নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
বিশ্বের সেরা ক্রীড়া ইভেন্ট দরজায় কড়া নাড়ছে। আসছে ১২'ই জুন ২০১৪ থেকে পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে বিশ্বকাপ ফুটবলে । এই বিশ্বকাপ ফুটবলের আকর্ষণীয় ব্যানার তৈরীতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। সামহোয়্যার ইন...ব্লগের জন্য আপনার তৈরী ব্যানার বিশ্বকাপের পুরো সময়টা জুড়ে এই ব্লগে শোভা পাবে।
আপনার আনন্দময় কল্পনা শক্তিকে উন্মুক্ত করে যে ব্যানারটি তৈরী করবেন তা হতে পারে কম্পিউটার ডিজাইন, ফটোগ্রাফি, হাতে আঁকা ছবি বা অন্য যে কোন কিছু যা সামহোয়্যার ইন...ব্লগ এবং ফুটবল ওয়ার্ল্ড কাপের সাথে সামঞ্জস্যপূর্ণ ।
আপনার ডিজাইন/ব্যানার জমাদানের পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:
- ব্লগাররা শুধুমাত্র ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ডিজাইন তৈরী করবেন এবং আমরা তার উপর অন্যান্য হেডার অংশগুলো যেমন গ্লাস ইফেক্ট, সাদা মেনুবার, লোগো, ভাষা পরিবর্তনের জন্য টপফ্রেম ইত্যাদি বসিয়ে নেবো।
- ব্যানার ইমেজ সার্বজনীন হতে হবে। কোন নির্দিষ্ট দল, জাতীয়তা, ব্লগারের নাম বা কোন ব্যঙ্গাত্মক কার্টুন সমর্থন করা যাবে না।
- ব্যানারের মধ্যে সামহোয়্যার ইন...ব্লগ বা বাঁধ ভাঙার আওয়াজ টেক্সট, ব্র্যান্ডিং এবং লোগো থাকবে না।
- ব্যানারটি হতে হবে প্রস্থ ১০২৪ পিক্সেল এবং উচ্চতা ২১৫ পিক্সেল।
- ব্যানারটিতে নির্দিষ্ট স্থানে অবশ্যই আপনার “ব্লগ নিক” যুক্ত করুন।
- ব্যানার ইমেজ জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি ফর্মেটের হতে পারে।
যেভাবে ব্যানার সাবমিট করবেন:
আপনার তৈরিকৃত ব্যানারে অবশ্যই আপনার ব্লগ নিকটি লিখুন। (ব্লগ নিকটি কিভাবে লিখবেন তা দেখুন উপরের ছবিতে)। আপনার মেইল একাউন্টে যেয়ে ইমেজ আপলোড করুন এবং পাঠিয়ে দিন এই ঠিকানায়: [email protected]।
ইমেজ পাঠানোর সাথে সাথে মেইলে আপনার ব্লগের নিক ও লিংক অবশ্যই যুক্ত করবেন।
প্রাপ্ত ব্যানারগুলো ব্যবহার করা হবে ব্লগের মূল পাতায় এবং ব্যানারগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে ওয়ার্ল্ড কাপ গ্রুপ ব্লগে। প্রতিটি ব্যানারে ডিজাইনার ব্লগারের নাম উল্লেখ থাকবে ।
আপনাদের অংশগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ ৮’ই জুন ২০১৪ থেকে এবং এই ব্যানার গ্রহণ অব্যাহত থাকবে খেলা শেষের আগেরদিন দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ।
আমরা জানি ব্লগারদের মধ্যে বেশ প্রতিভাবান শখের বা প্রফেশনাল ডিজাইনার আছেন। ওয়ার্ল্ড কাপ ব্যানার ডিজাইনে আপনাদের অংশগ্রহণ আনন্দময় হোক।
শুভ ব্লগিং।
২| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৭
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো উদ্দগ।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
৩| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯
দক্ষিনা বাতাস বলেছেন: ইশ যদি ডিজাইনার হতে পারতাম
৪| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৫
সুমাইয়া আলো বলেছেন: মহৎকর্ম
৫| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৫
শাহ আজিজ বলেছেন: আসছি
৬| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
মামুন রশিদ বলেছেন: নাইস ইনেশিয়েটিভ, টেকি ব্লগাররা ডিজাইনে লেগে পড়ুন ।
৭| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৩৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাল ডিজাইনার পাইলে আইডিয়া দিতাম.......
