নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপালের নাম গোপাল-কেনে গাই, হয় আ**! আমার অবস্থা হয়েছে তেমন। বন্ধুদের আমি সব সময়ই কঠিন মন্তব্য করি-ফলাফল-বন্ধুত্ব নষ্ট। আমার প্রোফাইল একটি রাজাকার মুক্ত স্থান। ভালবাসি জন্মভুমি বাংলাদেশ।

নতুন ছায়া পথিক

নতুন ছায়া পথিক › বিস্তারিত পোস্টঃ

শুধু একটি ধন্যবাদ।।

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯





সেদিন রাস্তা দিয়ে হেটে যাবার সময় একটি বিল বোর্ড দেখে থমকে গেলাম। আচ্ছা, ​আপনাদের কি মনে হয় না যে আমাদের ​মাঝখানে সুপার ম্যান রা আর সুপার হিরো রা বসবাস করে?​ আমি কিন্তু বিশ্বাস করি সুপার হিরো আমাদের মাঝেই আছে। সেদিন স্পষ্ট ​দেখলাম যে​ একটি ছেলে খালি হাতে হেটে যাচ্ছে​​ আর তার ঠিক পিছনে​ই​ ​একজন কঠোর ​পরিশ্রমী মানুষ যে অনেক গুলো ব্যাগ একসাথে টেনে নিয়ে যাচ্ছে। কখন কি ভেবেছেন যে তারা কোন সুপার হিরো থেকে কম নয়? তাহলে কেন এত দ্বিধা​ আমাদের তাকে​ শুধু মাত্র একটি ধন্যবাদ দিতে!



এইতো কিছুদিন আগে আমি একটি ট্যুর এর জন্য ময়মনসিংহ গিয়েছিলাম। ট্রেন থেকে নামার পরেও অনেকক্ষণ অপেক্ষা করতে হল কারন আমার সাথে অনেকগুলো ব্যাগ ছিল। আর এতগুলো ব্যাগ নিয়ে হেটে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আর আমি এমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে আমাকে সাহায্য করতে পারে। অনেকক্ষণ পার হয়ে যাবার পরে একটি লোক এসে আমাকে বলল যে সে আমার ব্যাগ গুলো নিতে আমাকে সাহায্য করবে। আমার সব গুলো ব্যাগ সে স্বেচ্ছায় নিয়ে নিল এবং আমাকে কোন ব্যাগ নিতে দিলো না।। অনেকক্ষণ হেটে ট্যাক্সি পেয়ে যাবার পরে তাকে কিছু টাকা দিয়ে ধন্যবাদ দিলাম। এখন আমার প্রশ্ন হল আপনি কি এই ধরনের সুপার হিরো কে শুধু মাত্র টাকা দিয়ে খুশি করবেন নাকি একটি ধন্যবাদ ও দিবেন যা তার প্রাপ্য?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.