নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার
আজ ১৯শে ডিসেম্বর, ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
আজ ১৯শে ডিসেম্বর, শুক্রবার, ২০১৪, বিকেল ৪টায় সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য বেশ কিছু বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল অ্যাডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। প্রতিবারের মত এবারও ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরগুলোতে এবং দেশের বাইরেও কিছু কিছু জায়গায় বাংলা ব্লগাররা দিনটি একযোগে উদযাপন করবেন। এই উপলক্ষে আয়োজক এবং উদযাপনকারীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে।
৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের জন্য পোষ্টার এবং লিফলেট ছাপানো হয়েছে এবং ঢাকা সহ দেশের নানা প্রান্তে সেগুলো বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রচলিত গণমাধ্যমে ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস নিয়ে প্রবন্ধ, নিবন্ধ প্রকাশের কাজটিও অব্যহত রয়েছে। আমন্ত্রণ রয়েছে ব্লগারদের অংশগ্রহণে রেডিও এবং টিভি অনুষ্ঠানেরও। বাংলা ব্লগ দিবসকে ঘিরে ব্লগারদের প্রবল উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে। দেশের ও বিদেশের বাংলা ব্লগাররা ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস উদযাপনের নিজস্ব প্রস্তুতিও সম্পন্ন করেছেন।
আজ ব্লগ এবং ব্লগার এই শব্দ দু'টির বিশেষ মান তৈরী হয়েছে, একটি বিশেষ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগে। নানান সামাজিক মঙ্গলে, জাতিয় স্বার্থ রক্ষায়, সামাজিক অন্ধকার বিমোচনে ,মানবিকতায় বাংলা ব্লগাররা একত্রিত হয়ে এক অনন্য উদাহরণ তৈরী করেছেন যা বিশ্বের অন্যন্য ব্লগ পরিমন্ডলে দেখা যায়নি। বাংলা ব্লগ মুক্ত মত প্রকাশের এক অনবদ্য সুযোগ সৃষ্টি করেছে। গণতন্ত্র চর্চা এবং পরিচর্যায় দায়িত্বশীল ব্লগিং আমাদের সচেতনতা তৈরী করে যাচ্ছে। এই ধারা অব্যহত রাখতে বাংলা ব্লগ দিবস একটি বিশেষ ভূমিকা রাখতে শুরু করেছে।
এবারের প্রতিপাদ্য বিষয় থাকছেঃ
'যোগাযোগে সামাজিক মাধ্যম ও আমাদের দায়বদ্ধতা'
এবারে অবুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
অধ্যাপক আনিসুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ।
আলোচনায় থাকছেনঃ ডঃ ফাহমিদুল হক, সহযোগী অধ্যপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সামাজিক গণ যোগাযোগ বিশেষজ্ঞ। সাথে আলোচনায় অংশ নেবেন উপস্থিত ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগণ।
অনুষ্ঠান স্থলঃ আরসি মজুমদার মিলনায়তন, (লেকচার থিয়েটার বিল্ডিং) ঢাকা বিশ্ববিদ্যালয়।
সময়ঃ বিকেল ৪টা।
আজকের এই আয়োজনে আপনার মূল্যবান উপস্থিতি আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আনন্দময়, সফল ও গুরুত্বপূর্ণ করে তুলবে।
বিনীত,
সম্মিলিত বাংলাব্লগ কমিউনিটি
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আশা করি থাকব।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দেখা হবে আশা করি।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩
মাহবু১৫৪ বলেছেন: ব্লগ দিবস সফল হোক।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
আলম দীপ্র বলেছেন: আমি মনে হয় আসতে পারব নাহ !
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এই পোস্টের মাধ্যমে সকল সহব্লগারকে 'ব্লগ দিবসের শুভেচ্ছা' জানাবার সুযোগ নিচ্ছি....
দেশের ও দেশের বাইরের সকল ব্লগারের জন্য এবারের ব্লগ দিবস নিয়ে আসুক সামনে চলার নতুন প্রেরণা.......
শুভ ব্লগিং.........
