![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বলগের মঢুকে আমরা সবায় চিনি। তিনি একজন ভালো মনুষ্যত্ব। আমার তাকে খুব ভাল লাগে তার নিরপেক্ষ মনোভাবের জন্য। সামুতে অনেক দরকারীঈ বিষয় এর উপর লিখা পুষ্ট স্টিকি হয়ে থাকে। আমি সেগুলো পড়ি। আজকের স্টিকি পোস্ট টি ও পড়ছি । খুব সুন্দর । বঙ্গ বন্ধুর জন্য হাহাকার করা পোস্ট পড়ে আমি শোকাহত ।
মাননীয় মডুর কাছে এবার প্রশ্ন খানা করে ফেলি। এই দেশে দুই জন নেতার কোটি অনুসারী আছেন একজন শেখমুজিবুর রহমান অন্যজন জিয়াউর রহমান। মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভুমিকা বঙ্গবন্ধুর মতো না হলেও তার যতটুকু ভুমিকা আছে তার উপযুক্ত সম্মান মর্যদা দিতে কি সামুর কোন আপত্তি আছে ? যদি না থাকে তাহলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মৃত্যু বার্ষিকীতে কোন পোস্ট স্টিকি করা হয়না কেন ?
যদি সরকারে ভয়ে না করা হয় তাহলে বলব বাকশাল নিপাত যাক আর যদি মডু ঐদিনকে গুরুত্ব না দিয়ে কোন পোস্ট স্টিকি না করেন তাহলে তার কাছে আমার প্রশ্ন কোন যুক্তিতে আপনি ওরকম একটি শোকের দিনে অন্ত একটি পোস্ট স্টিকি করেন না ? আপনি যদি আওয়ামিলীগ হোন আমার কোন প্রশ্ন নেই । আর যদি আপনি মানুষ হয়ে থাকেন তাহলে আমার প্রশ্নটির জবাব দিবেন প্লিজ।
ধন্যবাদ।
২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪০
জনতার রায় বলেছেন: উত্তর কাল্পনিক ভালোবাসা দিয়েছেন।
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮
নতুন পাঠক বলেছেন: কই আমি তো উনার মন্তব্যটি দেখতে পারছি না।
৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Moderator ke?
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮
নতুন পাঠক বলেছেন: আপনি আর কি।
৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭
যোগী বলেছেন:
প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মৃত্যু বার্ষিকীতে কোন পোস্ট স্টিকি করা হয়না কারন জিয়া একজন অবৈধ প্রেসিডেন্ট ছিল: বাংলাদেশ সুপ্রিম কোট
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪১
নতুন পাঠক বলেছেন: ভাই আপনি কি মানুষ নাকি আওয়ামীলীগ?
৫| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭
লেখোয়াড়. বলেছেন:
কোথায় ছেদ ঘরামি আর কোথায় মাঠ মারানি!!
কোথায় বঙ্গবন্ধু আর কোথায় জিয়া।
জিয়া শুধুমাত্র মুক্তিযোদ্ধা হিসেবে সন্মান পাওয়ার দাবী রাখে অন্য কোন কারনে নয়।
যারা জিয়াকে সমর্থন করে তারা হয় স্বার্থের জন্য নয় না জেনে।
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬
নতুন পাঠক বলেছেন: ভাই এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে। একুশে পদক পাওয়ার স্বপ্ন দেখেন নাকি?
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১০
নতুন পাঠক বলেছেন: পোস্টটি ১৫ বার পড়া হয়েছে কিন্তু ভিজিটর লিস্টে কারো নাম নাই । কিছু হইলো এইডা ?