![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিস-মিল্লাহির রহমানির রহীম
[পর্ব-০১]
হস্তমৈথুন(Masturbation)বা স্বমেহন বর্তমানে একটি বড় সমস্যা।ইসলামের দৃষ্টিতে এটা হারাম এবং কবীরা গুনাহ।শরীয়ত অনুযায়ী যারা হস্তমৈথুন করে তারা সীমালংগনকারী।
হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়---(১)মানসিক সমস্যা।(২)শারীরিক সমস্যা।
এপর্বে শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যে্সব সমস্যায় ভুগতে পারে তার মধ্যে একটি হল নপুংসকতা (Impotence)।[১]।অর্থাৎ ব্যক্তি যৌন সংগম
স্থাপন করতে অক্ষম হয়ে যায়।পুরুষ হস্তমৈথুন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক(Impotent)হয়ে যায়।
আরেকটি সমস্যা হল অকাল বীর্যপাত(Premature Ejaculation)।অর্থাৎ খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে।ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়।বৈবাহিক সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না।[২]। আরো একটি সমস্যা হল Temporary Oligospermia।[৩]।Oligospermia হলে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়।তখন বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ২০ মিলিয়নের কম।[২ কোটি]।যার ফলে Male infertility দেখা দেয়।অর্থাৎ সন্তান জন্মদানে ব্যর্থতার দেখা দেয়। একজন পুরুষ যখন স্ত্রী গমন করেন তখন তার থেকে যে বীর্য বের হয় সে বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ৪২ কোটির মত।
স্বাস্থ্যবিজ্ঞান মতে কোন পুরুষের থেকে যদি ২০ কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ থেকে কোন সন্তান হয় না।[৪]।অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়।Dr.Liu বলেন--
"There is a huge change in body chemistry when one
masturbates excessively" [৮]
আর শরীরের অন্যান্য যেসব ক্ষতি হয়--
১)Nervous system,heart,digestive system,urinary system
এবং আরো অন্যান্য system ক্ষতিগ্রস্ত হয় । পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ-বালাইয়ের যাদুঘর হয়ে যায়।
২)চোখের ক্ষতি হয়।
৩)স্মরণ শক্তি কমে যায়।
৪)মাথা ব্যথা হয় ইত্যাদি আরো অনেক সমস্যা হয় হস্তমৈথুনের কারণে।
৫)আরেকটি সমস্যা হল Leakage of semen।অর্থাৎ সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়।ফলে অনেক মুসলিম ভাই নামায পড়তে পারেন না।মহান আল্লাহ্ তা'আলার স্মরণ থেকে মুসলিমদের দূরে রাখে হস্তমৈথুন।
আর কোন নারী যখন স্বমেহন বা হস্তমৈথুন করে তখন তার
Hymen(fold of mucous membrane partly closing
the vagina in a virgin) break
হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।অর্থাৎ তার কুমারীত্ব(Virginity)হারানোর সম্ভাবনা বেড়ে যায়।
অনেকে স্বমেহন করতে গিয়ে কুমারীত্ব হারিয়ে ফেলে।
ফলে তার বিয়ে করতে সমস্যা হয়।বিয়ের পর স্বামী তার এ অবস্থা দেখে তাকে সন্দেহ করে তালাক দেয়।তাই হস্তমৈথুন নারীদের অনেক বড় সমস্যার সৃষ্টি করে।[আরো অনেক সমস্যা আছে বিস্তারিত আলোচনা করলাম না।]
এখন একটু ভিন্ন প্রসংগে আসি।মিসরীয় ফারাওদের আনুষ্ঠানিকভাবে নীল নদে হস্তমৈথুন করতে হত।[৬]
এখন আধুনিক ফারাওদের কথা বলি,
২০০৭ সালে যুক্তরাজ্যের মানুষের মাঝে করা একটি জরিপে দেখা যায় ১৬ থেকে ৪৪ বছরের মধ্যে ৯৫% পুরুষ ও ৭১% নারী তাদের জীবনের যে কোন সময়ে অন্তত একবার হস্তমৈথুন করেছে।২০০৯ সালে নেদারল্যান্ড অন্যান্য ইউরোপীয় দেশের সাথে যুক্তরাজ্যেও বয়সন্ধিকালীন ছেলে-মেয়েদের হস্তমৈথুন করার জন্য উৎসাহ প্রদান করা হয়।[৬]।হস্তমৈথুন একটি ভাল অভ্যাস বলে তারা প্রচার করছে।
কারণ?কারণ হল ব্যবসা।হস্তমৈথুনের সাথে পর্ণোগ্রাফির খুব ঘনিষ্ঠ সম্পর্ক।জুতার সাথে মোজার,চায়ের সাথে বিস্কুটের,কাগজের সাথে কলমের যে রকম ঘনিষ্ঠ সম্পর্ক হস্তমৈথুনের সাথে পর্ণোগ্রাফিরও
সেরকমই সম্পর্ক।পর্ণোগ্রাফির ব্যবসা হল কোটি কোটি টাকার ব্যবসা।
পশ্চিমারা যদি হস্তমৈথুনের অপকারিতা মানুষের কাছে তুলে ধরে তাহলে তাদের কোটি কোটি টাকার ব্যবসার ক্ষতি হবে।কারণ তখন হস্তমৈথুনের হার কমে যাবে।পর্ণো সিডি,ম্যাগাজিন,Sex Toy, Sex Doll,এর বিক্রি ব্যাপকভাবে কমবে।এজন্য তারা হস্তমৈথুনের কোন অপকারিতা নেই বলে অপপ্রচার চালাচ্ছে।তারা সমকামিতা বৈধ করেছে।সমকামিতার মত হস্তমৈথুনের অপকারিতাকেও তারা এড়িয়ে চলছে।
অন্য ধর্ম এ সম্পর্কে কি বল?
