ও নিষ্ঠায় সামুর জন্ম আর বেড়ে ওঠা।
৬৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৩
চলতি নিয়ম বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হউক
৬৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৮
সাইফ সামির বলেছেন:
বাংলা ব্লগ দিবসের আয়োজনগুলো আনন্দদায়ক হবে আশা করছি।
সবার জন্য শুভ কামনা।
৬৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৭
ভুং ভাং বলেছেন: ভুং ভাং করতে দিলে আসুম তা নাইলে আসুম না ।আর ব্লগ ডে সফল হোক।
৭০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪২
s r jony বলেছেন:
আমি ঐদিন দান বাক্স হাতে রুশানের জন্যে "দান ভিক্ষা" নিব। কেউ না করলেও শুনব না।
৭১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৭
জানা বলেছেন:
ভালবাসার দেয়াল বলেছেন: সামুর একই অংগে দুই রুপ দেখে আমি হাসতে হাসতে পেটে খিল লাগিয়ে ফেলেছি।কি বললো আর কি করলো তারা!!!!! হাসলাম অবশ্য কষ্টে।
অঙ্গ রুপ ১- "সামহোয়্যার ইন...ব্লগের উদ্যোগে এবারের ৪র্থ বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।"
অঙ্গরুপ ২-"বিনীত
সম্মিলিত বাংলাব্লগ কমিউনিটির পক্ষে
সামহোয়্যার ইন ব্লগ টিম"
গতবারেরটার খবর বলতে পারবো না। তবে এইবারের ১৯ই ডিসেম্বর বাংলা ব্লগ দিবসের উদ্যোগ কি সামহোয়্যার ইন ব্লগের একার? নাকি অন্য কোণ ব্লগও এই ব্লগ দিবসের উদ্যোক্তা হিসেবে আছে, সামু কতৃপক্ষর কাছে জানতে চাই, জানাইলে ভালো হয়। না হয় আমিই জানাইয়া দিমু সামুর দ্বৈত রুপ। যা নৈতিকতা বিবর্জিত কাজ সামুর, যা সামু ব্লগ কতৃপক্ষর কাছে আশা করি নাই। লজ্জা লাগতাছে নিজের কাছে সামুর এই ব্লগ টিম এর সাথে আলোচনায় ছিলাম বলে।
@ ভালবাসার দেয়াল।
আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমার নিজের একটি ভুলের কারণে এখানে একটি ভুল বোঝাবুঝির সুযোগ তৈরী হয়েছে।
আমার ১৬ নম্বর মন্তব্যটি যদি অনুগ্রহ করে একটু খেয়াল করতেন!
আমরা কেবল অনুষ্ঠানটি সম্পর্কে ব্লগারদের খানিকটা প্রাথমিক ধারণ দেয়ার জন্য এবং আলোচনা তৈরীর জন্য এই পোস্টটি দিয়েছি। এখানে অনেক জরুরী বিষয়ই আপাতত আসেনি যা আমি আরও গুছিয়ে নিয়ে বলতে/আপডেট করতে চেয়েছি।
সম্মিলিত বাংলা ব্লগ দিবস পালনে এবােরর আয়োজনে যুক্ত আরেকটি প্ল্যাটফর্ম হিসেবে 'শব্দনীড়' এর সার্বিক সহযোগিতা এবং সার্বোক্ষনিক যোগাযোগ এবং এই প্ল্যাটফর্মটিকে পরিচয় করিয়ে দেবার উদ্দেশ্যে বিশেষ কিছু কথা এই পোস্টেই বলার/আপডেট করার প্রস্তুতিও রয়েছে আমার এবং তা আজকেই করবো। ইতিমধ্যে আপনার এই তিক্ত মন্তব্যটি লেখার জন্য আমি নিজেকেই দায়ী করে আবারও দুঃখ প্রকাশ করছি।
লক্ষ্য করবেন যে আমি এখনও আমাদের সর্বশেষ মিটিং এর ফলাফল/রিপোর্টটিও আমাদের চেইন মেইলে দিতে পারিনি, অন্যান্য বেশ কিছু বিশেষ বিবেচ্য বিষয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকায়। এমন কি আমি গত পরশুদিন আপনাকে ফোনও করেছিলাম। নিশ্চয়ই আপনিও ব্যাস্ত ছিলেন।
আশা করি আমাদের এই অসাধারণ একসাথে পথচলায় যাবতীয় মত-দ্বিমত সামনাসামনি আলোচনা করে নিতে পারবো। কারণ টিম হিসেবে আমাদের যোগাযোগও রয়েছে সার্বোক্ষনিক। পোস্টে খুব শিগগীর আপডেট আসছে।
ভাল থাকবেন।
৭২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৮
জানা বলেছেন:
এমন কী ঢাকার বাইরের (দেশের সবকটি বিভাগীয় শহর) থেকে এবং দেশের বাইরেও বেশ কয়েকটি দেশ থেকে দিবসটি পালনে বাংলা ব্লগারদের বিপুল উৎসাহে উদ্যোগ নেয়া সমস্ত পোস্টের লিংকও এই পোস্টে এখনও যুক্ত হয়নি। প্রায় ৭মাস আগে তৈরী হয়ে যাওয়া দিবসটির বিশেষ লোগো সবার জন্য উন্মুক্ত করার কথা বলেছি। সেটিও এখানে যুক্ত হয়নি। এসবই আমার পরিকল্পনার মধ্যে রয়েছে। সবই হবে। শুধু একটু সময় দরকার আমার, যদিও হাতে আর মাত্র কয়েকটি দিন! অনুষ্ঠান সংক্রান্ত/সংশ্লিষ্ট অনেক তথ্য ও প্রয়োজনীয় নানান বিষয়ও এই পোস্টে আপডেট হতে থাকবে একে একে। যেহেতু আমি কেবল মাত্র এই একটি বিষয়ের সাথেই জড়িত নই, আমারও আরও কিছু করার আছে তাই আমার নিজের সীমাবদ্ধতার জন্য আমি অবলীলায় ক্ষমা প্রার্থী।
সবকিছুই সবাই মিলে, সবার মতামতেই হবে। সবার অংশগ্রহণ এবং দায়িত্বশীলতার স্বীকৃতিও আমি যতদুর মনে পড়ে আনন্দের সাথে, গর্বের সাথেই দিতে অভ্যস্ত।
'আমরা' আমরাই। আমরা পারবোই।
৭৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩
কনিফউজড_েনিটেজন বলেছেন: জানা,
