নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

আমি ঢাকায় থাকি।

নতুন পাঠক

আমি আমার মা আর দেশেকে খুব ভালবাসী।

নতুন পাঠক › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি বুঝেন এমন একজন মডু (নির্বাচক ) চাই ।

১০ ই মে, ২০১৪ দুপুর ১:৩৮

একটা ছাগু পোস্ট নির্বাচিত করায় হাসান কালবৈশাখী দেখি কান্নাকাটি করছে কয়েকদিন ধরেই। তার অভিযোগ সামুর মডুরা ছাগু। তাই ছাগু ও জাতীয়তাবাদী বেশ কিছু পোস্ট নির্বাচন করছে।



সে পোস্টে অন্য আওয়ামীলীগরাও এসে প্রতিবাদ করছে। আমার কথা হল যে নির্বাচক উক্ত পোস্ট নির্বাচন করেছেন তার যদি কেন সে পোস্ট নির্বাচন করা হয়েছে তার যুক্তিযুক্ত জবাব দেওয়ার যোগ্যতা না থাকে তবে সে কিভাবে নির্বাচক হয়?



নির্বাচিত পাতায় গেলেই দেখা যায় সব গল্প আর কবিতার ছড়াছড়ি । আলোচনা তর্ক বিতর্ক করার মতো তেমন কোন পোস্ট খুঁজে পাওয়া যায়না।



ব্লগ মানে গল্প কবিতায় নয়। গল্প কবিতা পড়ার জন্য একমাত্র আতেল ছাড়া আর কেউ ব্লগে আসেনা। গল্প কবিতা যারা লিখে তারা গল্প কবিতা নিয়েই ব্যস্ত । তাদের গণ্ডি নির্ধারিত অনুসারিত ব্লগারদের মধ্যেই।



সমসাময়িক বিষয়ে লেখা পোস্ট গুলোতে গল্পকার ও কবিরা মন্তব্য করেননা। গঠনমূলক রাজনৈতিক পোস্ট গুলোও তারা এড়িয়ে যান।



সামুর এখন যারা মডু তারা হয়তো গল্প কবিতা ভালো বুঝেন । কিন্তু অন্য বিষয় গুলো ( বিশেষ করে রাজনৈতিক , সামাজিক ও অন্যান্য বিষয় ) গুলোতে তাদের কোন ইন্টারেস্ট নাই ।



একমাত্র জানা আপা ছাড়া আর কোন মডুকে গল্প কবিতার বাইরে যেতে দেখা যাচ্ছেনা।



গতকাল ব্লগার মুনতাসির নাসিফ একটা পোস্ট লিখেছেন । পোস্টটি নির্বাচিত করা হয়নি। নির্বাচিত পাতায় গিয়ে দেখলাম সব গল্প আর কবিতা। তাও আবার এমন কিছু ব্লগারের পোস্ট নির্বাচিত করা হয়েছে যারা কোনদিন অন্যের পোস্টে মন্তব্য করেনা।



আমার মনে লয় সামুর মডুদের গল্প কবিতা রম্য ছাড়া অন্য কিছু বুঝে এরকম কেউ নেই । যদি না থাকে রাজনীতি বুঝেন এমন একজন নির্বাচককে নিয়োগ দেওয়া হোক।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ দুপুর ১:৪০

আমি পাবলিক বলেছেন: ভাল বলছেন গল্প কবিতা মানে ব্লগ না।

১০ ই মে, ২০১৪ দুপুর ১:৪৯

নতুন পাঠক বলেছেন: বলেছেন ফিউশন ফাইভ ।

২| ১০ ই মে, ২০১৪ দুপুর ১:৪১

সাইবার অভিযত্রী বলেছেন: ক্যাচাল পোষ্ট নির্বাচিত হয়না !
অথচ আমার কাছে ব্লগের প্রাণ - ই ক্যাচাল!

১০ ই মে, ২০১৪ দুপুর ১:৫১

নতুন পাঠক বলেছেন: গঠন্মূলক রাজনীতি পোস্ট যদি নির্বাচিত না হয় ( হোক লীগ বা এন পির ) তবে ও গল্প ও কবিতা লেখক আর পাঠক ছাড়া অন্যরা কেন ব্লগে আসবে?

৩| ১০ ই মে, ২০১৪ দুপুর ১:৪২

সামুর ~ পোকা বলেছেন: সহমত

১০ ই মে, ২০১৪ দুপুর ১:৫২

নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ ।

৪| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:০০

ঢাকাবাসী বলেছেন: আপনার সাথে একমত।

১০ ই মে, ২০১৪ দুপুর ২:০৭

নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।

৫| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:২২

হেডস্যার বলেছেন:
এই পোষ্টে কমেন্ট করে একমত না হইলে অন্যায় হবে।


ব্লগ মানে গল্প কবিতায় নয়। গল্প কবিতা পড়ার জন্য একমাত্র আতেল ছাড়া আর কেউ ব্লগে আসেনা। গল্প কবিতা যারা লিখে তারা গল্প কবিতা নিয়েই ব্যস্ত । তাদের গণ্ডি নির্ধারিত অনুসারিত ব্লগারদের মধ্যেই।


একটা চরম পোষ্ট দিছেন মাইরি....
নির্বাচিত সব পোষতের কমেন্ট হইলো...খুব ভালো হইছে, প্লাস, সহমত, একমত, ভালো লিখছেন.....এই টাইপের।
আরে পোষ্টে যদি হাউকাউ না হয় তাইলে সেই পোষ্টের কোন গুরুত্ব আছে নাকি? ;)
ক্যাচাল না হইলে মজা কই? আই লাভ ক্যাচাল... B-))