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
ঢাকাবাসী বলেছেন: ব্লগ দিবসের সাফল্য কামনা করছি।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
সঞ্জয় নিপু বলেছেন: ব্লগ দিবস সফল হোক।
৩য় লাইক।
আশা করি দেখা হবে।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
ডি মুন বলেছেন:
ব্লগদিবস সফল হোক
আশাকরি দেখা হবে
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
সুমন কর বলেছেন: অাশা করছি দেখা হবে।
সকল সহব্লগারকে ব্লগ দিবসের শুভেচ্ছা।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫২
জনাব মাহাবুব বলেছেন: ব্লগ দিবসের সাফল্য কামনা করছি।
সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।
উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ্
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: শুভকামনা ও সাফল্য কামনা করি।
এই পোস্টটি আরি কিছুদিন আগে আসবে বলে এক্সপেকটেশন ছিল!
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
বাউল আলমগী সরকার বলেছেন: অনেক আশা করছি যদি
বেঁচে থাকি অবশ্যই
উপস্থিত থাকবো
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা রইল
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
চিরতার রস বলেছেন: শুভ কামনা রইল।
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯
মামুন রশিদ বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হউক ।
সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ।
১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২১
রাজিব খান০০৭ বলেছেন: ব্লগ দিবসে নিজেরা একটু আলোচনায় বসুন। ভাবুন কেন তিন বছর আগে শীর্ষ দশে থাকার পরও এখন আপনাদের র্যাংকিং ৭০. নিজেদের সংশোধন করুন অন্যথা তিন চার বছর পর হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন।
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯
মুহিব জিহাদ বলেছেন: ডি মুন বলেছেন:
ব্লগদিবস সফল হোক
আশাকরি দেখা হবে নোটিশ বোর্ড ও কি ওখানে যাবে??
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
তুষার কাব্য বলেছেন: ব্লগ দিবস সফল হোক।অাশা করছি দেখা হবে।
২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: ব্লগ দিবসের সাফল্য কামনা করছি।
২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩
এম এস ডি সাগর বলেছেন: ব্লগ দিবসের সাফল্য কামনা করছি।
সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।
উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ্
২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
কলমের কালি শেষ বলেছেন: শুভেচ্ছা সাদরে গৃহিত হলো এবং সামুকে অসংখ্য শুভেচ্ছা ।
২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
মনির হোসেন মমি বলেছেন: সাফল্য কামনা এবং বাংলা সব ব্লগের একত্রিত একটি লিষ্ট প্রকাশের অনুরোধ।
২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: শুভ কামনা রইলো
সাথে শুভেচ্ছা তো আছেই.........
২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২
পরিবেশ বন্ধু বলেছেন: শুভকামনা ++++++++++
২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬
সোহেল আহমেদ পরান বলেছেন:
'যোগাযোগে সামাজিক মাধ্যম ও আমাদের দায়বদ্ধতা'
ব্লগের আজকের যুগে অনেক। সফল হোক আয়োজন। আর সফল হোক বাংলা ব্লগিং-এর শুভ উদ্যোগ।
শুভেচ্ছা
২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এবারের আয়োজনটা আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য মনে হচ্ছে এ কারণে যে, আগের সবগুলো আয়োজনের চেয়ে এবার সম্মিলিত বাংলাব্লগ কমিউনিটি কনসেপ্টটি সামনে উঠে আসছে। আগেরগুলোতে এ নিয়ে অনেক বিতর্ক হতে দেখেছি, এবং বাংলা ব্লগদিবসের বা বাংলা ব্লগের উদ্ভাবক কে বা কারা, তা নিয়ে বেশ বিতণ্ড হতো। এবারের প্রয়াস সেসবের উর্ধ্বে উঠে আসতে পেরেছে বলে আমি আনন্দিত বোধ করছি। আমার জানা মতে, চলমান সবগুলো বাংলা ব্লগ এই আয়োজনে শরিক হয়ে ব্লগদিবস উদ্যাপন করতে যাচ্ছে। সবাই ধন্যবাদ পাবার যোগ্য।