৮| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪২
সুমন কর বলেছেন: ভাল প্রস্তাব।
৯| ০৯ ই জুন, ২০১৪ রাত ১:৪৪
কালের সময় বলেছেন: দেখা যাবে এবার বন্ধুরা কে কিরকম ডির্জাইনার । সারা জীবনত খালী সরকারী আর বিরোধী দলকে নিয়ে তানা হ্যচরা করছেন দেখি এবার কাজের কাজ কততুক পারেন ।
১০| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৪
সাইমনরকস বলেছেন: desighner hoyeo avro photo shop, corel draw eshob software er ovabe banner designb korte parsina. plz keu ki esob software net theke kivabe free te download kora jabe.amake ektu inform korun plzzzzzzzzzzzzz.....
১১| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৬
সুমন জেবা বলেছেন: কেন যে ডিজাইনার হইলামনা...
১২| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৮
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
@সাইমনরকস: কোন সফট্ওয়্যারটা চান স্পেসিফিক্যালী জানালে চেষ্টা করব লিংক দিয়ে সাহায্য করতে।
১৩| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৭
আশা জাগানিয়া বলেছেন:
ভালো উদ্যোগ ।
১৪| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার উদ্যোগ।
১৫| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৪০
জানা বলেছেন:
প্রিয় ব্লগার বন্ধুরা,
আমার মনে হয় ইতিমধ্যে নিশ্চয়ই কেউ কেউ ব্যানার তৈরীর কাজে লেগে গেছেন। আশা করি আপনাদের অনেকরই মনে আছে (বিশেষ করে যাঁরা পুরনো ব্লগার) যে, আমরা গত দু'বারও বিশ্বকাপের সময় ব্লগার বন্ধুদের কাছে ব্যানার চেয়েছি এবং তাতে বিপুল উৎসাহে সাড়া পেয়ে মুগ্ধ হয়েছি। এবারও আশা করছি তেমনটাই হবে। আমরা এবারও ব্লগার বন্ধুদের তৈরী বিশ্বকাপ ব্যানারগুলো একে একে নির্দিষ্ট সময়ের জন্য সবার নজরে আনবো। ব্যানারের নীচে ডানদিকে আপনার নাম/নিক টি বাংলায় লিখতে ভুলবেন না যেন।
শুভ কামনা।
১৬| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
আরজু পনি বলেছেন:
আশা করি বেঁচে থাকলে সামনের বিশ্বকাপে আমার ব্যানার শোভা পাবে ইনশাহআল্লাহ ।
প্রশংসনীয় উদ্যোগ ।
সাধুবাদ রইল এই উদ্যোগে ব্লগারদের প্রেরণা জাগাতে ।
১৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:৪১
সামুস কিং বলেছেন:
হাতে আছে মাত্র দুই দিন। এই দুই দিনে কি এমন কাজটা করা যাবে।
এতদিন পরে এসে মনে পড়ল।
১৮| ১০ ই জুন, ২০১৪ রাত ১:২২
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল উদ্দোগ। ডিজাইন পারলে আমি যোগ দিতাম।
১৯| ১০ ই জুন, ২০১৪ সকাল ৮:৫১
শাহ আজিজ বলেছেন: কাল রাতে পাঠিয়েছি । পেলেন কিনা জানাবেন।
২০| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৭
digitalpagla বলেছেন:
এই ফটো থেকে কিছু অংশ ব্যবহার করার অনুরোধ রইলো।
২১| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৪
আবু শাকিল বলেছেন: উদ্যোগ কে সাধুবাধ জানাই।ইন শা আল্লাহ ব্লগারদের ক্রিয়েটিভিটি দেখা যাবে।আমিও ইন শা আল্লাহ ট্রাই করব।
২২| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৭
জানা বলেছেন:
প্রথম দিনের ব্যানারের জন্যে অভিনন্দন এবং শুভ কামনা @ 'স্বপ্নবিলাসী আমি'।
আমরা এপর্যন্ত যতগুলো ব্যানার হাতে পেয়েছি এবং আরও যেসব ব্যনার আসবে বলে মনে করি, তার সবগুলোই একে একে আপলোড করবো।
আবারও মনে করিয়ে দিচ্ছি, ব্যনারের ডানদিকে নীচে আপনার নিক/নামটি বাংলায় লিখতে ভুলবেন না।
অশেষ ধন্যবাদ সবাইকে।
২৩| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:০৭
