![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যদি ব্লগের জনপ্রিয় ব্লগার কারা ছিলো এমন কোন প্রশ্ন করা হয় তবে আমি সামুর হারিয়ে যাওয়া যে ব্লগার গুলোর নাম বলবো তারা হলেনঃ
ব্লগার আমি চেয়ারম্যান ০০৭ , ব্লগার ঘুড্ডির পাইলট , ব্লগার য়ামি চিপন , নাফিজ ইফতেখার , ব্লগার রেজওয়ানা , ব্লগার ফিউশন ফাইভ,
ব্লগার দূর্যোধন , ব্লগার জাতীর নানা, ব্লগার মাষ্টার , প্লিওসিন অথবা গ্লসিয়ার , কালিদাশ , রবিন মিলফোর্ড , ব্লগার আসিফ মহিউদ্দীন , চাঁপা ডাঙ্গার চান্দু , ব্লগার ধীবর , ব্লগার জুলভার্ন , ব্লগার দাসত্ব শেকল , ব্লগার মিল্টন , ব্লগার সোহাক সকাল , ব্লগার কবি ও কাব্য , ব্লগার মাইনাছ ,
ব্লগার মশিউর মামা , ব্লগার মোহাম্মদ হারুন , ব্লগার বাঘ মামা আরো অনেক নাম মনে না আসা ব্লগার ।
কিছু ব্লগার যারা ব্লগে নিয়মিত অথবা মাঝে মাঝে ব্লগে আসেন তারা সবাই ব্লগে নিয়মিত অনলাইনে থাকলে সামু ব্লগটা আবার উপভোগ্য হয়ে উঠবে। এরকম অনেকেই আছেন । সবার নাম একসাথে মনে আসা কঠিন । যাদের নাম মনে আসছে ও যারা আমার প্রিয় ব্লগার ছিলেন তারা হলেনঃ
১/ হাসান মাহবুব
২/ এক্সট্রাটেরিস্ট্রিয়াল স্বর্ণা
৩/ আরজুপনি
৪/ শায়মা
৫/ কাল্পনিক ভালোবাসা
৬/ কান্ডারি অর্থব
৭/ সোনাবীজ অথবা ধুলোবালি ছাই
৮/ আশরাফুল ইসলাম দূর্জয়
৯/ একজন আরমান
১০/ তামিম ইবনে আমান
১১/ তাসনুভা সাখাওয়াত বীথি
১২/ জেমস বন্ড
১৩/ ইমরাজ কবির মুন
১৪/ অপু তানভীর
১৫/ লিঙ্কন হোসাইন
১৬/ মাহমুদুল হাসান কায়রো
১৭/ নোমান নমি
১৮/ মোশাসি
১৯/ শিপু ভাই
২০/ জুন
২১/ তন্ময় ফেরদৌস
২২/ নষ্ট শয়তান
২৪/ ভুল উচ্ছাস
২৫/ দিকভ্রান্ত পথিক
২৬/ কাজী মামুন হোসেন
২৭/ বেঈমান আমি
২৮/ জ্বীন কফিল
২৯/ সাবরিনা সিরাজী তিতির
৩০/ মাহি ফ্লোরা
৩১/ আমি তুমি আমরা
৩২/ দি ফ্লাইং ডাচম্যান
৩৩/ লিনকিন পার্ক
৩৪/ গোলাম দস্তগীর লিসানি
৩৫/ সেলিম আনোয়ার
৩৬/ রেজওয়ান মাহবুব তামিম
৩৭/ রাতুল_শাহ
৩৮/ সায়েদা সোহেলী
৩৯/ আহমেদ জী এস
৪০/ সাবরিনা সিরাজী তিতির
৪১/ না পারভীন
৪২/ বৃতি
৪৩/ সমুদ্র কন্যা
৪৪/ সাদা মনের মানুষ
৪৫/ ৎঁৎঁৎঁ,
৪৬/ বোকা মানুষ বলতে চায়
৪৭/ মাহমুদ০০৭
৪৮/ -মাননীয় মন্ত্রী মহোদয়
৪৯/ ইনকগনিটো
৫০/ ভারসাম্য
৫১/ শ।মসীর
৫২/ আদনান শাহরিয়র
৫৩/ মশিকুর
৫৪/ মাঈনউদ্দিন মইনুল
৫৫/ নিশাত তাসনিম
৫৬/ সোনালী ডানা চিল
৫৭/ একজন ঘূনপোকা
৫৮/ জাফরুল মবীন
৫৯/ পরিবেশ বন্ধু
৬০/ ব্লগার খেয়াঘাট
৬১/ বাংলাদেশী দালাল
৬২/ প্রিন্স হেক্টর
৬৩/রিফাত হোসেন
৬৪/ শামিম আরা সনি
৬৫/ তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে
৬৬/ বনলতা মুনিয়া
৬৭/ শিশু বিড়াল
৬৮/ সিরাজ শাঁই
৬৯/ দিন মজুর
৭০/ ইশতিয়াক আহমেদ চয়ন ।
৭১/ শের শায়েরী
৭২/ এরিস
৭৩/ মনিরা সুলতানা
৭৪/ মাহমুদা সোনিয়া
৭৫/ সুলতানা শিরিন সাঁজি
৭৬/ বিদ্রোহী ভৃগু
৭৭/ শান্তির দেবদূত
৭৮/আরিয়ানা
৭৯/জীবনানন্দদাশের ছায়া
৮০/কাউসার রুশো
৮১/শাহেদ খান
৮২/পাকাচুল
৮৩/sumon3d
৮৪/ফারজুল আরেফিন
৮৫/উৎকৃষ্টতম বন্ধু
৮৬/মো আশরাফুল আলম
৮৭/ মামুন হতভাগা
৮৮/ হাসান কালবৈশাখী
৮৯/ ত্রিশোনকু
৯০/নীল দর্পন
৯১/ আহমেদ আলাউদ্দীন
৯২/ সকাল রয়
৯৩/ মাসুম আহমেদ ১৪
৯৪/ প্রফেসর শঙ্কু
৯৫/ আমিনুর রহমান
৯৬/ কুনোব্যাঙ
৯৭/ মোঃ ইসহাক খান
৯৮/ নেক্সাস
৯৯ নস্টালজিক
১০০/লেখোয়াড়
১০১/ ম্যাভেরিক
১০২/ ইখতামিন
১০৩/ মামুন রশিদ
১০৪/ সানড্যান্স
১০৫/ টুম্পামনি
১০৬/ মুনতাসির নাসিফ দ্যা (এনোনিমাস)
৯০/পোস্ট আপডেট হবে ।
বিঃদ্রঃ নাম মনে না আসা মানে ভুলে যাওয়া নয় ।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৯
নতুন পাঠক বলেছেন: আপনি এই বছরে ৩ টি পোস্ট দিয়েছেন । আপনি তো ৩ বছর থেকে ব্লগিং করছেন এই ব্লগে তাই আপনি সামু ব্লগ সম্পর্কে যথেষ্ট অবিজ্ঞ।
আশা করি আপনার মন্তব্য কর্তৃপক্ষ আমলে নিবে।
আপনাকে ধন্যবাদ ভারসাম্য ।
২| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩
আমি পাবলিক বলেছেন: একটি সমৃদ্ধ তালিকা । যাদের নাম দিয়েছেন প্রত্যেকে জনপ্রিয় ব্লগার। উনারা ফিরে আসুক ব্লগে এই আশা সবসময় করি।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৭
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ । তালিকাভুক্ত ব্লগারদের জনপ্রিয়তা নিয়ে সন্দেহ করবো ব্লগে এমন কেউ আছে বলে আমার মনে হয়না। সামুর হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এই ব্লগার গুলোই যথেষ্ট ।
কর্তৃপক্ষ সম্মানিত ব্লগারদের ফিরিয়ে আনার ব্যাপারে কোন উদ্যোগ কি নিবে ?