ব্লগদিবস অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমি এবারও যোগদান করতে পারবো না, যেমন পারি নি আগের কোনোটাতেও। কিন্তু আমার মন সবার সাথে অনুষ্ঠানের মধ্যভাগে পড়ে থাকবে।
স্বপ্ন দেখি, কোনো একদিন এদেশে ‘ব্লগার’ কথাটি অতি সম্মান ও গৌরবের সাথে উচ্চারিত হবে। সেদিন যেন আমরা এই বাংলা ব্লগের উদ্যেক্তাদের অবদানের কথা ভুলে না যাই।
সবার জন্য শুভ কামনা থাকলো।
২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
আজকের বাকের ভাই বলেছেন: আশা করি দেখা হবে
২৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
পার্থ তালুকদার বলেছেন: সফল হোক বাংলা ব্লগ দিবস ।
৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
আহমেদ নিশো বলেছেন: ব্লগ দিবসের সাফল্য কামনা করছি।
৩১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমার একটা প্রস্তাব ছিল।
প্রথম ‘বাংলা’ ব্লগ হিসাবে সামহোয়্যারইন ব্লগ ইতিহাসে তার নাম লিখে নিয়েছে। তবে গোড়ায় একটা ত্রুটি রয়ে গেছে। আমার জানা মতে কোনো বাংলা ব্লগের ইংরেজি নাম নেই। ব্যাপারটা হলো ঐরকম, বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের নাম বাংলায় ও বাংলা না থাকা (যদিও বর্তমানে টিভি চ্যানেলের নাম বাংলা হচ্ছে)।
এই ব্লগটির নাম ইংরেজি থেকে বাংলায় রূপান্তরের প্রস্তাব রাখছি।
এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষ ও ব্লগারদের মতামত আশা করছি।
৩২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্লগ দিবসের অগ্রিম শুভেচ্ছা সকলকে
৩৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো ।
৩৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২০
মোঃ শরিফুল ইসলাম বলেছেন: চেষ্টা করবো ব্লগ দিবসে উপস্থিত থাকার!
সফল হোক বাংলা ব্লগ দিবস এই কামনা রইল৷
৩৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
মোঃ শরিফুল ইসলাম বলেছেন: ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম-
যশোরে কিংবা এর আশপাশে অন্য কোথাও কি ব্লগ দিবস পালিত হবে?
দয়া করে একটু জানালে খুশি হবো!
ধন্যবাদ সবাইকে
৩৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৬
বিডি আইডল বলেছেন: 'অন্যান্য বেশ কিছু বাংলা ব্লগ' গুলার কি নাম জানানো উচিত ছিলো না??
৩৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১
আমিনুল ইসলাম মামুন বলেছেন: বাংলা ব্লগ দিবস আজ ছড়িয়ে পড়ছে সকল হৃদয়ে।
৩৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৪
মামুন রশিদ বলেছেন: ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস উদযাপন, সিলেট ।
ভ্যেনুঃ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন, চৌহাট্টা, সিলেট ।
সময়ঃ বিকেল ৪টা । ১৯ ডিসেম্বার, ২০১৪ ।
আপনি/আপনাদের সবান্ধব প্রাণবন্ত উপস্থিতি কামনা করি ।
৩৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
এমএম মিন্টু বলেছেন: ব্লগ দিবস সফল হওক সকল ব্লগার ভাই ও বোনদের ৬ষ্ঠ বাংলা ব্লগ দিববসেের শুবেচ্ছা সাথে সামুর মডুদের শুভেচ্ছা জানাই
৪০| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪
মুক্তবন্দী বলেছেন: সহস্র শুভকামনা। আমরাও চট্টগ্রামের সবাই ক্ষুদ্র পরিসরে মিলিত হচ্ছি কাল..
৪১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯
লুবনা ইয়াসমিন বলেছেন: ৪ টা্য় শুরু হয়ে শেষ হবে কটা নাগাদ ?
জানতে পারলে সুবিধা হত।
৪২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
সোহানী বলেছেন: প্রিয় ব্লগাররা কে কে যাবেন.... আওয়াজ দেন... নইলে একটা লম্বা ঘুম দিব কম্বলমুড়ি দিয়ে।
৪৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
মোমেন মুন্না বলেছেন: শুভেচ্ছা সবাইকে। আমরাও আছি বরিশাল থেকে!
