![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি বলব আমার সম্পর্কে । আমি লিখতে ও পড়তে ভালবাসি।
এই ফুল - ওয়ালী
ফুল আছে গো ফুল ?
আছে সাহেব আছে আছে
লাল নীল হলুদ
আরো আছে
নানান রঙের ফুল।
কি ফুল চাই সাহেব ?
জুঁই জবা গোলাপ চামেলি
সঙ্গে আছে পলাশ বেলি
হাসনাহেনা মাধুবী লতা
কিনবে বুঝি রজনীগন্ধা?
এই ফুল -ওয়ালী
কেন এত বাড়াবাড়ি
ইচ্ছে আমার যাই ই কিনি
মন করোনা তুমি চুরি !
কি যে কন সাহেব,
আমি হলাম ফুলের রানী
ফুল তুলি আর বেচিকিনি
কেমনে করি তোমায় চুরি ?
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭
নতুন একজন মানুষ বলেছেন: ধন্যবাদ আপু। ভাল থাকুন সদা এই দোয়া করি প্রভুর কাছে সর্বদা।
২| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৮
মিছবাহ পাটওয়ারী বলেছেন: চমত্কার
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৩
নতুন একজন মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সদা এই দোয়া করি প্রভুর কাছে সর্বদা।
৩| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫
মামুন রশিদ বলেছেন: বাহ! বেশ সুন্দর ।
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৬
নতুন একজন মানুষ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
৪| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০
দালাল০০৭০০৭ বলেছেন: বাহ সুন্দর লিখা ত
২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
নতুন একজন মানুষ বলেছেন: ধন্যবাদ দালাল০০৭০০৭
৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২২
মোমের মানুষ-২ বলেছেন: এই ফুল - ওয়ালী
ফুল আছে গো ফুল ?
আছে সাহেব আছে আছে
লাল নীল হলুদ
আরো আছে
নানান রঙের ফুল
চমৎার একটি কবিতা
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
নতুন একজন মানুষ বলেছেন: Thanks for your comments
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
নতুন একজন মানুষ বলেছেন: Thanks for your comments
৬| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫
নতুন একজন মানুষ বলেছেন: Thanks momer msnus
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর