নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

আমি ঢাকায় থাকি।

নতুন পাঠক

আমি আমার মা আর দেশেকে খুব ভালবাসী।

নতুন পাঠক › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ না করার অপরাধেই সাকিবের এই করুণ পরিণতি ?

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৬

দিনটি ছিলো ২০১৩ সালের ১২ ই সেপ্টেম্বর । আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় সেদিন বলেছিলেন, মানুষ চমক পছন্দ করে।ক্ষমতায় থেকে সাফল্য দেখানো সহজ নয়। তারপরও এবারো চমক দেখানো হবে। আগামী তিন দিন একটু খেয়াল রাখুন। চমক দেখতে পাবেন। আমরা বিরোধী দলের অপপ্রচার মোকাবেলা ও সরকারের সফলতা জনগণের সামনে তুলে ধরতে ভিন্ন রকম কৌশল নিয়েছি।



হ্যাঁ জয় সাহেব সত্যি চমক দেখিয়েছিলেন । ৩ দিন পরের সেই চমক কি জানেন ? তিনি বাংলাদেশের মানুষের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রূপকল্প ২০২১, গত ৫ বছরের অর্জন, আগামী ৫ বছরের অঙ্গীকার’ শীর্ষক এ অনুষ্ঠানে আওয়ামীলীগ হিসেবে পরিচিত করিয়ে দিতে চেয়েছিলো বাংলাদেশের মানুষের কাছে । সে রাজি না হওয়ায় তার পেছনে আওয়ামীলীগ সুকৌশলে ভারতীয় দালাল পাপনকে লাগিয়ে দেয়।



টি-২০ ওয়ার্ল্ড-কাপ ২০১৪ তে ভারতের সাথে বাংলাদেশ জিততে না পারার জন্য সামান্য অপরাধের শাস্তি হিসেবে সুকৌশলে সাকিবকে ৩ ম্যাচের জন্য সাসপেন্ড করে বি সি বি ।



এর পর সাকিবের নামে শুরু হল একের পর এক অভিযোগ। সাকিব আইপিএল, বিগব্যাশ, সিপিএল, শ্রীলঙ্কা, ইংল্যান্ড সব জায়গায় খেলে এল। কিন্তু কোথাও তার নামে একটা অভিযোগ শুনতে পেলাম না, এমন কি বাংলাদেশের কোন টিম-মেটেরও কোন অভিযোগ নেই তার বিরুদ্ধে। যতো অভিযোগ শুধুই আওয়ামী লীগের এমপি পাপন আর অন্য বিসিবি কর্মকর্তাদের।



সবশেষ সংবাদ সাকিবের উপর আওয়ামীলীগে যোগ না দেওয়ার জন্য প্রতিশোধ নেওয়া স্বরূপ সম্পূর্ণ বিনা অপরাধে আজ সাকিবকে ৬ মাসের জন্য বহিষ্কার করে ভারতীয় দালাল পাপনের বি সি বি ।



আসুন প্রতিবাদ করি । বাংলার জান প্রাণ সাকিবের পাশে কি এই দুঃসময়ে আমরা থাকবোনা?



পোস্ট কার্টেসিঃ ব্লগার ইয়াসিন মাহমুদ

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৭

মাওলানা সাহেব. বলেছেন: যুক্তি দিয়ে তথ্য প্রমান সহ পোস্ট দিয়েছেন। আপনার পোস্ট পড়ে কারও বোঝতে অসুবিধা হবেনা বি সি বি পরিকল্পিত ভাবে ও উপরের নির্দেশে সাকিবের পেছনে লেগেছে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৬

নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৭

ঢাকাবাসী বলেছেন: আম্লীরা ভাল কিচু সহ্য করতে পারেনা!

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৭

নতুন পাঠক বলেছেন: কি করে ভালো কিছু সহ্য করবে ? ভালো যে আওয়ামীলীগ এর বিপরীত শব্দ।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৬

যাযাবর চিল বলেছেন: তাই না। বিশ্লেষক ভায়া আন্নে বিম্পির পিপার নয়া দিগন্ত পইড়া দেখেন। আজাইরা কথা।

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৬

নতুন পাঠক বলেছেন: ওহে লীগার ভাইডি আগে আমি যা বলছি তা সত্য কিনা যাচাই কইরা লন।

৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৭

মুদ্‌দাকির বলেছেন: এইটাইকি তাহলে এত ক্ষভের মূল কারন ??????