৪৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪
আমি ইহতিব বলেছেন: আসছি ইনশাআল্লাহ্। দেখা হবে অনেকের সাথে।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়া, সেলিম আনোয়ার ভাইয়া, মামুন রশিদ ভাইয়া ও আরো পরিচিত ভাইয়া বা আপুরা যারা আসছেন না তাদের মিস করবো।
৪৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সজল৯৫ বলেছেন: আসব আশা করি। শুভকামনা রইল ব্লগ ও ব্লগারদের জন্য।
৪৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১
ভূতাত্মা বলেছেন: ষষ্ঠ বাংলা ব্লগ দিবসের সার্বিক সফলতা কামনা করছি।
৪৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬
ইখতামিন বলেছেন: গতকালও অনিশ্চয়তায় ছিলাম, কিন্তু আজ বিকেলে নিশ্চিত হলাম যে, আমি আসতে পারবো না... ইচ্ছে থাকা সত্বেও
যাই হোক,, শুভকামনা রইলো, সফল হোক
৪৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০
আবু শাকিল বলেছেন: ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪ উদযাপনের সাফল্য কামনা করছি ।
৪৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫১
আরজু পনি বলেছেন:
ব্লগ দিবস সফল হোক।
শরৎকে মিস করবো খুব।
৫০| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯
হাবিবুর রাহমান বাদল বলেছেন: ষষ্ঠ বাংলা ব্লগ দিবসের সার্বিক সফলতা কামনা করছি। চেষ্টা করবো উপস্থিত থাকার!
৫১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২
ব্যাকুল পথিক বলেছেন: "ব্লগ দিবস" সফল হোক, আসছি আমিও।
দেখা হবে, হবে কথা সবার সাথে।
৫২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭
মহানন্দ মোহন বলেছেন: ব্লগ দিবসের শুভকামনা প্রার্থনা কামনা করছি।
আশা রাখি কালকে দেখা হবে সবার সাথে ..
৫৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
রত্নকথক বলেছেন: অািম গাজীপুের থািক অাসেত চাই িক করব অাসেল িঠকমেতা রাস্তা িচিননা।
৫৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: ইচ্ছা থাকিলে উপায় হয় কিন্তু আমার ইচ্ছা থাকা শর্তেও প্রবাসী হওয়ায় যেতে যোগ দিতে পাচ্ছি না!
তবে সুদূর প্রবাস থেকে বাংলা ব্লগ দিবসের সাফল্য কামনা করছি।
৫৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৯
ব্লগার শান্ত বলেছেন: সফল হোক ♥
৫৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ ব্লগ দিবস!!!
৫৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২১
আল-শাহ্রিয়ার বলেছেন: আশা করি সবার সাথে দেখা হবে। সকল ব্লগারকে আমার পক্ষ থেকে ব্লগ দিবসের শুভেচ্ছা।
৫৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
হামিদ আহসান বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল হোক
শুভ কামনা রইল .........................
৫৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩১
সাহাদাত উদরাজী বলেছেন: চেষ্টা চলবে!
৬০| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মঙ্গলম! মঙ্গলম!!
৬১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
বংশী নদীর পাড়ে বলেছেন: দুর থেকেই কাছে আছি.....শুভ বাংলা ব্লগ দিবস।
৬২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫১
এম মশিউর বলেছেন: আজকে ব্লগ দিবস অনুষ্ঠানে আমিও ছিলাম।
কিছু প্রিয় ব্লগার আগে থেকেই পরিচিত ছিল এবং আরো একগুচ্ছ প্রিয় ব্লগারের দেখা পেলাম।
সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।
৬৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
কসমিক- ট্রাভেলার বলেছেন:
সাক্ষর রেখে গেলাম
শুভ ব্লগ ডে ।
৬৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০১
সক্রে_টিস বলেছেন: জেনারেল করার জন্য সামুকে ধন্যবাদ জ্ঞাপনে প্রথম কমেন্ট।
৬৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
মো সালাহ্ উদদীন বলেছেন: .
৬৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আন্তরিক শুভেচ্ছা সকল ব্লগারকে, আমি একজন বয়স্ক ব্লগার আপনাদের এই ব্লগে, আজ এই নোটিশের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ পাইলাম। যে বিষয়টি ছিল বড়ই আনন্দের। আমি অত্যান্ত দুঃখিত, যে আপনাদের সাথে দেখা করতে না পারার জন্য। যেহেতু আমি এখন সুদুর সিলেটে অবস্থান করছি, চাকুরীর কারণে। সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা, ও সালাম।
৬৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: টোটাল কমেন্ট = ৬৬ !
হা হা, এই পোস্টটা আসলেই একটা এভিডেন্স হিসেবে থাকা উচিত, কিভাবে কিছু লোকের খামখেয়ালীতে বাংলা ব্লগের এই হাল এখন
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম লাইক