"সামহোয়্যার ইন ব্লগের" ব্লগ ব্যবহারের শর্তাবলী তে সামান্য পরিবর্তন আসুক।
যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি যেমন বাংলা ব্লগ দিবসে নিষিদ্ধ, সামহোয়্যার ইন ব্লগে তাঁদের ব্লগিংও নিষিদ্ধ করা হোক।
৭৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
নিওফাইটের রাজ্যে বলেছেন:
৭৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫২
দায়িত্ববান নাগরিক বলেছেন: বিশেষভাবে উল্লেখ্য: বাংলা ব্লগ দিবস অনলাইনে সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত। কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
অনেক ভালো লাগল। সাথে কনিফউজড_েনিটেজন এর সাথে বলতে চাই--
"সামহোয়্যার ইন ব্লগের" ব্লগ ব্যবহারের শর্তাবলী তে সামান্য পরিবর্তন আসুক।
যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি যেমন বাংলা ব্লগ দিবসে নিষিদ্ধ, সামহোয়্যার ইন ব্লগে তাঁদের ব্লগিংও নিষিদ্ধ করা হোক।
৭৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৫
আমি ইহতিব বলেছেন: ঘুড্ডির পাইলট ভাইয়ের এক পোস্টে দেখেছিলাম, এবারের ব্লগ ডে ঢাকা ইউনিভার্সিটিতে হবে, ওখানে হলে অবশ্যই উপস্থিত থাকবো, ব্লগ ডে সফল হোক।
৭৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩২
নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
এই আয়োজনে আগ্রহী সকল বাংলা ব্লগকে সংযুক্ত করা হোক এবং অবশ্যই স্বাধীনতা বিরোধীদের বাদ রেখে।
অনুষ্ঠান পরিকল্পনা চুড়ান্ত করে আগেই তা জানিয়ে দেয়া হোক। কারা আসছে। কি কি করা হবে সকল কিছু।
গত আয়োজনে বেশীরভাগ অতিথি/ ব্লগার দাড়িয়ে ছিল। আমন্ত্রিত অনেক অতিথি অব্যবস্থাপনা দেখে ফিরে গেছেন -এ বার যেন তা নয় সেদিকে খেয়াল দেবেন দয়া করে।
এই আয়োজনকে সার্বজীন করে তোলার একটি গুরু দায়িত্ব সামহোয়ার ইন ব্লগের। আশা করি এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবেন সংস্লিষ্টরা।
ধন্যবাদ।
৭৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১১
তারিক মাহমুদ (রুমন) বলেছেন: এবার আপনারা বিজয় দিবসের র্যালি করবেন না। গতবার চমৎকার একটা আয়োজন করতে পেরেছিলেন। বিশেষ করে জানা আপুর রাত জেগে প্ল্যাকার্ডে লেখার ব্যাপারটা বেশ ভালো লেগেছিল।
৭৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩০
ভালবাসার দেয়াল বলেছেন: @ জানা,
আপনার ৭১নং মন্ত্যব্যর জন্য ধন্যবাদ।আশা করি পোষ্টে আগামী বাংলা ব্লগ দিবস উদযাপনের সবগুলো বিষয় উঠে আসবে দ্রুত। যেহেতু হাতে সময়ও খুব কম।
বাংলা ব্লগের পথিকৃত হিসেবে সামহোয়্যার ইন ব্লগ অবশ্যই সর্বাগ্রে। এবারের বাংলা ব্লগ দিবস আরও আড়ম্বরপূর্ন হবে বলে আশা করছি।
আসন্ন বাংলা ব্লগ দিবস সফল হোক। শুভ কামনা।
৮০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৩
দূর্যোধন বলেছেন: শুভকামনা রইলো ।
নুটিশবুর্ডের জবাব না দেয়ার অভ্যাসটা গেলোনা
৮১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
চিরতার রস বলেছেন: ১৯ ডিসেম্বর কি সরকারী ছুটি থাকবো নাকি ব্লগ ডে উপলক্ষ্যে ???
আমরা যারা কামলা দেই তাগো তো ছুটি নাই। তাইলে আমরা তো বাদের খাতায় পইরা যাইতেছি
৮২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৪
চন্দ্রা৯২ বলেছেন: অবশই আসবো
৮৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৩
ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো হবে ।
৮৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৪
আকাশ কুসুম স্বপ্ন বলেছেন: আয়োজনের সাফল্য কামনা করি। মুক্ত চিন্তার সকল ব্লগারের অংশগ্রহন আশা করি।
৮৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪
মেংগো পিপোল বলেছেন: অপেক্ষায় ১৯ তারিখ। দেখা হবে অনেকের সাথেই আমি চিনব অনেক কেই হুররে কেউ আমাকে চিনবেনা
। মজা পাইতে ছি। গত বারও অনেক কেই দেখেছি কিন্তু কেউ আমাকে চিনেনাই
।
৮৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১
কেতকী বলেছেন: শুভেচ্ছা রইলো।
আর যুদ্ধাপরাধী ও তাদের দোসরদেরকে ব্লগেও নিষিদ্ধ করা হোক।
৮৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৮:২০
আশকারি রহমান বলেছেন: খানা দানা কি ??
এইবার ফুচকা দেওয়া হউক বুফে সিস্টেমে ....
আমি আসতাছি (সাথে বা্পরে নিয়া )
৮৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৫
পুংটা বলেছেন: নোটিশবোর্ড ভাই... এই বিষয়ে ফেসবুকে একটা পোষ্ট দিমুনি..??