হালি্ বলেছেন: চমৎকার উদ্যোগ
২৪| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:১৫
প্রবাসী পাঠক বলেছেন: প্রথম দিনের ব্যানারের জন্যে ব্লগার স্বপ্নবিলাসী আমি কে অভিনন্দন।
২৫| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:৩৪
জানা বলেছেন:
@শাহ আজিজ,
আপনার তৈরী ব্যানারটিও আমরা হাতে পেয়েছি এবং তা পর্যায়ক্রমে আপলোড করার প্রতীক্ষায় আছি।
অশেষ ধন্যবাদ অংশ নেয়ায়।
২৬| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:৪১
আন্ধার রাত বলেছেন:
ডিজাইন মোটেই পারিনা, এরপরও দুঃসাহস দেখাতে মন চায় তাই ১টা গতকাল পাঠিয়েছি। এখন প্রশ্ন হলো প্রতি জনের ব্যানার কতদিন ঝুলবে এবং কার ব্যানার কোনদিন দেখা যাবে আর কোন কোন ব্যানার অযোগ্য হলো তা কেমনে বুঝা যাবে?
২৭| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:৫৩
জানা বলেছেন:
@আন্ধার রাত,
আপনার ব্যানারটিও আমরা পেয়েছি এবং সময় মতই সবার নজরে আসবে। একটি ব্যানার কতদিন থাকবে তা নির্ভর করছে কতগুলো ব্যানার আমাদের হাতে আসে। সবার শ্রম এবং ভালবাসাকেই আমরা সমানভাবে দেখবো। তবে বিশেষ আকর্ষনীয় ব্যানারগুলিতো খানিকটা বেশী মনযোগ পাবেই।
ভাল থাকবেন। অশেষ ধন্যবাদ।
২৮| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:৪৫
আন্ধার রাত বলেছেন:
অনেক ধন্যবাদ জানা আপু। ভাল থাকুন আপনিও।
২৯| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:৫৫
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
জানা আপুকে অসংখ্য ধন্যবাদ আমার কাঁচা হাতের ডিজাইনকে ব্যানারের জন্য নির্বাচিত করার জন্য!!! ভালো থাকবেন আশা করছি।
'প্রবাসী পাঠক' ভাইকে ধন্যবাদ জানাই আমার জগাখিচুড়ী টাইপের ডিজাইনকে এপ্রিসিয়েট করার জন্য!!! ভালো থাকবেন।
৩০| ১১ ই জুন, ২০১৪ দুপুর ২:০৬
বেপরোয়া বেদুঈন বলেছেন: আফসোস্ ! আমি এ কাজে পুরাই অদক্ষ
৩১| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ।+
৩২| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১:১১
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস বলেছেন: আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থরা একটু উকি দিয়ে আসুন
৩৩| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:০০
মৌলী মালিকা বলেছেন: একাধিক ব্যানার কি পাঠানো যাবে?
৩৪| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহ্! কি সুযোগ হাতছাড়া হয়ে গেল।
৩৫| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৮
রণজিত্ কুমার মহন্ত বলেছেন: ব্যানার গ্রহণ অব্যাহত থাকবে খেলা শেষের আগেরদিন দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ।’’
তারমানে সময় আছে, আসতেছি আমার হিজিবিজি ব্যানার নিয়ে, পছন্দ হবে কিনা কে জানে!!!!
৩৬| ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬
বাঁশ বাবা নওশাদ বলেছেন: পারাম নারে ভাই।বেশি কষ্ট লাগে এই ব্যানার তৈরির কাম
৩৭| ১৪ ই জুন, ২০১৪ রাত ১২:৪৯
৩৮| ১৪ ই জুন, ২০১৪ রাত ৩:০২
আরজু মুন জারিন বলেছেন: সবার ডিজাইন দেখার অপেক্ষায় আছি। চমত্কার উদ্যোগ। ব্লগ আর ও প্রানবন্ত হয়ে উঠবে এই উপলক্ষে আশা করি। যারা ডিজাইন দিচ্ছেন , যারা জয়ী হবেন সবার জন্য অগ্রিম শুভকামনা।
৩৯| ১৪ ই জুন, ২০১৪ রাত ১০:০৮
গোধুলী রঙ বলেছেন: আফসোস ডিজাইনের কাজে আমি একেবারেই শিশু।
দা ডার্ক নাইট এর ডিজাইন পছন্দ হইছে, কিন্তু ফিফা বিশ্বকাপের ব্যানারে ক্লাবের জার্সি, এইটা ........................