১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৪০

নতুন পাঠক বলেছেন: ঠিক ক্যাচাল না। গঠনমূলক যুক্তি তর্ক আর কি? :)

৬| ১০ ই মে, ২০১৪ বিকাল ৫:৩০

ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: আপনি কিন্তু নামেই নতুন আসলে আমার মতো পুরান!! আসেন ভাই বুকে আসেন!! :P :P

১০ ই মে, ২০১৪ রাত ১০:৩৫

নতুন পাঠক বলেছেন: সামনে জুলাই মাসে ইধ। তকন কূলাকূলী করব। :)

৭| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: পোষ্টে একমত।

হাসানের পোষ্টে কমেন্ট করেছিলাম অজানা ত্রুটিতে তা ব্লগে দেখা গেলো না।

ক্যাচাল পোষ্ট ব্লগের প্রাণ । - কথা সত্যি।

সব বাঙালী কৈশোর থেকে যুবা পর্যন্ত কবি। ছড়া আর কবিতা নির্বাচিত পাতায় যায়। অবিমৃষ্যকারী আর কাকে বলবো ?

ছাগু পোষ্ট নির্বাচিত পাতায় যায় আবার তা "জানা" জাষ্টিফাইও করার চেষ্টা করেন। কি বলবো ? দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ইত্যাদি বিষয়ে নিরপেক্ষ থাকা যায় না তা এদের কে বুঝাবে?

নিরাপদ দূরত্বে দাড়িয়ে রাজনৈতিক রচনা গুলো নির্বিকার পাশ কাটিয়ে দেয়া হয়। অথচ আমরা সকলে সব বয়সে রাজনৈতিক প্রাণী শুধু এক বয়সে কবি নই।

মডুর অবশ্যই রাজনৈতিক স্কুল সমন্ধে উচুঁ মানের ধারণা থাকতে হবে।

১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০

নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।


নিরাপদ দূরত্বে দাড়িয়ে রাজনৈতিক রচনা গুলো নির্বিকার পাশ কাটিয়ে দেয়া হয়। অথচ আমরা সকলে সব বয়সে রাজনৈতিক প্রাণী শুধু এক বয়সে কবি নই।

মডুর অবশ্যই রাজনৈতিক স্কুল সমন্ধে উচুঁ মানের ধারণা থাকতে হবে।

৮| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

এইচ. আর. হাবিব বলেছেন: যাদের গল্প-কবিতা খুব ভালো লাগে, তাদের উচিৎ ব্লগ বাদ দিয়ে ফেসবুক চালানো।

১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৩১

নতুন পাঠক বলেছেন: একমত।

৯| ১০ ই মে, ২০১৪ রাত ৮:০৫

খেয়া ঘাট বলেছেন: নির্বাচিত পাতায় গিয়ে দেখলাম সব গল্প আর কবিতা। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই মে, ২০১৪ রাত ১০:২৩

নতুন পাঠক বলেছেন: :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-&

১০| ১০ ই মে, ২০১৪ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: সাইবার অভিযত্রী বলেছেন: ক্যাচাল পোষ্ট নির্বাচিত হয়না !
অথচ আমার কাছে ব্লগের প্রাণ - ই ক্যাচাল! =p~ =p~ =p~ =p~ =p~
ব্লগের প্রাণবন্ততা ফিরিয়ে আনতে একটা ক্যাচাল পোস্ট ১ বছরের জন্য স্টিকি করা এখন সময়ের ন্যায্য দাবী। =p~ =p~ =p~ =p~

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৪৪

নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ

১১| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৩৯

রিফাত ২০১০ বলেছেন: খেয়া ঘাট বলেছেন: নির্বাচিত পাতায় গিয়ে দেখলাম সব গল্প আর কবিতা।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~
খেয়া ঘাট বলেছেন: সাইবার অভিযত্রী বলেছেন: ক্যাচাল পোষ্ট নির্বাচিত হয়না !
অথচ আমার কাছে ব্লগের প্রাণ - ই ক্যাচাল! =p~ =p~ =p~ =p~ =p~
ব্লগের প্রাণবন্ততা ফিরিয়ে আনতে একটা ক্যাচাল পোস্ট ১ বছরের জন্য স্টিকি করা এখন সময়ের ন্যায্য দাবী। =p~ =p~ =p~ =p~

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৪৪

নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ ।

১২| ১০ ই মে, ২০১৪ রাত ১০:৫৭

উপপাদ্য বলেছেন: ভালো বলেছেন। সহমত।

আপনি কি পাঠক১৯৭১??

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৪৫

নতুন পাঠক বলেছেন: না আমি পাঠক ২০১৪

১৩| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৪৫

দালাল০০৭০০৭ বলেছেন: আপনার সাথে দালাল০০৭০০৭ তিব্রভাবে সহমত প্রকাশ করছি।

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৪৫

নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ

১৪| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৫৯

অণুষ বলেছেন: ভালো লিখেছেন, লেখায় পিলাস।

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬

নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ

১৫| ১১ ই মে, ২০১৪ রাত ১:০৬

আমি তুমি আমরা বলেছেন: সাথে দাবী জানাই এই পোস্টখানি আজীবনের জন্য নির্বাচিত করতে হবে এবং মডুদের প্রতিদিন অন্তত একবার করে এই পোস্টে হাজিরা দিয়ে যেতে হবে। সাথে এই পোস্টে কোন ক্যাচাল করা যাবে না।

নতুন পাঠকের দাবীর সাথে আমরা পুরান পাপীরা সব মিলেমিশে একাকার।

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৪৭

নতুন পাঠক বলেছেন: পুরান পাপী কে কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.