৮৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:১১
পাগলমন২০১১ বলেছেন: ব্লগ ডে সফল হোক।
৯০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৩
মাহফুজার রহমান বলেছেন: but place ??????
৯১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৯
জুনিয়র রিফু বলেছেন: এনুনিমাচরা এই পুস্টে কি করে? হ্যারা তো আর চেহারা দেখাইবেন না... তাদের ভাগের খানাদানা আমাকে দিয়ে দেওয়ার প্রস্তাবনা দেওয়া হইল...
৯২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৪
আমি তুমি আমরা বলেছেন:
৯৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: বাট যুক্তরাষ্ট্রে প্রোগাম তো জানি ২২ তারিখ, ১৯ তারিখে না ! একটু কি মেইক শিউর করবেন কি কোনটা কারেক্ট? আমি ২২ তারিখের প্রোগামে যাব বলে ঠিক করছিলাম এই জন্যে জানতে চাচ্ছি।
৯৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫২
মো: আবু জাফর বলেছেন: রাজশাহী বিভাগের আপডেট জানতে এখানে খুচান
৯৫| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫
িজৎ বলেছেন: ঢাকা ত হবিনা ?
হামি তোঁ রাজশাহী , রংপুর চিনবেক লাই , ও বাবু হামাক বোল দিখিনি? ঢাকা ত কই হইবেক, জায়গাক নাম একবার কইন দেখিনি
৯৬| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬
জেমস বন্ড বলেছেন: শুভকামনা রইল ।
৯৭| ০৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১৭
একজন আরমান বলেছেন:
বরিশাল কই?
৯৮| ০৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৫
ড. কবিরাজ বলেছেন: আমার বয়স 22|মুক্তিযুদ্ধ দেখার বা করার মত সূযোগ হয়নি| আমি শিবির এর সাথী| আমার অংশগ্রহন রেস্টিকটেড, তাইনা?
যুদ্ধের সময় না জন্মে যে ভূল করেছি তাতো শোধরাতে পারবোনা... আমাকে বলবেন, কোন দল আদর্শবদী? সেই দল করতাম...
৯৯| ০৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৫
ড. কবিরাজ বলেছেন: আমার বয়স 22|মুক্তিযুদ্ধ দেখার বা করার মত সূযোগ হয়নি| আমি শিবির এর সাথী| আমার অংশগ্রহন রেস্টিকটেড, তাইনা?
যুদ্ধের সময় না জন্মে যে ভূল করেছি তাতো শোধরাতে পারবোনা... আমাকে বলবেন, কোন দল আদর্শবদী? সেই দল করতাম...
১০০| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৫৫
মেহেদী_বিএনসিসি বলেছেন: @@ জনাব নোটিশ বোর্ড................. আপ্নার অবগতির জন্য জানানো যাচ্ছে যে..........নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের ব্লগ ডে সর্বসম্মতিক্রমে ১৯শে ডিসেম্বরের পরিবর্তে ২২শে ডিসেম্বর নির্ধারন করা হয়েছে...........তাই দ্রুত আপ্নার পোষ্টের ইনফরমেশন কারেক্ট করে জাতিকে কনফিউশনের হাত থেকে উদ্ধার করেন........
১০১| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:১৯
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ব্লগ ডে সফল হউক।
১০২| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২৪
রাফা বলেছেন: ব্রাদার নোটিশ বোর্ড দয়া করে নিউ ইয়র্কের যুক্তরাস্ট্রের লিংকটি আপাতত বন্ধ রাখুন।এখানে আমরা সাধারণ ব্লগারদের মনে কিছু প্রশ্নের উদয় হোয়েছে।স্থান এবং কতিপয় ব্লগারদের বিষয়ে আমর সংশয়ে আছি।
যুদ্ধাপরাধীদের সমর্থক এবং তাদের স্থানে কোনভাবেই নয়।সমাধান নাহওয়া পর্যন্ত নিউ ইয়র্কের ব্লগ ডে নিয়ে কোন প্রচারনা চালাবেন না দয়া করে।
ধন্যবাদ
১০৩| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫২
সাদেকুর বলেছেন: চিরতার রস বলেছেন: ১৯ ডিসেম্বর কি সরকারী ছুটি থাকবো নাকি ব্লগ ডে উপলক্ষ্যে ???
আমরা যারা কামলা দেই তাগো তো ছুটি নাই। তাইলে আমরা তো বাদের খাতায় পইরা যাইতেছি
সহমত।
১০৪| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৫
নীরব নিলয় বলেছেন: @রাফা ভাই যা চলছে চলতে দিন। আমরা এর মাঝেই সমস্যার আশু সমাধান করে পেলব ইনশাল্লাহ। দেখি পত্রিকার ব্যাপার টা কি। অনেক সময় বিজ্ঞাপনের জন্যেও রাজনৈতিক অনেক কিছুর এড দিতে হয়। আমি আসলেই জানি নাহ জিনিসটা কেমন। তাই বলছি যতদ্রুত সম্ভব আমরা এর একটা বিহিত করব। আর যা চলছে চলতে দিন। প্রচার মাঝপথে থামালে সমস্যা হতে পারে।
১০৫| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৩
মেহদি বলেছেন: ঢাকায় কবে, কোথায়?????????????
১০৬| ০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জানি না ঠিক কেন ১৯ ডিসেম্বরে বাংলাদেশ ব্লগ দিবস পালন করা হয়। তবু এই উৎসব ব্লগারদেরকে একত্রিত করবে এবং আদর্শ ব্লগিং-এ অনুপ্রাণিত করবে। সফলতা কামনা করছি এবং এবিষয়ে আরও জানার আগ্রহ প্রকাশ করছি।
১০৭| ০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩০
এসএমফারুক৮৮ বলেছেন: ময়মনসিংহে হচ্ছে না কেন ?
১০৮| ০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৪
সজল_হাসান বলেছেন: ১৯ ডিসেম্বর আমার জন্মদিন ।
১০৯| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
বাংলার-লাঠিয়াল বলেছেন: অবশ্যই আসবো এটা আমাদের ব্লগ ডে , আমরা না আসলে কি হয় ?