হিব্রু এবং খ্রিস্টান বাইবেল হস্তমৈথুনের ব্যাপারে চুপ।[৮]
হিন্দু ধর্মে হস্তমৈথুন নিষিদ্ধ নয়।বরং কামসূত্র বইয়ে হস্তমৈথুনের বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে।[৮]
যাই হোক,আমার মুসলিম ভাই-বোনেরা হস্তমৈথুন নামের এই যৌন বিকৃতি থেকে দূরে থাকুন।মহান আল্লাহ্ তা'আলাকে ভয় করুন।আপনার বন্ধু-বান্ধবীদের এই ব্যাপারে সচেতন করুন।এই ব্যাপারে আলোচনা করুন।
এই সামাজিক সমস্যা দূর করুন।সব শেষে একটি হাদীস শেয়ার করছি।
রসূলুল্লাহ্ (সঃ) বলেছেন--
"যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস (জিহ্বার) এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস (যৌনাঙ্গের) নিশ্চয়তা (সঠিক ব্যবহারের) দেবে আমি তার বেহেশতের নিশ্চয়তা দিব।"(বুখারী ও মুসলিম)
And Allah Knows best.
জাজাকাল্লাহু খাইরান।[শব্দ ব্যবহারে কোন ভুল হলে আমি দুঃখিত]
তথ্যসূত্রঃ-
[১]Dr.Sayeed Ahmad
লিঙ্ক এখানে
[২]লিঙ্ক এখানে
[৩]Dr.Lounge
[৪]ডাঃহেমায়েত
[৫]Dr.Sayeed Ahmad
লিঙ্ক এখানে
[৬]লিঙ্ক এখানে
[৭]লিঙ্ক এখানে
[৮]লিঙ্ক এখানে
Courtesyঃঃ Heart Of Muslims
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:১৯
আমি বন্য বলেছেন: কি বল্লেন বুঝলাম না??? বোঝা যাচ্ছে না।
বুঝায় কন !!
২| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:১২
কলির কৃষ্ণ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার জকরার জন্য ধন্যবাদ।
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:১৬
আমি বন্য বলেছেন: ভালই জোক করলেন।
তবে আমাদের নিজেদের ভালোর জন্য এ থেকে বিরত থাকতে হবে।
৩| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:১৪
রাকীব হাসান বলেছেন: কলির কৃষ্ণ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার জকরার জন্য ধন্যবাদ।
৪| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২০
রঙ্গীন প্রজাপতি বলেছেন: খুব ভাল পোস্ট। তবে এ ব্যাপারে বাবা মাকেও যত্নবান হতে হবে, তাদের দায়িত্ব সঠিক সময়ে পালন করতে হবে, সেটা হল যত দ্রুত সম্ভব ছেলে মেয়েকে বিয়ে দেয়া।
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২৫
আমি বন্য বলেছেন: ঠিক বলেছেন। আমাদের এখনকার আধুনিক বাবা-মা রা এ ব্যাপারে উদাসীন।
ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদের যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেয়া উচিত।
৫| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২৩
হাসান মাহবুব বলেছেন: রাকীব হাসান বলেছেন: কলির কৃষ্ণ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার জকরার জন্য ধন্যবাদ।
৬| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২৩
আলোকন বলেছেন: +++
৭| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২৫
মামদোভুত বলেছেন: অতিরিক্ত masturbation করা ভাল নয়।
নির্দিষ্ট সীমার মধ্যে করলে এতে ক্ষতিকর কোনো কিছু নেই।
অকাল বীর্যপাত এর সাথে এর কোনো সম্পর্ক নেই। অকাল বীর্যপাত হয় সাধারণত মানসিক টেনশনের কারণে।
।Dr.Liu বলেন-- ব্লা... ব্লা... ব্লা...
