নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে "

আমি বন্য

আমি আমার মত। এলোমেলো জীবন যাপন ভালো লাগে! বদলে যাওয়া বাংলাদশের সপ্ন দেখতে ভালোবাসি।

আমি বন্য › বিস্তারিত পোস্টঃ

শুন্য হৃদপিন্ড (বান্ধবীর নাম দিয়ে লেখা কবিতা);)

২০ শে জুন, ২০১২ ভোর ৪:৫৪

আমার এক বান্ধবীর নাম দিয়ে একটা কবিতা লিখে ফেললাম (যদিও অনেক কম লিখি)অনিচ্ছাকৃত।প্রতিটি লাইনের প্রথম অক্ষর একসাথে করলে তার নাম বের হবে। ওরে অবশ্য এখনো শুনাই নি।আপ্নারা দেখুন তো কেমন হল--



"শুন্য হৃদপিন্ড"



সে কি তুমি??

ষ্ম চুম্বনের সহযাত্রী…;)

তিমিরের মাঝে জ্যোৎস্না প্লাবিত রাত্রী।।



জি এসেছি তব তোমার তরে :|

র্জরিত একবুক ভালোবাসার ঘোরে,

মেকি কান্নার বুক চিরে

রিচার্ড নিক্সন কিংবা চে’গুয়েভারা হয়ে।।B-)



মারে লও আপন করি

মিথ্যা, ন্য় তব সত্যের জয় হরি;

......

য়তো ফিরায়ে দাও আমার সেই শুন্য হৃদপিন্ড!!!”;)

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১২ ভোর ৪:৫৫

অন্ধকারের রাজপুত্র বলেছেন: সেউতি আজমেরী !! ;)

২০ শে জুন, ২০১২ ভোর ৪:৫৭

আমি বন্য বলেছেন: হ' ভাই --- সেউতি আজমেরি আমিন ।। ;) ;)

২| ২০ শে জুন, ২০১২ ভোর ৫:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রচেষ্টা অব্যাহত থাকুক ;)

২০ শে জুন, ২০১২ ভোর ৫:০৮

আমি বন্য বলেছেন: ধইন্যা
প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টায় থাকবো ;)

৩| ২০ শে জুন, ২০১২ ভোর ৫:০৬

আমি কানিজ বলেছেন: কি প্রেম এ পড়েছেন নাকি?? :-B

২০ শে জুন, ২০১২ ভোর ৫:১০

আমি বন্য বলেছেন: না না,সব কাল্পনিক
তবে এই নামে ফ্রেন্ড আছে ;)

৪| ২০ শে জুন, ২০১২ দুপুর ১২:৫১

আর.হক বলেছেন: সুন্দর

৫| ২০ শে জুন, ২০১২ রাত ১০:৪৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: করছেন কি ? চ্রম লিখছেন মিয়া তাও আবার নামের অক্ষর দিয়া হে হে সাব্বাশ।পোস্টে পিলাচ লন বস :)

২১ শে জুন, ২০১২ বিকাল ৩:১০

আমি বন্য বলেছেন: ধইন্যা চেয়ারম্যান সাব

আপনার মত চেয়ারম্যানের উৎসাহে টিকে আছি :D

৬| ২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: আপনে তো ভাই জিনিয়াস! গার্ল ফ্রেন্ড এর নাম দিয়ে একটা কবিতা লিখা ফেলছেন!

২৭ শে জুলাই, ২০১২ রাত ৯:৩৫

আমি বন্য বলেছেন: ভাই, লজ্জা দেন কে?? আমার শুধু ফ্রেন্ড,
তবে আপনার কম্পলিমেন্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.