১১০| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১১
আমি সাইফুল্লাহ বলেছেন: পাশে আছি
১১১| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১২
আমি সাইফুল্লাহ বলেছেন: পাশে আছি
১১২| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪০
নোবিতা রিফু বলেছেন: সজল_হাসান বলেছেন: ১৯ ডিসেম্বর আমার জন্মদিন ।
ইয়াহুউউ, একখান কৈরা কেক এক্সট্রা পামু...
১১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৮
চৌধুরী_সাহেব বলেছেন: "২০০৫ সালের এ মাসে বাংলা কমিউনিটি ব্লগিং এর যাত্রা সূচিত হয়। সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মত পালিত হয় বাংলা ব্লগ দিবস।"
ব্লগ দিবসের পেছনের ইতিহাস আনতে পেরে ভালো লাগলো। মাতৃভাষায় ব্লগিংয়ের শক্তি সামনে এগিয়ে যাক অবিচল; সকল বাধা পেরিয়ে। সেই শুভকামনাই রইল।
১১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৭
শিহাব উদ্দিন আহমেদ বলেছেন: ব্লগিং-এ হাতেখড়ি http://fromreadingtable.com/?p=161
১১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:১৪
জসিম মল্লিক বলেছেন: এখানে কি সকল ব্লগের লোকজন আসতে পারবে কিনা?
১১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৪৯
িহজলতমাল বলেছেন: Bijoy dibose sobai ke suvessa....
১১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫
সরদার হারুন বলেছেন: বরিশালের কোন খানে কয়টায় যেতে হবে দয়া করে জানাবেন।আমি নতুন সদস্যবিধায় এ ব্যাপারে
কিছুই জানিনা।
অনুষ্ঠানে কি থাকবে। কর্মসূচি কি জানাবেন।
ধন্যবাদ
১১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০২
চাঁদ ~ মামা বলেছেন: লাভ্যু মডু মাম্মা
১১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৯
টুম্পা মনি বলেছেন: ব্লগ ডে উপলক্ষে আমার আই ডি টা সেইফ করে দেন না মডু প্লিজ।
আমি এখনো জেনারেল।
১২০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৪
িজৎ বলেছেন: বিশেষভাবে উল্লেখ্য: বাংলা ব্লগ দিবস অনলাইনে সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত
কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
১২১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২০
নয়া ব্লগার বলেছেন: আশা করছি ব্লগ ডে সফল হবে।
১২২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
কিমেরা বলেছেন: ব্লগ ডে সফল হোক।
১২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২১
রিমন রনবীর বলেছেন: বিকাল ৫ টার পরে দেয়ায় ভাল হল। সবাই আসতে পারবে তাহলে।
আর খানাপিনা না থাকলে কিন্তু আসমু না কইয়া দিলাম
১২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৩
আমি ইহতিব বলেছেন: যাক অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্লগ ডে হবে জেনে খুব ভালো লাগছে, ইনশাআল্লাহ উপস্থিত থাকবো। কত ব্লগারের সাথে দেখা হবে ভাবতেই ভালো লাগছে।
১২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৪
জোগ্যান বলেছেন: আমি দূর হতে কেবল শুভেচ্ছা জানাব কারণ কোচবিহার থেকে যাবার কোন উপায় নেই।
১২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪১
এম এস আই জুেয়ল বলেছেন: ব্লগ ডে এর সাফল্য কামনা করছি।
১২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৪
মরমি বলেছেন: এবারের ব্লগ দিবসটি আকারে বড় এবং নানা অর্থে তৎপর্যপূর্ণ হতে পারে। ব্লগ দিবসের সাফল্য কামনা করি।
১২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫১
মাহবু১৫৪ বলেছেন: বরাবরের মতই ব্লগ ডে সফল হোক, এটাই কামনা
১২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৫
মুসাফির রাজিব বলেছেন: গত দুই সপ্তাহ আমি লগ ইন করতে পারি নাই।আর আমারে ছারাই ব্লগ ডে। বোমা মারমু। মডারেটাররা মনে হয় তাড়ি খাইয়া ঘুমায়।মেজাজটাই গরম।
কতবার যে গলাই ফাস দিবার চাইছিলাম। কিন্তূ সামুর মায়াই পারলাম না।আমি মইরা গেলে সামুর কি হইবো।
যাইহোক, ব্লগ ডে সফল হোক।
১৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩
ফারিয়া রিসতা বলেছেন: গতবার ছিলাম এবার তো আরও থাকব যেহেতু নিজের ক্যাম্পাসে হচ্ছে
ভলেন্টিয়ার লাগলে আওয়াজ দিয়েন
১৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৭
শেখ মিনহাজ হোসেন বলেছেন: আমিও আশা করছি ২২ ডিসেম্বর আমরা বাংলা ভাষাপ্রেমীরা, বাংলাকে ভালোবেসে এক হব! অবশ্যই আমাদের বুকের মধ্যে যারা বাংলাদেশকে ধারণ করে রেখেছি! অবশ্যই যুদ্ধাপরাধীদের সমর্থকগোষ্ঠীর কোন ঠাঁই সেখানে হবে না!
১৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪১
মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: আমেরিকার ব্লগাররা আওয়াজ দিয়েন।
১৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৪
প্রেমবিদ্বেষী বলেছেন: আমি বিকালেই চলে আসবো। সেদিন আমার ডে-অফ। মাত্র্র ৮ মাস হলো ঢাবি ক্যাম্পাস থেকে বিদায় নিলাম । এখন কেবলই স্মৃতি। প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। হেল্প লাগলে জানাবেন ।যেহেতু সারাদিন ফ্রি । তাই আসতে কোন সমস্যা হবে না। আরো বিস্তারিত আপডেট জানাবেন।
১৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৭
নাসরীন খান বলেছেন: ami er kollan kamona korchi
১৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “২০০৫ সালের এ মাসে বাংলা কমিউনিটি ব্লগিং এর যাত্রা সূচিত হয়। সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মত পালিত হয় বাংলা ব্লগ দিবস।”
----আপডেট পেয়ে জানতে পারলাম বাংলাদেশের ব্লগ দিবস সম্পর্কে। শুভ কামনা করছি।
১৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৬
শামীম আরা সনি বলেছেন: ব্লগ ডে সফল হোক।
১৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২০
নীলসাধু বলেছেন: ১১। নতুন আরেকটি ব্লগ 'ডাঙ্গুলি'র অন্তর্ভুক্তি
অভিনন্দন !
১৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২১
নিশাচর নাইম বলেছেন: ভালো উদ্যোগ। তবে সবাইকে আনতে পারলে ভালো হত।কয়েকটা ব্লগ মিলে সম্ভবত আলাদা আরেকটা দিন পালন করছে।
১৩৯| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩১
তানিয়া হাসান খান বলেছেন: ব্লগ ডে সফল হোক।
১৪০| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৭
আলোর আলো বলেছেন: উক্ত অনুষ্ঠানে উপস্থিত হবার যোগ্যতা জানার বাসনা রাখি।
১৪১| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৭
আমি বন্হী বলেছেন: আমি এখন রংপুরে থাকি হয়ত ১৯ তারিখে ঢাকাতে থাকবো। যদি ঢাকায় থাকি তবে যাওয়ার ইচ্ছা আছে।
১৪২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১
আথাকরা বলেছেন: চেস্টা করবো আসতে । পাবলিক লাইব্রেরিতে করলে ভাল হত । জায়গাটা অনেক প্রিয় ।
১৪৩| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২১
মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস আমার প্রিয় জায়গা। মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্থানে আমার পদচারনা ছিলো। এ ক্যাম্পাসে ব্লগ ডে পালন করা হবে শুনে ভালো লাগছে। বর্তমানে আমার আবাসস্থল নিউ ইয়র্ক হওয়ায় উপস্থিত থাকতে পারবো না, খুব খারাপ লাগবে। চেষ্টা করবো নিউ ইয়র্ক ব্লগ ডে উপস্থিত থাকতে।
১৪৪| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৮
কলাতলীর বড় ভাই বলেছেন: আমি সবার উদ্দেশ্যে ওই বক্তব্য রাখতে চাই, সুযোগ পাওয়া যাবে কি?
১৪৫| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১১
বাংলার হাসান বলেছেন: খুব ভালা অইবো আমিও আমু তয় ফ্রি চা পানির ব্যবস্থাডা অইলে খুব ভালা অইতো
১৪৬| ০৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৩
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: নতুন ব্লগার হিসেবে আমিও কি থাকতে পারবো ?
১৪৭| ০৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৪
আশীষ কুমার বলেছেন: ব্লগ দিবসের প্রাক্কালে ব্লগারদের বিরক্ত করছে সামু নিজেই।
১৪৮| ০৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০১
মেহদি বলেছেন: AvwgI AvmwQ
১৪৯| ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: দিনের আলোয় হবে মজা
খুশির আমেজ তাই
আনন্দ উৎসবে জাগি
এস সবাই++++++++++++
১৫০| ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪১
মনের গহীনে... বলেছেন: পাশে আছি সবসময়।
১৫১| ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৯
নিজাম কুতুবী বলেছেন: আমিও আছি
১৫২| ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৯
নিজাম কুতুবী বলেছেন: আমিও আছি
১৫৩| ০৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫১
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেন: প্রতি বৎসর ছিলাম....চেষ্টা করবো এবারও থাকার জন্য।
ব্লগ দিবস হোক বাংলা ব্লগকে সারা বিশ্ব ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম।
১৫৪| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫২
নুর ফ্য়জুর রেজা বলেছেন: নোবিতা রিফু বলেছেন: সজল_হাসান বলেছেন: ১৯ ডিসেম্বর আমার জন্মদিন ।
ইয়াহুউউ, একখান কৈরা কেক এক্সট্রা পামু...
১৫৫| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০
এলোমেলো অমিত বলেছেন: ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: নতুন ব্লগার হিসেবে আমিও কি থাকতে পারবো ?
১৫৬| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: আসার জন্য কোন ব্লগারের কোন যোগ্যতার প্রয়োজন নাই.......খালি ছাগু ট্যাগধারী ব্যাক্তিরা একটু দুরে থাকলেই ভালো (তয় নিজের আইপি হাইড কইরা আসলে কোন সমস্যা হওয়ার কথা না)..........
বর্তমান জামানার পোলাপাইনতো......কোথায় কি বাহাল্লেপানায় করে........আবার আব্বাহুজুরদের নিয়া ১৮+ কৌতুক নিয়া ইভেন্ট করে কিনা.....তার কোন ঠিকঠিকানা নাই........তাই তারা ছাড়া আর সব্বাই সাদরে আমন্ত্রীত........।
১৫৭| ০৯ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৪০
কাজী রহমতুল্লাহ বলেছেন: বাংলা ব্লগ দিবসে যেহেতু যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই এই নিরাপত্তার দিকটিতে যত্নবান হওয়ার বিষয়ে দৃষ্টি আকশন করছি।
ছাগুদের পক্ষে সবই সম্ভব।
১৫৮| ০৯ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৬
সামসজীব বলেছেন: শামীম আরা সনি বলেছেন: ব্লগ ডে সফল হোক
১৫৯| ০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২২
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: দিনের আলোয় হবে মজা
খুশির আমেজ তাই
আনন্দ উৎসবে জাগি
এস সবাই++
১৬০| ০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৭
চিরতার রস বলেছেন: অফিস এর শেষে এনার্জি থাকলে আইমু। তয় আইতে আইতে ৭টা বাজবো।
১৬১| ০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫১
মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: ব্লগ দিবস শুভ হোক
১৬২| ০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে সফলতা কামনা করছি।আশা করি সবার অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও উপভোগ্য অনুষ্ঠান থুক্কু আড্ডা হবে।সামুর সকল ব্লগারের প্রতি শুভকামনা থাকলো।
১৬৩| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩০
শাশ্বত স্বপন বলেছেন: ami asbo
১৬৪| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৯
নীল কষ্ট বলেছেন: অনুষ্ঠানটা ঢাবিতে কেন?