৩| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: আশাই এগিয়ে যাবার ডিঙ্গি ।।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:২২
নতুন পাঠক বলেছেন: একমত
৪| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: ফিরে আসতে ইচ্ছে করে. সত্যিই ইচ্ছে করে।আমি না ফিরলেও সামুর কিছু আসবে যাবেনা, তবে একটা কথা বলি এতগুলো ব্লগার চলে যাবার কারণ একটাই।সেটা হল সামুর কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়া।অনেক ব্লগার ই সামুর অবহেলার কারনে আজ ফেসবুক বা অন্যান্য ব্লগে লিখেন।মায়া লাগে বলে শুধু এখানে আসি।ভালো থাকবেন।
মনে রাখার জন্য কৃতজ্ঞতা ।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫১
নতুন পাঠক বলেছেন: প্রিয় ব্লগার !
কেমন আছেন । অনেক দিন পর আপনাকে দেখে খুব ভালো লাগলো ।
সামু যদি একবারের জন্যও ভাবে যে ব্লগার গুলো ৫ বছরের ও বেশি সময় ধরে সামুতে উজ্জীবিত রেখেছিলেন তারা ব্লগে না আসলে সামুর কিছু যাবে আসবেনা তবে আমার কিছু বলার নেই । সামু সামুর মতো চলুক ।
এতগুলো ব্লগার চলে যাবার কারণ একটাই।সেটা হল সামুর কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়া।অনেক ব্লগার ই সামুর অবহেলার কারণে আজ ফেসবুক বা অন্যান্য ব্লগে লিখেন।
পরিপূর্ণ সহমত ।
আপনাকে ভুলি কি করে ?
৫| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সব প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্লগারের পাশে আমাকেও স্মরণ করেছেন দেখে বিনীত চিত্তে ধন্যবাদ। ব্যক্তিগত অস্থিরতায় আপাতত নিয়মিত না, তবুও মাঝে মাঝে ঢু দেই, আবারো নিয়মিত সবার লিখা পড়তে পারলে ভালোই লাগবে।
শুভকামনা আপনাকে।
হ্যাপি ব্লগিং।
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪২
নতুন পাঠক বলেছেন: দূর্জয় আপনি ও খুব স্বনামধন্য ব্লগার । অনেক দিন ধরে সামুতে ব্লগিং করে চলছেন।
ধন্যবাদ আপনাকে।
৬| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাইরে করছেন কি? এত সব সিনিয়র আর ফেমাসদের মাঝে আমার মত বোকারে ইন করলেন কি ভাইবা? বুঝলাম না, কেম্নে কি?
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৩
নতুন পাঠক বলেছেন: আপনি নামে বোকা হলেও কাজে বোকা না
৭| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো ...
আমিও চাই তাঁরা নিয়মিত হোন...
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপনার এই লিস্টে আমার প্রিয় অনেক ব্লগার আছেন, যাদের সাথে যোগাযোগ ও হয়, কারো কারো সাথে প্রায়ই - তবে দুঃখজনক যে সামুতে নয় ...!
সবাই তাঁরা আছেন, বেঁচে বর্তে বহাল তবীয়তেই আছেন, সামুতেও এসে ঘুরে যান- শুধু নিরবে...
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
নতুন পাঠক বলেছেন: জেনে ভালো লাগলো ।
৯| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:০১
আধখানা চাঁদ বলেছেন: সম্পূর্ণ সহমত।
সাকিবের পাশাপাশি আমরা সামুতে পুরোনো ব্লগারদের নিয়মিত লেখা ফেরত চাই।
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১০
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ আধখানা চাঁদ ।
১০| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯
মুদ্দাকির বলেছেন:
পোষ্টে সহমত!!
উনাদের অনেক কেই ফলো করতাম , যদিও তাদের কাছে আমি নিতান্তই অপরিচিত, আর এখনও বর্তমান যারা আছেন তাদের মধ্যে অনেক কেই ফলো করি। আমি অবশ্য, আমার ব্লগের পাতায় নিয়মিত ছিলেন এমন অনেককেই মিস করি অনেক বেশী
ভালো পাঠক এবং ভালো মন্তব্যকারীও অনেক দরকারী। দেখা যায় মন দিয়ে লেখা অনেক পোষ্ট কেউ পড়ছেন না আবার খুব ক্যাজুয়াললি লেখা একটা পোষ্টে অনেক হিট
, তখন চিন্তা করি আসলে মনের মিল থাকতে হবে তো তবে না ম্যাসেজটা বুঝানো সম্ভব !!!!
দারুণ হত যদি উনাদের একটা করে চমৎকার পোষ্টের লিংক দিয়ে দিতেন ।
আসসালামুয়ালাইকুম ।
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
নতুন পাঠক বলেছেন: আপনার সাথে সহমত । আগের জনপ্রিয় ব্লগাররা শুধু নিজে লিখতেন না মন্তব্যও করতেন। এখন পোস্ট জুড়ে ভালো লাগলো , সুন্দর হয়েছে , ++ এ ধরণের মন্তব্য ছাড়া ভালো কোন উপভোগ্য মন্তব্য খুঁজে পাওয়া যায়না।
উনাকের পোস্টের অনেক সংকলন আপনি সামুতে খুঁজলে পাবেন । ধন্যবাদ আপনাকে।
১১| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৮
মুদ্দাকির বলেছেন: বর্তমানদের মধ্যে মামুন রশিদ ভাইয়ের লেখাও কিন্তু সুখ পাঠ্য এছাড়াও ইশতিয়াক অয়ন, খাটাস , সিরাজ শাঁই, আরো অনেকের নাম মনে পড়ছেনা, আর ইদানিং যার লেখার অপেক্ষা করি উনি হচ্ছেন "নজরুল ইসলাম টিপু"
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
নতুন পাঠক বলেছেন: সিরাজ সাই কে লিস্টেড করা হয়েছে। অন্যদের লেখা আসলে পড়া হয়নি। অন্যরা মনে হয় নতুন। নাম গুলো অপরিচিত লাগছে। আপনি যখন বলছেন তবে নিশ্চয় তারা এসময়ে ভালো ব্লগিং করছেন।
১২| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরেকটা কথা বলে যাই যাবার আগে, ব্লগার মামুন রশিদ, সপ্নবাজ অভি, ইশতিয়াক আহমেদ চয়ন, দিনমজুর, আমি তুমি আমরা, নাফিজ মুনতাসির সহ বেশ কজন সুলেখক এবং প্রিয় সহ ব্লগারকে দেখছিনা আপনার এই লিস্টে, কেমন যেন অপূর্ণতা রয়ে যাচ্ছে...
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
নতুন পাঠক বলেছেন: নাফিজ ভাই , আমি তুমি আমরা আগে থেকে আমার লিস্টে ছিলো আপনি খেয়াল করেন নি । দিনমজুর ভাই এর কথা ভুলে গেছিলাম । ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।
মামুন রশিদ স্বপ্নবাজঅভি এর সাথে আমি পরিচিত ছিলাম না । আমি আসলে পুরনোদের স্মরণ করেছি । আরো একজন মামুন রশিদ এর কথা উল্লেখ করেছেন । মনে হয় তিনি সাম্প্রতিক সময়ে ভালো লিখছেন।
১৩| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৩
তন্ময় ফেরদৌস বলেছেন: মাঝে মধ্যে আসলেই খুব মিস করি ব্লগ টা। কিন্ত এখন আর নিয়মিত হয়ে উঠতে পারি না।
মনে করার জন্য থ্যাঙ্কু ভাই।
১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ তন্ময় ভাই । আপনাদের সময়ের সামু আর এখনের সামুর কোন মিল খুঁজে পাইনা
১৪| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮
সুমন কর বলেছেন: ২/ এক্সট্রাটেরিস্ট্রিয়াল স্বর্ণা
৩/ আরজুপনি
৪/ শায়মা
৯/ একজন আরমান
১১/ তাসনুভা সাখাওয়াত বীথি
১৭/ নোমান নমি
২৭/ বেঈমান আমি
২৯/ সাবরিনা সিরাজী তিতির
৩০/ মাহি ফ্লোরা
৩৮/ সায়েদা সোহেলী
৪১/ না পারভীন
৪২/ বৃতি
৪৩/ সমুদ্র কন্যা
৬২/ প্রিন্স হেক্টর
৬৩/রিফাত হোসেন
৬৪/ শামিম আরা সনি
৬৫/ তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে
৬৬/ বনলতা মুনিয়া
৬৭/ শিশু বিড়াল
৬৯/ দিন মজুর
৭০/ ইশতিয়াক আহমেদ চয়ন ।
৭২/ এরিস
৭৩/ মনিরা সুলতানা
৭৪/ মাহমুদা সোনিয়া
৭৫/ সুলতানা শিরিন সাঁজি
এরা কেউ নিয়মিত না।
আমি জানি না, আপনি নতুন কিনা ????
ভুল ভরা পোস্ট।
১০ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৫
নতুন পাঠক বলেছেন: জ্বি ব্লগারদের নামে বানান ভুল হয়েছে। কাল এডিট করে ঠিক করে নিব।
আমি কি লিখেছি আপনি আবার পড়ে দেখুনঃ
কিছু ব্লগার যারা ব্লগে নিয়মিত অথবা মাঝে মাঝে ব্লগে আসেন তারা সবাই ব্লগে নিয়মিত অনলাইনে থাকলে সামু ব্লগটা আবার উপভোগ্য হয়ে উঠবে। তারা হলেনঃ
আপনি যাদের নাম দিয়েছেন তাদের মধ্যে ছুটি আপা ছাড়া অন্যরা সবাই নিয়মিত না হলেও মাঝে মাঝে ব্লগে আসেন । আপনি তাদের ব্লগ ঘুরে আসুন । তাহলেই বুঝতে পারবেন ।
ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৬
নতুন পাঠক বলেছেন: আর ব্লগারদের নাম গুলো আমি মুখস্ত টাইপ করেছি। তাই ভুল হওয়া স্বাভাবিক। আপনি আমি নতুন কিনা তা নিয়ে সন্দেহ করছেন। সামুর জনপ্রিয় ব্লগারদের আমি চিনি।
আপনাকে তো চিনলাম না। যেভাবে মন্তব্য করেছেন মনে হচ্ছে আপনি একটা কিছু। সামুর ১০০ জন ব্লগারকে জিজ্ঞেস করেন আমি যাদের নাম দিয়েছি তাদের শতকরা ৯৯ জন ব্লগার চিনেন।
১৫| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৪
জাফরুল মবীন বলেছেন: নতুন পাঠক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মত অধমকে ১০১ জন গুরুত্বপূর্ণ ব্লগারের তালিকায় তালিকাভুক্তি করার জন্য।যাদের নাম আপনি উল্লেখ করেছেন তাদের মধ্যে আমি ছাড়া প্রত্যেকেই শুধু ভাল লেখকই নন তাদের সবচেয়ে বড় গুণ হলো তারা সহ ব্লগারদের সাথে দারুন আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলেছেন।হয়তো এ কারণেই তারা অনন্য।গুণী ব্লগারেরা কেবল আমাদের জন্য হলেও মান-অভিমান ভুলে ফিরে আসুক কারণ তারা তাদের নিজ গুণে আমাদের ভালবাসা ও শ্রদ্ধার পাত্র।এই পোষ্টটি দিয়ে আপনি একজন অত্যন্ত দায়িত্বশীল ব্লগারের কাজ করেছেন।এজন্য আরেকবার ধন্যবাদ গ্রহণ করুন।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ মবীন। আপনার সব পোস্ট আমি পড়ি । ভালো লিখেন । শুভ কামনা রইলো আপনার জন্য।
১৬| ১০ ই জুলাই, ২০১৪ রাত ২:১৪
অপ্রিয় সত্যের বাহক বলেছেন: মামা আমারে রাখলানা ।
আমি আর সামুতে ঢুকবোই
না :-D
১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০
নতুন পাঠক বলেছেন:
১৭| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৩
অদ্বিতীয়া আমি বলেছেন: ব্লগের আগের জমজমাট দিনগুলো ফিরে আসলে তো ভালোই হত...
