নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপালের নাম গোপাল-কেনে গাই, হয় আ**! আমার অবস্থা হয়েছে তেমন। বন্ধুদের আমি সব সময়ই কঠিন মন্তব্য করি-ফলাফল-বন্ধুত্ব নষ্ট। আমার প্রোফাইল একটি রাজাকার মুক্ত স্থান। ভালবাসি জন্মভুমি বাংলাদেশ।

নতুন ছায়া পথিক

নতুন ছায়া পথিক › বিস্তারিত পোস্টঃ

আমাদের পেসার রুবেল!

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

আমাদের পেসার রুবেল যখন রবি এর নতুন অ্যাড এর জন্য সাইন করেন তখন একটু সন্দিহান ছিলাম, পারবে তো? সেদিন রবি ফেসবুক ফ্যান পেজ এ অ্যাড দেখে অবাক হলাম, যিনি অভিনয় করছেন তিনিই কি আমাদের পেয়ার রুবেল?

পুর অ্যাড দেখার পরে সন্দেহ দূর হল, আসলেই তো! এনিই তো আমাদের পেসার রুবেল। মাঠে ভালো খেলার পাশা পাশি অসম্ভব ভালো একটি অ্যাড আমাদের উপহার দিয়েছেন। আমাদের অন্যান্য স্টার ক্রিকেটার এর সাথে অ্যাড এ রুবেল এর পারফরমান্স কিন্তু দেখার মত। আপনার ও কি তাই মনে হয় না?

যাই হোক, কে কি করতে পারে এটা আসলে কখন বোঝা যায় না। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আসলে সুযোগ এর অভাবে ভালো কিছু করতে পারছেন না। আশা করি তারাও একদিন ভালো কিছু করে দেখাবে। এর সাথে রবি কে ধন্যবাদ জানাই, পেসার রুবেল কে নিয়ে এত ভালো একটি অ্যাড আমাদের উপহার দেবার জন্য। :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.