বাংলা ব্লগের পদযাত্রা ত এখান থেকে নয়, লেকচার থিয়েটারে করাটা কি খুব বেশি দরকার ছিলো।
সামুর অফিসেইত ভালো , যার যার জন্মস্থানে দিবস পালিত হওয়া যুক্তিসংগত। না হলে চীন-মৈত্রী সম্মলেন কেন্দ্রের মত জায়গায় হতে পারত।
১৬৫| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৯
অংগীকার বলেছেন: আমরা যারা ঢাকাতে থাকি ,তারা চীন-মৈত্রী সম্মলেন কেন্দ্রের মত জায়গায় হতে পারত। বিসয় টি ভাববার অনুরোধ করছি। ব্লগ ডে সফলতা কামনা করছি।
১৬৬| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৩
অংগীকার বলেছেন: আমরা যারা ঢাকাতে থাকি ,তারা চীন-মৈত্রী সম্মলেন কেন্দ্রের মত জায়গায় মিলিত হতে পারত। বিসয়টি ভাববার অনুরোধ করছি। ব্লগ ডে সফলতা কামনা করছি। আরো আপডেট নোটিশ সবাইকে দেবার অনুরোধ করছি।
১৬৭| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৪
কাউসার রুশো বলেছেন: ব্লগ দিবস সাফল্যমন্ডিত হোক
১৬৮| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৭
প্রিয়ভাষিণী বলেছেন: আমিতো শুরু থেকেই আছি
ইভেন্টগুলোকি পোস্টে উল্লেখ করা সম্ভব?
১৬৯| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৫
আমি_শাওন বলেছেন: আমি কিভাবে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারি? কেউ কি বলতে পারেন?
১৭০| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৯
ভিয়েনাস বলেছেন: আশা করছি সবার সাথে দেখা হবে... ভাবতেই ভালো লাগছে
১৭১| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৫২
নূরূল ইমরান বলেছেন: ১৮ই ডিসেম্বর চার বছর পর দেশে ফিরছি। ব্লগ দিবস দিয়েই শুরু হোক বাংলায় আমার নতুন জীবন।
১৭২| ১০ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:১৪
পাগলমন২০১১ বলেছেন: ছাগু মুক্ত সামু চাই
এই আমাদের অংগীকার।
১৭৩| ১০ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০২
সবুজ সায়াহ্নে বলেছেন: Shubo kamona hoilo.....
১৭৪| ১০ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১১
একটু স্বপ্ন বলেছেন:
আমরা সিলেটে আয়োজন করছি বাংলা ব্লগ দিবস। আমাদের সর্বশেষ আপডেট টা কি পোষ্টে একটু যু্ক্ত করা যায়?
আন্তরিক ধন্যবাদ সহযোগিতার জন্য।
১৭৫| ১০ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৯
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: vaea, amio ki aste parbo? naki choto bole tarea deba?
ama k aste na delao ami blogdiboser safaly kamona kori.
১৭৬| ১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৯
মঞ্জুর প্রযুক্তিপ্রেমী বলেছেন: দেখি একটা সেসটা নিব.....আসার.... ব্লগ ডে ...আয়োজন সফল হক শুভকামনা থাকলো
১৭৭| ১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬
এফ এম-৯৭ বলেছেন: ইনশাআল্লাহ আসবো। ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ-এমন একটা মিলন-মেলা আয়োজনের জন্য।
১৭৮| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৫
িজসান বলেছেন: ধন্যবাদ
১৭৯| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: মন আমার রয়না ঘরে
প্রভাত বেলার ক্ষন গুনে
কুয়াশার চাদরে ভাসে
কই কথা আপন মনে ।
শুভ হোক বাংলা ব্লগ দিবস ২০১২ ইং
অনাড়ম্ভররপরিবেশে
১৮০| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৪
ভুলো মন বলেছেন: রাজশাহীর একটা আপডেট দিয়েছি। আপনি দেখেছেন কি?
১৮১| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৫
তুষার কাব্য বলেছেন: ব্লগ ডে সফল হোক, এটাই কামনা.......
১৮২| ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৩
১০১টি নীলপদ্ম বলেছেন: শুভ কামনা রইল । ইন শা আল্লাহ্, থাকার চেষ্টা করব। অনেকের সাথে পরিচিত হব, অনেক তথ্য শেয়ারিং হবে, ভেবে ভাল লাগছে।
১৮৩| ১১ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬
rakibmbstu বলেছেন: ব্লগ ডে সফল হোক
১৮৪| ১১ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪১
অদ্রি অপূর্ব বলেছেন: শুভ কামনা রইল। ব্লগ ডে সফল হোক......
FC Barcelona
১৮৫| ১১ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
শিহাব উদ্দিন আহমেদ বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হোক। বাংলা ব্লগসাইটগুলোর তালিকা: Click This Link কোন সাইট তালিকায় না থাকলে জানান।
১৮৬| ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৬
এম ই জাভেদ বলেছেন: ইস , দেশের বাইরে আছি বলে এমন একটা বিশেষ দিনে হাজির থাকতে পারবোনা জেনে আপসোস হচ্ছে ভীষণ ।
১৮৭| ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০২
আমি বাঁধনহারা বলেছেন:
ব্লগ দিবস সফল হোক
সামু ব্লগ টিম কে অসংখ্য ধন্যবাদ।
১৮৮| ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪
হাসি .. বলেছেন: ব্লগ ডে শুভ হোক সবার জন্য
১৮৯| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: যুগের পর যুগ বদলে
এল সম্মুখে এক মাহেন্ত্র ক্ষন
৪থ বাংলা ব্লগ দিবস ২০১২
সফল হোক সব আয়োজন ।
১৯০| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩০
জমিদারের বাপ বলেছেন: ব্লগ দিবসে শুভ কামনা।
১৯১| ১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১
লুবনা ইয়াসমিন বলেছেন: ব্লগ দিবসের সফলতা কামনা করছি। সামু ব্লগ টিমকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের জন্য। চেষ্টা করব যেতে।
১৯২| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪১
সকাল রয় বলেছেন:
যেখানে থাকি সেখানে ২য় কোন ব্লগারই নেই ::::::::::::::
তাই দুর থেকে শুধু চেয়ে থাকা
১৯৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৪
অবনীল শরৎ বলেছেন: ঢাকায় যেখানে হবে সেই খানেই আমার ক্লাস হয় মানে তার উপর তলায়!! তাই ভালই লাগবে সবার সাথে মানে ব্লগার ভাইয়া-আপুদের সাথে নিজের পরিচিত জায়গায় পরিচিত হতে পেরে!!!