ব্লগের সেই দিন গুলো কিভাবে যেন হারিয়ে গেল
১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৯
নতুন পাঠক বলেছেন: কিভাবে আগের দিন গুলো ফিরে আসবে? আগের কোন ব্লগার কি সামুতে এখন লিখে ?
নয়া ব্লগাররা কবিতা লিখে ১০ লাইনে ১০ টা বানান ভুল ।
গল্প লিখে কিন্তু তা আদৌ গল্প হয়েছে কিনা তারা নিজেরাও জানেনা।
রম্য লিখে অথচ পড়ে হাসি তো আসেইনা বরং বিরক্ত লাগে যেখানে আগের রম্য গুলো না পড়ার আগেই হাসি আসতো ।
আমিও আপনার মতো হতাশ।
১৮| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আধা-নিয়মিতদের তালিকায় নাম দেখে খুশি হলাম
ধন্যবাদ!
ব্লগার কালীদাস বা মাইনাছ... এরা কিন্তু মাঝে মাঝে ঢু মারেন!
ব্লগের প্রেম ভোলা বড় দায়। বাকিদের অনেকেই হয়তো কর্মজীবনের গহীনে
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৩
নতুন পাঠক বলেছেন: আমি জানতাম আমি পুরোপুরি নিয়মিত সম্পূর্ণ ভাবে নিয়মিতে হবার চেষ্টা চালান।
১৯| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২
না পারভীন বলেছেন: পোস্টের সাথে সহমত। নতুন সম্ভাবনাময় ব্লগার দের উতসাহ দেয়ার দায় আছে পুরাতনদের। এটুকু মনে রাখা চাই
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩২
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ পারভীন । আপনার সাথে পূর্ণ সহমত ।
২০| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রিয় নতুন পাঠক, আপনি সুমন করকে যেভাবে প্রতিউত্তর করলেন তা সত্যি দঃখজনক। আপনি আমাকে অনিয়মিততে রেখেছেন, কিন্তু আমি প্রতি সপ্তাহে একটি থেকে তিনটি পোস্ট করি। আর আমি নিজে কিন্তু একজন নতুন ব্লগার। আপনার প্রতিউত্তর পড়ে কষ্ট পেলাম। একজন পাঠক আপনার ব্লগে কমেন্ট কর মানে উনি আপনার মেহমান, অতিথি। একজন ব্লগার হিসেবে আপনাকে আরও সহনশীল হতে হবে। সমালোচনা আসবে এবং সেটাকে পজিটিভলি নিলে আপনারই লাভ হবে; আপনার লেখার মান উন্নত হবে দিনকে দিন।
আমার উপর আবার রেগে যাবেন না যেন। ভালো থাকবেন।
১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
নতুন পাঠক বলেছেন: মনে করুন আপনি একটা পোস্ট দিয়েছেন । আমি আপনার পোস্টের শিরোনাম পড়ে সম্পূর্ণ পোস্ট না পড়ে একটা আন্দাজে মন্তব্য করলে এবং সে মন্তব্য টা যদি আক্রমনাত্নক হয় তখন নিশ্চয় আপনার ভালো লাগবেনা ।
আমি আমার পোস্টে সুস্পষ্ট ভাবে উল্লেখ্য করেছি যারা বর্তমানে ব্লগে নিয়মিত অথবা মাঝে মাঝে ব্লগে আসেন তাদের মধ্য থেকে তালিকায় দেওয়া জনপ্রিয় ব্লগার গুলো যদি নিয়মিত হোন (যারা বর্তমানে নিয়মিত তাদের সাথে অনিয়মিতরাও) তবে সামু ব্লগটা জমে উঠবে।
আপনি ভালো মানুষ । আমি আপনার পোস্ট পড়ি ।
আমি কি সুমন কর এর সাথে খারাপ ব্যবহার করেছি ? তিনি কি সুন্দর ভাষায় বলতে পারতেন না ব্লগারদের নামের বানান ভুল হয়েছে?
আমি যথেষ্ট সহনশীল আছি । সমস্যা নেই।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
২১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৩
নতুন পাঠক বলেছেন: @ boka manush vhai@
eta ki koilen? Ami kothai apnake oniyomito te rakhlam ! Ami apnake niyomito othoba majhe majhe jara bloge ashen she talikai rekhechi. Apnar comment pore to ami speaker hoye gelam !!!
২২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৮
বাংলাদেশী দালাল বলেছেন: অফ লাইনে পুরন অনেকেই ব্লগে আসেন বলে আমার মনে হয়।
কখনও কখনও ভালো পোস্ট দেখলে লগ ইন করে অন্তত্য ধন্যবাদ বা ভাল লাগা জানান। যেমন দির্ঘ্যদিন পর শের শায়েরী ভায়ের পোস্টে পুরন অনেক কেই দেখলাম যাদের কে ভেবেছিলাম হারিয়ে গিয়েছেন।
তার মানে সত্যি কথা হচ্ছে প্রায় সকলেই আছেন সুধু লেখার বা মন্তব্য করার আগ্রহ হারিয়ে ফেলেছে।
ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭
নতুন পাঠক বলেছেন: সত্যি কথা হচ্ছে প্রায় সকলেই আছেন সুধু লেখার বা মন্তব্য করার আগ্রহ হারিয়ে ফেলেছে।
কিন্তু কেন এমন তো হওয়ার কথা ছিলোনা। এর জন্য দায়ি কি সামু নাকি ব্লগাররা ?
এতোগুলো ব্লগার ব্লগ ছেড়ে চলে যাওয়ার কারণ কী ? ব্লগিং তো একটা নেশা ? নেশা কী ত্যাগ করা যায় ?
সুমন করের মতো আবালরা যখন নির্ভেজাল পোস্টে এসে আবলামি আর সামু এদের প্রমোট করে তখন ব্লগাররা কেন সামুতে লেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলবেনা বলে আপনি মনে করেন ?
২৩| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৭
অ্যামাটার বলেছেন: ব্লগার আসিফ মহিউদ্দীন ---এক মগা থাকলেই চলবে। ব্লগ সবসময় গরম থাকবে।
১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৮
নতুন পাঠক বলেছেন: কথাটা মিছা বলেন নাই ।
২৪| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হারিয়ে যাওয়া যেসব জনপ্রিয় ব্লগারের নাম বললেন, দু-একজন ছাড়া তাঁরা সবাই আমারও অতি প্রিয় ব্লগার। কিছু কিছু ব্লগার হারিয়ে যাওয়ায় যেমন ব্লগ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু কিছু ব্লগার হারিয়ে যাওয়ায় ব্লগ লাভবানও হয়েছে। অকারণে ব্লগে উত্তেজনা ছড়ানো একটা গুরুতর অপরাধ।
শুভ কামনা আপনার জন্য।
১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৯
নতুন পাঠক বলেছেন: সোনাবীজ ভাই , আপনি ২০১২ সালে যখন পোস্ট দিতেন তখনের কথা আমার মনে আছে। আপনি নিজেই জাজ করে দেখুন না । অথবা একটা জরিপ চালাতে পারেন। সামু কখন ব্লগারদের কাছে উপভোগ্য ছিল? ২০১৩ সালের পরে কেন ব্লগটা নিষ্প্রাণ হয়ে গেলো !