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৯

নতুন পাঠক বলেছেন: আজকে শুনলাম যে ইভ টিজার কুকুর গুলো সাকিবের বউকে ইভ টিজিং করছে তাদের মধ্যে এক জানোয়ার ভারতীয় দালাল হাম্বা পাপনের বন্ধুর ছেলে আর একজন হাম্বা এর সংসদ সদস্য এর ছাওয়াল।

হেইডাও ক্ষোভের মূল কারণ হতি পারে।

৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৪

শেখ আজিজুর রহমান বলেছেন: এই কথাগুলি আমার মাথাই গুরছিল .। ধন্যবাদ আপনাকে আমার পূর্ব লেখার জন্য, আমি হয়তবা এত সুন্দর করে লেখতে পারতাম না.।সাকিবকে ৬মাস আন্তর্জাতিক মেচ এবং দেরবছর লীগে খেলা থেকে দূরে থাকতে হবে, এর মানে কি জানেন??? পাপন পরিকল্পিত ভাবে সাকিবের কেরিয়ারটা শেষ করে দিতে চায়।

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৬

নতুন পাঠক বলেছেন:

এছাড়াও পোস্টে দেওয়া বিবরণ এর সাথে আরো একটা কারণ যুক্ত হলো । আর তা হলোঃ

ফজলে করিম (জুইন্ন্যা) এমপি'র পুত্রকে পিটানোর কারণেই সাকিব নিষিদ্ধ..!

কিছুদিন আগে ষ্টেডিয়ামে সাকিবের স্ত্রী শিশিরকে ইভটিজিংকারী ছেলেটি হল চট্টগ্রামের রাউজানের ক্ষমতাসীন দলের এমপি ফজলে করিম (জুইন্ন্যা)'র ছেলে ফারাজ করিম। যাকে সেদিন সাকিব পিটিয়েছিল। আর সে কারণেই সাকিবকে খেলা খেলা থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।

৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫২

দখিনা বাতাস বলেছেন: পাপন শিখাইয়া দিসিল সাকিবরে টিভি ক্যামেরার সামনে উল্টা পাল্ট ভন্গি করতে, সাকিবও ছোট নাদান বাচ্চা, তাই করছে, আর ৩ ম্যাচ ব্যান।

জয় শিখাইয়া দিসিল তুই গিয়া ইভ টিজার পিটাবি, আকরাম শিখাইয়া দিসিল আমার মুখের কথাই ফাইনাল, আর হাতুরাসিংহেও আওয়ামীলীগ করে, শ্রীলংনকা আওয়ামীলীগের সভাপতি, তাই সাকিবরে বলছিল, আমারে তুই হুমকি দিস দেশের জন্য খেলবো না।

সত্যই তো, সব মিলে গেছে

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৯

নতুন পাঠক বলেছেন: ভাদা ভাই সাকিবে ক্যামেরার সামনে যা করছে তা অপরাধ করছে । সে জন্য সে শাস্তি পাইছে । তিন ম্যাচ খেলতে পারেনাই । পরে আমরা নিশ্চিত হতে পেরেছিলাম ভারতের বিরুদ্ধে খেলতে না পারার কারণেই সাকিবকে সামান্য অপরাধে এতো বড় শাস্তি দিছে ভারত নিয়ন্ত্রিত বি সি বি ।

আর যে ইভ টিজারকে সাকিব পিটাইছে সে হাম্বা এম পির পোলা ।

না মিলে যাবে কই ?
.
হাম্বা এম পির পোলার ছবি। ( সে কূখ্যাত ইভটিজার হাম্বা জারজ)

৭| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২০

তাসজিদ বলেছেন: হাস্যকর

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:২০

নতুন পাঠক বলেছেন: আসলেই এরকম হাস্যকর সিদ্ধান্ত আর কি হতে পারে? হাম্বা ভারতীয় দালালেরপোলাকে ইভটিজিং এর অপরাধে পিডানোর অপরাধে সাকিব নিষিদ্ধ !!!

৮| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৫

কলাবাগান১ বলেছেন: উপরে লিখলেন যা আওয়ামী লীগ না করার জন্য নাকি সাকিব ব্যান

নীচে মন্তব্য করলেন যে ইভ টিজারদের প্রতাপশালী বাবাদের জন্য সাকিব ব্যান

তারমানে আপনি নিজেও জানেন না কেন সে ব্যান

শুধুই চেস্টা করে যাচ্ছেন কিভাবে ঘোলা জলে মাছ ধরবেন

পাপনের অপসারন চাই

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:২১

নতুন পাঠক বলেছেন: পাপনের অবসান চাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
.
হাম্বা এম পির পোলার ছবি। ( সে কূখ্যাত ইভটিজার হাম্বা জারজ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.