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো!!
১৯৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ব্লগ ডে নিয়ে কবিতা না দেখলেই নই ! ।
আসুন রাজশাহী-র ব্লগার রা এক হই ।
১৯৫| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৯
দলছুট শুভ বলেছেন: @ জানা আপা।
সিলেটের ব্লগ ডে লাইভ দেখাতে চাচ্ছিলাম ব্লগে। সম্ভব ?? এমনিতে " বাংলাভিশন " ব্লগ ডে কভার করবে। আর লাইভ ব্লগিং তো থাকছেই।
১৯৬| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
রাজু যাযাবর বলেছেন: ব্লগ ডে সফল হোক।
১৯৭| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫২
জানা বলেছেন:
@শুভ,
তোমাদের কাজের ধারা দেখে মুগ্ধ আমরা সবাই। ওখান থেকে লাইভ দেখাবার বিষয়টা আমার একটু আলাপ করে দেখতে হবে। পরে জানাচ্ছি।
১৯৮| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
এবং ব্রুটাস বলেছেন: ব্লগডে সফল হোক।
১৯৯| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৩
শরৎ চৌধুরী বলেছেন: বাংলা ব্লগাররা সবাই এই অনুষ্ঠানে যোগদানের যোগ্য। যুদ্ধাপরাধীদের দোসররা সর্বতোভাবে নিষিদ্ধ।
২০০| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৯
ইউসুফ আলী রিংকূ বলেছেন: @ জানা আপা ।
ব্যানারও পোস্টারের কথা বলেছিলেন
১৬ ডিসেম্বর এর আগে কি আমরা হাতে পাব
আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম ।
২০১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৫
মুস্তাফা অনিক বলেছেন: পরীক্ষা চলছে,সুতরাং চাইলেও ঢাকায় যাওয়া সম্ভব নয়। তবে চট্টগ্রামে থাকার আশা রাখছি।
২০২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: দিনের আলোয় হবে মজা
খুশির আমেজ তাই
আনন্দ উৎসবে জাগি
এস সবাই++
২০৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
উস্তার বলেছেন: hmm
২০৪| ১৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সবাই অংশগ্রহণ করা উচিৎ।পারস্পরিক প্রেরণা ও উৎসাহের মধ্যদিয়ে সর্বাধিক অংশগ্রহণে সফল একটি অনুষ্ঠান হোক।
২০৫| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৫
ঠকচাচা বলেছেন: আমি আসতে চাই। এবঙ আসব।
২০৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২৫
আমিনুল ইসলাম মামুন বলেছেন: আশা রাখি অংশ গ্রহণ করবো।
২০৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২১
শারমিন সোনালী বলেছেন: আমিও অংশ গ্রহন করবো।
২০৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৪
আপেল মাহমুদ বলেছেন: আশা করি অংশ নেব।
২০৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০১
কান্টি টুটুল বলেছেন:
ইচ্ছা আছে ব্লগডে তে সবার সাথে থাকার
২১০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:১৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা
২১১| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৪
সুমন জেবা বলেছেন: আশা রাখি অংশ গ্রহণ করবো।
২১২| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১২
চেয়ারম্যান০০৭ বলেছেন: অধীর আগ্রহে অপেক্ষা করছি।ইন্টারনেটে দেখেই সন্তুষ্ট থাকতে হবে সো স্ট্রিমিং এ গন্ডগোল হলে কৈলাম খবর আছে
২১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৭
shoaib jibran বলেছেন: আমারও তো আসতে ইচ্ছে করছে। কিন্তু দ্বিধায় আছি। কাউকে তো চিনি না। নিঃসঙ্গ লাগবো নাতো?
২১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৩
যাযাবর৮১ বলেছেন:
বাংলা ব্লগ দিবস সফল হউক এই কামনা করি
২১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮
সান্তনু অাহেমদ বলেছেন: What is purpose of this gathering?
What are the agenda?
Publication of Programme of the Day will be highly appreciated.
All the best
২১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২
মুনির হাসান বলেছেন: গণিত উৎসবের কারণ কোনবারই আসতে পারি না।
কালকে আসার চেষ্টা করবো।
শুভ কামনা।
২১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
নীল তারেক বলেছেন: ওয়াও...। I will be there to enjoy the programme
২১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৮
সান্তনু অাহেমদ বলেছেন: সরাসরি কি এই সাইটে দেখা যাবে প্রোগ্রামটা:
http://webtvnext.com/dnet
২১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৪
জান্নাতুল ফেরদৌস. বলেছেন:
২২০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৭
মো: আবু জাফর বলেছেন: পুলিশের মাইরের ভয় থাকা সত্তেও সফল ভাবে শেষ করলাম পোস্টারিং
২২১| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৩০
রাশেদ রিয়াদ বলেছেন: মুই নুতুন...আইতে মুঞ্চায়..............................।
২২২| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪০
আধারের কবি বলেছেন: ashitesei :p
২২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:২৭
কাউসার রুশো বলেছেন: ৪র্থ ব্লগ দিবস সফল হোক
শুভকামনা এবং অভিনন্দন
২২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৪৫
পাগলমন২০১১ বলেছেন: শুভেচ্ছা সবাইকে।
২২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ব্লগ দিবসে সবাইকে শুভেচ্ছা।
২২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৮
নেক্সাস বলেছেন: অফিস ডে তে ব্লগ দিবস আয়োজন করায় আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল..