ভালো মন্দ মিলেই তো ব্লগ । তখন কবিতার ছন্দ গুলো অসাধারণ ছিলো , গল্পের মধ্যে ডুবে যাওয়া যেতো, রাজনৈতিক বিশ্লেষণ গুলো এতোই উপভোগ্য ছিলো যে পোস্ট পুরাটা না পড়ে উপায় ছিলোনা । শুধু পোস্ট না কমেন্ট গুলো ছিলো অসাধারণ ।
আর এখন ভালো লেগেছে , সিরাম হয়েছে , +++ এই ধরনের মন্তব্য ছাড়া ভালো উপভোগ্য কোন মন্তব্য খুঁজে পাওয়া যায়না।
আপনি , কাল্পনিক , আর অন্যান্য কয়েকজন ছাড়া আর কেউ ১ লাইনের বেশি মন্তব্য করেনা ।
আমিও আপনার সাথে সহমত । মন্দ অবশ্যই পরিত্যাজ্য । কিন্তু তাদের ত্যাগ করতে গিয়ে এমন কোন পন্থা অবলম্বন করা ঠিক না যে পন্থা সামুকে নিষ্প্রাণ করে দেয়।
ফেসবুকে এক ভাই কইলো সুমন কর নাকি সামুর মডু । একটু পরেই নাকি আমার এই পোস্ট গেয়েব করে দিবে সে। তাহলে সামুতে কেন মানুষে লিখবে আপনিই বলেন ।
২৫| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নতুন পাঠক ভাই, আপনি যে লিস্ট দিছেন সেখানে সবাইকে একসাথে গুলিয়ে গেলছেন। যাই হোক, আমার সেকেন্ড কমেন্ট ছিল মূলত সুমন কর কে করা আপানার প্রতিউত্তর সম্পর্কে। যাই হোক, আপনার প্রতিউত্তরের ধরনই বলে দেয় আপনি সমালোচনা জাতীয় কমেন্ট নিতে পারেন না। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার এই পোষ্টে এসে কমেন্ট করার জন্য। ভুল বুঝবেন না, আর ভুল হয়ে থাকলে 'আই এম সরি'।'
১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬
নতুন পাঠক বলেছেন: অযোগ্য আবালে ভরে গিয়েছে ব্লগ । তাদের ছেড়ে দিতে হবে স্থান ।
২৬| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৬
সুমন কর বলেছেন: কিছু ব্লগার যারা ব্লগে নিয়মিত অথবা মাঝে মাঝে ব্লগে আসেন তারা সবাই ব্লগে নিয়মিত অনলাইনে থাকলে সামু ব্লগটা আবার উপভোগ্য হয়ে উঠবে। তারা হলেনঃ
আপনি এভাবে লিখেছেন। এই লিস্টে অনেকে আছে একদম আসে না বা পোস্ট দেবার আগে-পরে শুধু আসে। আমি কিন্তু প্রায় প্রতিদিন আসি এবং দু’চারটা মন্তব্য করে যাই। তার মানে আমি কি নিয়মিত না !! আমি না পড়ে মন্তব্য করি না। আপনার ব্লগিং মেয়াদ দেখলাম। ২ মাস ২ সপ্তাহ !!
আপনাকে তো চিনলাম না। যেভাবে মন্তব্য করেছেন মনে হচ্ছে আপনি একটা কিছু। সামুর ১০০ জন ব্লগারকে জিজ্ঞেস করেন আমি যাদের নাম দিয়েছি তাদের শতকরা ৯৯ জন ব্লগার চিনেন।
কি ব্লগিং করেন, আমাকে বা নিয়মিত ব্লগারদের চিনতে পারেন না!! তেল মারা ছাড়েন। আমি কেউ, না রে ভাই! শুধু শুধু ক্যাচাল না করে, লেখালেখি বা পড়ায় মনোযোগ দেন।
বোকা মানুষ বলতে চায় ভাইকে যে ভাবে প্রতিউত্তর করেছেন, আপনাকে গুদাম দেয়া উচিত।
অকারণে ব্লগে উত্তেজনা ছড়ানো একটা গুরুতর অপরাধ।
১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৩
নতুন পাঠক বলেছেন: পোস্ট করেছেন: ৪৪টি
মন্তব্য করেছেন: ৪৬৪৭টি
মন্তব্য পেয়েছেন: ২১৯৬টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৮ মাস
ব্লগটি মোট ১২২৩২ বার দেখা হয়েছে
আপনার জনপ্রিয়তা দেখে আমি আবেগে কাইন্দালাইছি ।
২৭| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩
আরজু পনি বলেছেন:
নিয়মিত বলতে যা বোঝায়, অনেকটা সময় ব্লগে লগইন থাকা আসলেই সম্ভব না।
তবে আমি নিয়মিতই...অল্প সময়ের জন্যে হলেও মোটামুটি নিয়মিত ব্লগে আসার চেষ্টা করি আর নিয়মিত গ্যাপে পোস্টও করি।
অন্যের পোস্টে প্রচুর কমেন্ট করতে না পারলেও ব্লগে মোটামুটি থাকার চেষ্টা করি। সময় পেলে কিছুটা বেশি সময় দেই...তবে ইদানিং পেশাগত/ব্যক্তিগত কাজের চাপ, ধরণ বদলানোর কারণে ইচ্ছে থাকলেও সময় বেশি দিতে পারি না।
আর সত্যি কথা বলতে অফলাইনে খুব নিয়মিত ঢু দেই
কে কে ফিরে আসবে জানি না...তবে যারা আছে তাদের উচিত দায়িত্বশীল ব্লগিং করা।
আমাকে মনে করার জন্যে অনেক ধন্যবাদ, নতুন পাঠক।।
১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
নতুন পাঠক বলেছেন: আপনাকে এখন পর্যন্ত ব্লগে নিয়মিতই বলা যায় । সবসবয় ব্লগের সাথেই থাকবেন । ব্লগ ছেড়ে যাবেন না । এই আশা রইল।
আপনাকে ধন্যবাদ আরজুপনি ।
২৮| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩২
রাতুল_শাহ বলেছেন: আরও অনেক নাম আছে।
আরিয়ানা
জীবনানন্দদাশের ছায়া
কাউসার রুশো
জেমস বন্ড
শাহেদ খান
পাকাচুল
পাকাচুল ভাই "অনেক হয়েছে, আর না" এই বলে ব্লগে আসেন না। সকল পোষ্ট ড্রাফ্ট করেছেন।
sumon3d
ফারজুল আরেফিন
উৎকৃষ্টতম বন্ধু
উৎকুষ্টতম বন্ধু নামের এই ব্লগার ভাইকে খুব মিস করি। কোথায় যে তিনি হারিয়ে গেলেন!!!