৪০| ১৫ ই জুন, ২০১৪ রাত ১:৩২
দা ডার্ক নাইট বলেছেন: আসলেই খুব গাধামি করে ফেলেছি। একে তো ডিজাইনে একদম কাঁচা, ব্যানার জমা দেয়ার সময় চলে যাচ্ছিল, এদিকে খুব ভাল ছবিও নেটে খুজে পাচ্ছিলাম না। সব মিলিয়ে হযবরল হয়ে গেছে। @গোধুলী রঙ
৪১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার উদ্যোগ
৪২| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৯
বটবৃক্ষ~ বলেছেন: ব্যাপারটা দারুন হয়েছে!
৪৩| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: এখনকার ব্যানারের জন্য ব্লগার আন্ধার রাতকে অনেক অনেক শুভেচ্ছা।
৪৪| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৮
আমিনুল ইসলাম মামুন বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ।
৪৫| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৩
সুমন ঘোষ বলেছেন: দুটি ব্যানার মেল করে পাঠিয়েছি.............মডুসাহেব। দেখে নেন।
৪৬| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৫
আন্ধার রাত বলেছেন:
অসংখ্য ধন্যবাদ অন্যমনস্ক শরৎ।
আমি খুবই উত্তেজিত আমার ব্যানার দেখতে পেয়ে। এখন মনে হচ্ছে সময় খরচ করলে সুন্দর করতে পারতাম এটাকে। বিশেষজ্ঞদের খুঁটিয়ে খুঁটিয়ে না দেখার অনুরোধ রইলো। কারণ এটা খুবই কাঁচা হাতের কাজ।
৪৭| ১৭ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৪
মরণের আগে বলেছেন: সুমন জেবা বলেছেন: কেন যে ডিজাইনার হইলামনা...
৪৮| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:০৪
ইখতামিন বলেছেন:
চমৎকার উদ্যোগ
স্বপ্নবিলাসী আমি, দা ডার্ক নাইট, আন্ধার রাত ও কাল্পনিক ভালোবাসা কে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো
৪৯| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:২১
আমি দিহান বলেছেন: একটা ব্যানার তো শোভা পাচ্ছে।
কিছুদিন পরপর কি ব্যানার চেইঞ্জ করা হবে?
৫০| ১৮ ই জুন, ২০১৪ রাত ১:৩৯
জিসান আল আহরার বলেছেন: Click This Link
৫১| ১৮ ই জুন, ২০১৪ রাত ১:৪০
জিসান আল আহরার বলেছেন: Click This Link
৫২| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৩
ইখতামিন বলেছেন:
আমার তার ছেড়া জঞ্জাল ধরণের ব্যানারটা গ্রহণ করায় কর্তৃপক্ষকে অজস্র ধন্যবাদ
৫৩| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৮
আহসানের ব্লগ বলেছেন: উকে আমিও বিণামূল্যে কয়টা দিমুনে
৫৪| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫
ইখতামিন বলেছেন:
ব্লগার চড়ুইয়ের ব্যানারটির জন্য তাকে অভিনন্দন
৫৫| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩
হাসিনুল ইসলাম বলেছেন: আমার একবারে সাদামাটা সাদাকালো আর বাতাবি লেবু নিয়ে ফুটবল খেলার ছবিওয়ালা নন-প্রফেশনাল ব্যানারটিও স্থান দেয়ায় কতৃপক্ষকে অনেক ধন্যবাদ।
দ্র: ৪টি ছবির প্রতিটিই ইন্টারনেট থেকে নেওয়া।
৫৬| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১১
মৌলী মালিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার তৈরী ব্যানারটা পছন্দ করার জন্যে....অনেক খুশি হয়েছি
৫৭| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১১
মৌলী মালিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার তৈরী ব্যানারটা পছন্দ করার জন্যে....অনেক খুশি হয়েছি
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৬
লিংকন১১৫ বলেছেন: উদ্যোগ টা ভাললেগেছে