২২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৪
বাবুই পািখ বলেছেন: ৪র্থ ব্লগ দিবস সফল হোক।
শুভকামনা রইল -সবার জন্য।
২২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৪
ন্যাপ স্টার বলেছেন: jete parlam na...
২২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৪
আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেছেন: আইতান ত চাইছিলামেই, কিন্তক আরেকটা মিটিং আছে যে । কিতা করবাম
২৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫১
সঞ্জয়ওঝা বলেছেন: আসতেছি, রেডি হইতেছি। একটু ওয়েট করেন দাদারা।
২৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৯
তুহিন সরকার বলেছেন: ব্লগ দিবসে সকল ব্লগারকে শুভেচ্ছা।
২৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১০
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন আমার ঢাকায় যোগদানের ইচ্ছা ছিল
কিন্তু শরীরে অত্যান্ত জ্বর
তবুও শুভকামনা রইল সবার তরে
সুন্দর মনোরম পরিবেশে সফল হোক ব্লগ ডে
২৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১০
জানা বলেছেন: প্রিয় ব্লগার,
বাংলা ব্লগ দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে। আজ ১৯শে ডিসেম্বর, ৪র্থ বাংলা ব্লগ দিবস। দেশের সবক'টি বিভাগীয় শহর সহ পৃথিবীর বেশ ক'টি শহরে বাংলা ব্লগাররা এই দিনটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করছেন। এই উপলক্ষে আয়োজক এবং উদযাপনকারীদের মধ্য একটি উৎসবমূখর পরিবেশ তৈরী হয়েছে। সবাই যারযার মত করে দিনটির গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রসার নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বাংলা ব্লগের বর্তমান, ভবিষ্যৎ, উপযোগীতা, সামাজিক দায়িত্বশীলতায় বাংলা ব্লগগুলোর সংশ্লিষ্টতা এবং অর্জন ইত্যাদি নানান জরুরী বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাংলা ব্লগদিবস উদযাপন সফল হোক মঙ্গলময় হোক।
২৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৮
অপরাজেয় বিদ্রোহি বলেছেন: বাংলা ব্লগদিবস উদযাপন সফল হোক মঙ্গলময় হোক।
২৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯
দেশের_কথা বলেছেন: সবার সাথে আছি আর জোর গলায় বলি শুভ হোক বাংলা ব্লগ দিবস। এবং বিশ্বব্যাপি সকল বাংলা ব্লগারদেরকে শুভেচ্ছা।
২৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬
সুনীল সমুদ্র বলেছেন:
শুভ হোক বাংলা ব্লগ দিবস।
যোগদানের ইচ্ছে রাখছি।
২৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৮
মামুন অবাদুল্লাহ বলেছেন: শুভ হোক বাংলা ব্লগ দিবস
শুভকামনা রইল -সবার জন্য।
২৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০
হীরারক্স বলেছেন: শুভ ব্লগ দিবস
২৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৩
পটল বলেছেন: শুভ ব্লগ দিবস
২৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫
পটল বলেছেন: ২১৫০১ জন অনলাইন!
২৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১
জনতার সেবক বলেছেন: অনলাইনে দেখাচ্ছে না কেন? একটু নজর দিবেন
২৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
চেয়ারম্যান০০৭ বলেছেন: আগেই বলছিলাম স্ট্রিমিং এ যাতে ভেজাল না হয়।যা ভয় করছি সেটাই হইছে
২৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৯
অন্তরন্তর বলেছেন: স্ট্রিমিং এর জন্য ব্লগ ডে দেখতে পারলাম না। আমরা প্রবাসীরা অনেক
আসা নিয়ে বসেছিলাম। যাই হউক ব্লগ ডে সফল ও সুন্দর হউক এই
কামনা করি।
২৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৪
শিপন মোল্লা বলেছেন: বাংলা ব্লগদিবস উদযাপন সফল হোক মঙ্গলময় হোক
২৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৫
শিপন মোল্লা বলেছেন: দেখতে পারলাম না।
২৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৯
ইউসুফ সোহেল বলেছেন: সকল বাংলা ব্লগারদেরকে্ বাংলা ব্লগ দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা । বিশ্বব্যাপি শুভ হোক বাংলা ব্লগ দিবস ।
২৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৫
ডাঃ নাসির বলেছেন: অনুষ্ঠানটি সফল হউক। শুভেচ্ছা রইল।
২৪৮| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪২
সাইফ সামির বলেছেন: সবাইকে জানাই বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা!
২৪৯| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা অনেক
আর দিন সামনে আসবে আরও ১ বছর পর
শুধুই অপেক্ষা ++++++++++++++
২৫০| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:০৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: আজ যেহেতু স্ট্রিমিং এর সমস্যার কারনে কেউ ই অনুষ্ঠান টি অনলাইনে দেখতে পারেন নি তাই মডারেটর দের অনুরোধ করবো পুরো ভিডিও ট কাল এই পোস্টে আপলোড করে দেবার জন্য।
২৫১| ২০ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪১
poops বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: আজ যেহেতু স্ট্রিমিং এর সমস্যার কারনে কেউ ই অনুষ্ঠান টি অনলাইনে দেখতে পারেন নি তাই মডারেটর দের অনুরোধ করবো পুরো ভিডিও ট কাল এই পোস্টে আপলোড করে দেবার জন্য।
সহমত।
২৫২| ২০ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভিডিও দেখতে চাই। অপেক্ষা করছি।
২৫৩| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:১৯
সাজিদনজরুল বলেছেন: ১৯ ডিসেম্বার আমাদের vhairob মুক্ত দিবস
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪০
নোবিতা রিফু বলেছেন: আপনাদেরও স্বাগতম...