েমা আশরাফুল আলম
১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৩
নতুন পাঠক বলেছেন: যদি সবার তালিকা করতে যাই তবে কতগুলো জনপ্রিয় ব্লগারের নাম বের হয়ে আসবে তার হিসাব মিলানো দায় হয়ে যাবে। এসব জনপ্রিয় ব্লগাররা ব্লগ ছাড়ার পেছনে অন্যতম কারণ সামুর অযোগ্য মডু ও সঞ্চালক।
নির্বাচিত পাতায় মডুদের পা লেহনকারী তাদের খালাত ভাই , শালা , মামাত ভাই তালত ভাই ছাড়া অন্য কোন যোগ্য পোস্ট স্থান দেয়না ওরা।
পক্ষপাত দুষ্ট নির্বাচক ও মডুদের অবহেলা অপমান আর অবজ্ঞায় ব্লগ ছেড়েছে হাজার খানিক ব্লগার ।
সামু কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে আনার কোন চেষ্টা করেনি কোনদিন। পুরনো ব্লগারদের সম্মানে কেউ পোস্ট দিলে তাদের পেছনে সুকৌশলে লাগিয়ে দেওয়া সুমন করের মতো অযোগ্যদের যে কিনা জানেনা কোন পোস্টে কি মন্তব্য করতে হয়।
ব্লগটা বড় আবেগের জায়গা । ব্লগের মায়া এতো গভীর যে ইচ্ছা করলেও এরে ছাড়তে পারা যায়না।
ধন্যবাদ রাতুল । জেমস বন্ড আগে থেকেই আমার লিস্টে ছিলো । অন্য যে ব্লগারদের নাম দিয়েছেন তাদেরকে সহ পোস্ট আপডেট করা হলো।
২৯| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: নাফিস ইফতেখার
আমার খুব প্রিয় একজন ব্লগার। কিন্তু আমি ব্লগে নিক খোলার পর তাকে কখনোই দেখিনি আর ব্লগে।
১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৭
নতুন পাঠক বলেছেন: নাফিস ভাইকে আমি ভালো ভাবে চিনি। ব্যক্তি হিসেবেও তিনি যথেষ্ট ভালো একজন মানুষ। নাফিস ভাইদের মতো ব্লগাররা আর এখানে আর আসবেন না । আর নতুন করে কোন নাফিস ভাই অথবা ফিউশন অথবা দূর্যোধন কখনো সামুতে জন্ম নিবেনা।
৩০| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:০২
সেলিম আনোয়ার বলেছেন: সবাই আগেরমত একটিব হোক।
ব্লগে অহেতুক উত্তেজনা সৃষ্টিকারীরা দূরে থাকাই ভালো।
এই লিস্টের দুই একজন বাদে সবাই যথেষ্ট যোগ্যতা রাখেন ব্লগকে সামনে এগিয়ে নেয়ার।
আমি অতি সামন্য একজন মানুষ।
আমি সাধ্যমত চেষ্টা করছি।
আপনার পোস্টে অনেকে অনুপ্রাণিত হয়ে ব্লগে ফিরে আসবে এই শুভকামনা থাকলো ।
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৬
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই আমার লিস্টের দুই একজন বাদে সবার ব্যাপারে সহমত পোষণ করার জন্য।
আমিও চাই ব্লগাররা অনুপ্রাণিত হয়ে আবার ব্লগে ফিরে আসবে।
৩১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৯
তাসজিদ বলেছেন: পারফেক্ট লিস্ট ।
প্রয়োজনে সামু থেকেই তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে।
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৮
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ তাসজিদ ।
প্রয়োজনে সামু থেকেই তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে।
কিন্তু সামু কি সামুর স্বার্থে তা করতে রাজি আছে ?
৩২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪
মাওলানা সাহেব. বলেছেন: এতো সুন্দর পোস্টে সুমনকর ক্যাচাল করলো কেন ? তার নাম না দেওয়াতে তার মাথা গরম হয়েছে মনে হয়।
১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৪
নতুন পাঠক বলেছেন: আপনি ঠিক ধরেছেন । সে একজন হিংসুটে ব্লগার । ক্যাচাল করা তার স্বভাব। আমার পোস্টের ১ম মন্তব্যটি সে আক্রমনা করেছে। তাই সে জবাব ও পেয়েছে সেরকম।
ভালো সুন্দর গঠনমূলক মন্তব্য করলে জবাব ও ভালো পেতো ।
এসব সুমন কর টুমন কর এগুলোর জীবনে নামও শুনিনি । এরাই নাকি এখন সামুর মোড়ল। আমার পোস্ট মুছে দেওয়ার জন্য অনেকক্ষন থেকে কান্নাকাটি করছে ।
আমার এই পোস্ট তার সিন্ডিকেটের সকল মেম্বার রিপোর্ট করার পরও এখনো কিভাবে টিকে আছে ভেবে পাচ্ছিনা।
সামু কর্তৃপক্ষকে এক্ষেত্রে ধন্যবাদ না দিলে অন্যায় হবে। ধন্যবাদ সামু ন্যায় বিচার করার জন্য।
সে আমাকে বললেই পারতো আমি তার নাম লিস্টে দিয়ে দিতাম।
যেহেতু আমার এই পোস্টটি নির্ভেজাল ও নিরপেক্ষ তাই যাদের এই পোস্ট নিয়ে চুলকানি উঠছে বুঝতে হবে তাদের নিজেদের নাম না থাকার কারণেই ওরা আমার পেছনে লাগছে।
ওদের ব্লগে কেউ চিনেনা । আমিও চিনিনা । তা এসব ক্যাচাল পোস্ট দিয়ে সবার নজরে আসার ইন্টেনশান নিয়েই সে ক্যাচাল করছে। সুমন করকে না চেনাই কি আমার অপরাধ?
৩৩| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:২৭
নিশাত তাসনিম বলেছেন: সম্মানিত ব্লগারদের ব্লগে ফিরিয়ে আনার জন্য আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই ।
আরো কিছু ব্লগারকে তালিকাভুক্ত করতে পারেন।
১ নীল দর্পণ আপা
২কবি আলাউদ্দীন ভাই
৩ সকাল রয় ভাই
৪ মাসুম আহমেদ ভাই
৫ প্রফেসর শঙ্কু
৬ আমিনুর রহমান ভাই
৭ কুনোব্যাঙ ভাই
৮ মোঃ ইসহাক খান ভাই
৯ নেক্সাস ভাই
১০ নস্টালজিক ভাই
১১ ম্যাভেরিক ভাই
১২ ইখতামিন ভাই
১৩ মামুন ভাই
১৪ সানড্যান্স ভাই
১৫ টুম্পামনি
১৬ মুনতাসির নাফিস দ্যা এনোনিমাস
অন্যদের নাম মনে আসলে বলবো ।
১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ নিশাত আরো কিছু যোগ্য ও মেধাবী জনপ্রিয় ব্লগারের নাম সাজেস্ট করার জন্য।
সবার নাম আপডেট করা দেওয়া হলো।
৩৪| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭
খাটাস বলেছেন: লিস্টের প্রায় সবাই প্রিয় ব্লগার। সুন্দর উদ্যোগ। তবে পোস্টে সুমন দা আর বোকা ভাইএর সাথে কিছু টা উত্তপ্ত মন্তব্য বিনিময় দুঃখজনক। আমাদের মন্তব্যে আমাদের এক্সপ্রেশন সব সময় বোঝা যায় না, ফলে মন্তব্যে আন্তরিকতার প্রকাশ লেখা দিয়েই করতে হয়।
আর ব্লগার দের ব্লগ ছাড়ার কারন তো প্রিয় চেয়ারম্যান ভাই বলেই দিলেন। আপডেট চলুক।
১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
নতুন পাঠক বলেছেন: অনেক ধন্যবাদ খাটাস ভাই। সুমন করের ১৪ নম্বব মন্তব্য ভালো ভাবে পড়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন সে পোস্ট না পড়ে শিরোনাম দেখে মন্তব্য করেছে।
যারা বর্তমানে ব্লগে নিয়মিত অথবা মাঝে মাঝে ব্লগে আসেন তাদের একটা তলিকা করেছি। কিন্তু সে নিয়মিত এবং মাঝে মাঝে ব্লগে আসার মধ্যে পার্থক্য না বুঝে অহেতুক মন্তব্য করলো।
কয়েকজন ব্লগারের নামের বানান ছাড়া পোস্টে কোন ভুল না হওয়া স্বত্বেও বললো আমার পোস্টটি ভুলে ভরা।
আমার সাথে যে প্যাঁচ করছে আমি কেন তাকে সম্মান করবো ? সে কি তার বক্তব্য সুন্দর ভাবে বলতে পারতো না ?
আর বোকা মানুষের মন্তব্যের জবাব আমি মোবাইল থেকে দিয়েছিলাম। তাই বাংলিশ লিখতে হয়েছিলো।
আপনি পড়ে দেখুন তার সাথে কোন খারাপ ব্যবহার করেছি কিনা?
@ boka manush vhai@
eta ki koilen? Ami kothai apnake oniyomito te rakhlam ! Ami apnake niyomito othoba majhe majhe jara bloge ashen she talikai rekhechi. Apnar comment pore to ami speaker hoye gelam !!!
তার পর আবার বাংলায় উত্তর দেই ।
২০ নং মন্তব্যের জবাব পড়ে দেখুন।
লেখক বলেছেন: মনে করুন আপনি একটা পোস্ট দিয়েছেন । আমি আপনার পোস্টের শিরোনাম পড়ে সম্পূর্ণ পোস্ট না পড়ে একটা আন্দাজে মন্তব্য করলে এবং সে মন্তব্য টা যদি আক্রমনাত্নক হয় তখন নিশ্চয় আপনার ভালো লাগবেনা ।
আমি আমার পোস্টে সুস্পষ্ট ভাবে উল্লেখ্য করেছি যারা বর্তমানে ব্লগে নিয়মিত অথবা মাঝে মাঝে ব্লগে আসেন তাদের মধ্য থেকে তালিকায় দেওয়া জনপ্রিয় ব্লগার গুলো যদি নিয়মিত হোন (যারা বর্তমানে নিয়মিত তাদের সাথে অনিয়মিতরাও) তবে সামু ব্লগটা জমে উঠবে।
আপনি ভালো মানুষ । আমি আপনার পোস্ট পড়ি ।
আমি কি সুমন কর এর সাথে খারাপ ব্যবহার করেছি ? তিনি কি সুন্দর ভাষায় বলতে পারতেন না ব্লগারদের নামের বানান ভুল হয়েছে?
আমি যথেষ্ট সহনশীল আছি । সমস্যা নেই।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
এভাবে ভদ্র ভাবে জবাব দেওয়ার পর ও ২৫ নং মন্তব্য বোকা আবার এই মন্তব্য করেঃ
নতুন পাঠক ভাই, আপনি যে লিস্ট দিছেন সেখানে সবাইকে একসাথে গুলিয়ে গেলছেন। যাই হোক, আমার সেকেন্ড কমেন্ট ছিল মূলত সুমন কর কে করা আপানার প্রতিউত্তর সম্পর্কে। যাই হোক, আপনার প্রতিউত্তরের ধরনই বলে দেয় আপনি সমালোচনা জাতীয় কমেন্ট নিতে পারেন না। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার এই পোষ্টে এসে কমেন্ট করার জন্য। ভুল বুঝবেন না, আর ভুল হয়ে থাকলে 'আই এম সরি'।'
এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন কে ভুল আর ঠিক আপনি নিজেই বলেন।
ভালো থাকুন ।
৩৫| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৪
হাইজেনবার্গ ০৬ বলেছেন: আপনার পোস্টের সাথে সহমত জানাচ্ছি।আপনার প্রিয় ব্লগার আমার প্রিয় না ও হতে পারে।কিন্তু কিছু রিপ্লাই আপনি ধৈর্য ও বিনয়ের সাথে না দিয়ে যেভাবে দিয়েছেন তাতে আপনার উদ্দেশ্য ফরমালিনযুক্ত মনে হয়েছে।অন্য ব্লগারদের ব্লক করা দুর্বলতার লক্ষণ।
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৬
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ হাইজেনবার্গ ০৬ @ কাউকে ব্লক করা আমার ব্লগিয় অধিকার। আমি আমার ব্লগিং সিকিউর করার করা যে কোন কাউকে ব্লক করাটা যে কোন কাউকে ব্লক করা আমার ফ্রীডম ।
সুমনকর পোস্ট না পড়ে আক্রমণাত্মক মন্তব্য করতেছিল । তাই তাকে ব্লক করতে বাধ্য হয়েছি।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩৬| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৪
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আপনার পোস্ট অবশ্য ব্লগের ভালো কিছু বয়ে আনতেই এতে কোন সন্দেহ নেই কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার মতামত সবাই সাদরে গ্রহণ করবে না, সবাই স্বাধীন মতামতের দিক দিয়ে ,যার যার বিবেক বিবেচনা থেকে সে তার কথা বলবে সেখানে আপনার ভুমিকা হবে সহনশীল পর্যায়ে।আপনি প্রথমে কিছুটা রক্ষনশীল থাকলে শেষের জবাব গুলো গুছানো ছিলোনা।
আপনাকে নতুন ব্লগার বলবোনা অবশ্যই কারণ এখানে যাদের নাম আপনি তুলে ধরেছেন তারা অনেকেই অনেক পুরোনো এবং অনেকেই বহুদিন যাবৎ ব্লগে আসেনা ,আপনি যেহেতু ওনাদের নাম জানেন সেহেতু এটা পরিষ্কার আপনিও পুরোনো কেউ,তাই আপনার কাছে আমাদের ভালো কিছু প্রত্যাশা সঙ্গত।
সুমন করের মন্তব্যের জবাবে আপনাকে একটু যত্নবান হওয়া উচিৎ ছিলো,
যা হবার হলো সুমন করকে আমি একটা মন্তব্যে পোস্ট সরিয়ে নিতে অনুরোধ করেছিলাম,তিনি তা রেখেছেন, এখন আপনাকে অনুরোধ করবো এবার একটু জবাবে যত্নবান হউন,আর অহেতুক মন্তব্য এড়িয়ে চলুন।
ভালো থাকুন সব সময়
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:২০
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য এবং পরামর্শের জন্য।
৩৭| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৯
শুঁটকি মাছ বলেছেন: ভালো পোস্ট হয়েছে। তবে আমি আসার আগেই মনে হয় ব্লগের সেই ব্যাপারটা চলে গিয়েছে।
১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
নতুন পাঠক বলেছেন: আমারও মনে হয় আপনি সে সোনালী দিন গুলো মিস করেছেন। ব্লগ এখন পানসে হয়ে হয়ে গেছে ।
আপনাকে ধন্যবাদ।
৩৮| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:০৮
মনিরা সুলতানা বলেছেন: ব্লগের জমজমাট দিনগুলি মিস করি ...
