নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপালের নাম গোপাল-কেনে গাই, হয় আ**! আমার অবস্থা হয়েছে তেমন। বন্ধুদের আমি সব সময়ই কঠিন মন্তব্য করি-ফলাফল-বন্ধুত্ব নষ্ট। আমার প্রোফাইল একটি রাজাকার মুক্ত স্থান। ভালবাসি জন্মভুমি বাংলাদেশ।

নতুন ছায়া পথিক

নতুন ছায়া পথিক › বিস্তারিত পোস্টঃ

ঘুম ঘুম চোখে সকালে উঠে যদি কেউ স্বর্ণের স্বপ্ন দেখায়, ঘুম কি উড়বে না?

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

ঘুম ঘুম চোখে সকালে উঠে যদি কেউ স্বর্ণের স্বপ্ন দেখায়, ঘুম কি উড়বে না? কার কিরকম লাগবে তা জানিনা, তবে আমার ঘুম আজ উড়েছে ঠিকই। সকালে পত্রিকার পাতা খুলতেই দেখলাম রবির গোল্ড কয়েন অফার। ভাবলাম হয়তো সাধারণ কোন অফার। বিস্তারিত পড়তেই চোখ চড়কগাছ! ঘন্টায় ২টি করে গোল্ড কয়েন। ভাবা যায়? বাংলাদেশে এটিই বোধহয় কোন বড় টেলিকমিউনিকেশন ব্র্যান্ডের সবচেয়ে বড় অফার। চোখ পড়লো প্রতিদিন মোট ১৮ঘন্টায় ৩৬জন পাবেন এই গোল্ড কয়েন। একজন রবি গ্রাহক হিসেবে নিজেকে বেশ সৌভাগ্যবানই মনে হচ্ছে। অন্ততঃ একটা গোল্ড কয়েন পেলে মন্দ হবেনা।

রবির সাম্প্রতিক অর্জন এমনিতেই আমাকে একজন গ্রাহক হিসেবে নিজেকে সন্তুষ্টি প্রদান করে। আর যখন চোখে পড়ে এমন উদ্দীপক ক্যাম্পেইন তখন কিছু না বলে আসলে থাকা যায় না। সুযোগ তো এবার নিয়ে নেয়াই উচিত, তাই না?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

রক্তিম দিগন্ত বলেছেন: এই গোল্ড কয়েন পেতে যে হারে রিচার্জ করা লাগবে - সেই হিসাবে তত টাকায় বেশ কয়েকটা গোল্ড কয়েন বানানোই যাবে। ব্যবসায়িক বুদ্ধি মারাত্নক রবির।

২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

নতুন ছায়া পথিক বলেছেন: সবই কপাল! নিজের কপালকে বিবেচনায় রাখা উচিত।

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

আরণ্যক রাখাল বলেছেন: এটাও চাল| সবখানেই রক্ত চোষে ওরা| গোল্ড কয়েন দেবে আর ডায়মন্ডের টাকা তুলবে, ক্যামনে কি

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

অবিবাহিত ছেলে বলেছেন: চামে চামে রবির ব্রোকারি করলেন মনে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.