১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
নতুন পাঠক বলেছেন: আমিও
৩৯| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
জুন বলেছেন: সেই স্বর্নালী দিনগুলি মিস করি।
এক এক সময় হারিয়ে যেতে চাই কিন্ত সামুর এক অমোঘ অদৃশ্য টানে আবার একএকটি হাবিজাবি পোষ্ট নিয়ে হাজির হই :#> হয়ে পড়ি মাঝে মাঝে আসা ব্লগারে :!>
সুন্দর পোষ্ট নতুন পাঠক।
+
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৮
নতুন পাঠক বলেছেন: আবার যদি সেই জমজমাট দিন গুলো ফিরিয়ে আনা যেতো । আমিও খুব মিস করি আমার প্রিয় সহব্লগারদের । যারা রাগ করে সামু ছেড়ে চলে গেছে কিংবা যারা ব্যক্তিগত ভাবে ব্যস্ত হয়ে পড়ার জন্য ব্লগ ছেড়েছিলেন তারা আবার ফিরে আসলে খুব ভালো লাগতো।
ভালো থাকবেন ।
৪০| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০২
স্বাধীনতা_bd বলেছেন: ব্লগে নতুন মন্তব্য করার মত সাহসী হতে সময় লাগবে...
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩২
নতুন পাঠক বলেছেন: মন্তব্য করতে সাহসের দরকার পড়েনা ভাই ইচ্ছা থাকলেই হয়।
৪১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৭
রাগিব নিযাম বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০
নতুন পাঠক বলেছেন:
৪২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৮
রাগিব নিযাম বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১
নতুন পাঠক বলেছেন:
৪৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩১
টুম্পা মনি বলেছেন:
নতুন গো ঈদ মোবারক। আপনিও কিন্তু অনিয়মিত।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২
নতুন পাঠক বলেছেন: আমি অনিয়মিত হলে সমস্যা নাই আমি তো সামুর স্টার ব্লগার না গো
৪৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৩
লেখোয়াড় বলেছেন:
আমাকে বাদ দিয়ে সামু ব্লগ সচল করতে চান?
আমাকে ছাড়াই সামু ব্লগ জমে উঠবে?
আপনি কল্পনা করেন কিভাবে??
বাই দ্যা ওয়ে জনপ্রিয় ব্লগারদের স্মরণ করায় আপনাকে ধন্যবাদ।
এসব নিয়ে আমার অনেক পোস্ট ছিল.......
ব্লগমাতা “জানা” আপনার কাছে বিনীত অনুরোধ, এখানে উল্লেখিত হারিয়ে যাওয়া সেরা ব্লগাদের ফিরিয়ে আনুন। আর যারা হারিয়ে যাবে তাদেরকে হারিয়ে যেতে নিষেধ করুন। ব্লগটাকে অনেক সুন্দর হতে সহায়তা করুন, প্লিজ।
যেসব গুণমুগ্ধ ব্লগারদের সবসময় খুব খুব মিস করি, নিকট ভবিষ্যতে যেসব শক্তিশালী প্রিয় ব্লগাদের মিস করবো, মানে হারিয়ে ফেলবো
যোগ করে দিলাম।
কিছু মনে করবেন না, ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৩
নতুন পাঠক বলেছেন: আমাকে ক্ষমা করবেন সম্মানিত ব্লগার লেখোয়াড়। ব্লগে অনিয়মিত হওয়ার কারণে অনেক ব্লগারের নাম ভুলে গেছি। আমি দুঃখিত
আপনার নাম আপডেট করা হলো।
আপনার দেওয়া পোস্ট গুলো পড়লাম। ধন্যবাদ আপনাকেও ।
৪৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫০
ইমরান হক সজীব বলেছেন: আমার নাম নাইক্যা :-& সব মাছের নাম আছে ইলিশ মাছের নাম নাইক্যা
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৮
নতুন পাঠক বলেছেন: ইলিশ মাচ বাংলার জাতীয় মাছ তো তাই ।
৪৬| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগ তার পুরনো রুপ ফিরে পাক, সেই কামনা রইল।
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪০
নতুন পাঠক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি দেরীতে হলেও পোস্টে আসার জন্য।
সুদক্ষ , নির্ভেজাল , নিরপেক্ষ মডারেশন ছাড়া সামু কখনো তার পুরনো রূপ ফিরে পাবেনা
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৯
ভারসাম্য বলেছেন: আমিও দেখি নিয়মিতর তালিকায় আছি!
যাই হোক, আমার মনে হয় না, সামু আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে। সমস্যাটা সম্ভবতঃ ব্লগ কর্তৃপক্ষের দিক দিয়েই।
তারপরও নূন্যতম আশাটি রেখেই পড়ে থাকি এখনো এখানে।
আপনার চেষ্টার জন্য +++ ।