উনি শেষে excessively শব্দটি যোগ করেছেন।
যার অর্থ "অতিরিক্ত।"
চোখের ক্ষতি, স্মরণশক্তি কমে যাওয়া এসবই ফালতু কথা।
এগুলো ৫০/৬০ বছর আগে ভাবা হত। কিন্তু বিজ্ঞানীরা অনেক গবেষণার পর দেখেছেন যে masturbation শরীরে কোনো প্রভাব ফেলে না।
তার কুমারীত্ব(Virginity)হারানোর সম্ভাবনা বেড়ে যায়।
masturbation কিন্তু হাইমেন না ভেঙ্গেও করা যায়! orgasm পেতে হলে হাইমেন ভাঙ্গা জরুরী নয় মোটেও।
"বিয়ের পর স্বামী তার এ অবস্থা দেখে তাকে সন্দেহ করে তালাক দেয়।"
বেকুবরাই একমাত্র একাজ করতে পারে। হাইমেন বিভিন্ন কারণে ছোটবেলাতেই ভেঙ্গে যেতে পারে। যেমনঃ সাইকেল চালানো, দৌড় ঝাপ করা, এক্সিডেন্ট ইত্যাদি।
masturbation নিষিদ্ধ হলে ধর্ষণের সংখ্যা কত বেড়ে যেত জানেন?
১৪৫০ বছর আগে ইসলামে বাল্যবিবাহ নিষিদ্ধ ছিল না। যার কারণে ছেলে-মেয়ে উভ্যেই কম বয়সে বিয়ে করতে পারতো। কিন্তু এখন বিভিন্ন কারণে সেটা সম্ভব নয়। অতএব, এটাই অনেকের ভরসা।
"হস্তমৈথুন নামের এই যৌন বিকৃতি থেকে দূরে থাকুন।"
এটা স্বাভাবিক যৌনাচার, মানসিক বিকৃতি নয়।
দু'দিন পরপর মাঝরাতে বিছানা নোংরা করার চেয়ে আগে থেকেই ব্যবস্থা নেওয়া ভাল নয় কি?
২৩ শে জুন, ২০১২ দুপুর ২:১০
আমি বন্য বলেছেন:
আপনি যদি মুসলিম হন তবে অবশ্যি আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে কেননা আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন।
অকাল বীর্যপাত অবশ্যই এটার কারনে হয়,মানসিক টেনশনের কারণেও হয়। তবে অতিরিক্ত masturbation এর কারনে বেশি হয়।
আর এর শরীরের প্রতি খারাপ প্রতিক্রিয়া আছে। চোখের ক্ষতি, স্মরণশক্তি কমে এগুলো তো হয়ই আরো সমস্যা হতে পারে । নিচের লিঙ্ক দেখেন
এখানে যান
আর আপনি যে বললেন এটা অনেক আগের কথা, এখনকার scientist রা কি বলে, তারাও এ ব্যাপারে একমত এটা সাভাবিক ভাবে হওয়া শরীরের জন্য ভাল।
এখানে কিন্তু বলা হই নি কুমারীত্ব(Virginity) নষ্ট হয়ে যাই। বলা হয়েছে হারানোর সম্ভাবনা বেড়ে যায়।
masturbation নিষিদ্ধ হলে ধর্ষণের সংখ্যা কি আর বাড়বে, এখন কি কম আছে। খারাপ জিনিস দেখে, কল্পনা করে masturbation করার কারনে তাদের মানসিক অবনতি হচ্ছে। সেতাও কিন্তু ধর্ষকের সংখা বাড়াচ্ছে।
এটা মানুষের মানুষিক বিকৃতি বাড়াচ্ছে, কখনো এটা সাভাবিক যৌনচার হতে পারে না।
মুছে ফেলুন
৮| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩১
ভাবুক আমি বলেছেন: @মামদোভুত Great!!! thanx for giving right information.
৯| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩৪
পাগলমন২০১১ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: রাকীব হাসান বলেছেন: কলির কৃষ্ণ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার জকরার জন্য ধন্যবাদ।
১০| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩৭
স্ক্রু বলেছেন: পাগলমন২০১১ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: রাকীব হাসান বলেছেন: কলির কৃষ্ণ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার জকরার জন্য ধন্যবাদ।
১১| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মামদোভুতরে প্লাস। আর লেখকরে মাইনাস! :#
১২| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩৯
নতুন বলেছেন: মামদোভুত বলেছেন: অতিরিক্ত masturbation করা ভাল নয়।
নির্দিষ্ট সীমার মধ্যে করলে এতে ক্ষতিকর কোনো কিছু নেই।
অকাল বীর্যপাত এর সাথে এর কোনো সম্পর্ক নেই। অকাল বীর্যপাত হয় সাধারণত মানসিক টেনশনের কারণে।
।Dr.Liu বলেন-- ব্লা... ব্লা... ব্লা...
উনি শেষে excessively শব্দটি যোগ করেছেন।
যার অর্থ "অতিরিক্ত।"
চোখের ক্ষতি, স্মরণশক্তি কমে যাওয়া এসবই ফালতু কথা।
এগুলো ৫০/৬০ বছর আগে ভাবা হত। কিন্তু বিজ্ঞানীরা অনেক গবেষণার পর দেখেছেন যে masturbation শরীরে কোনো প্রভাব ফেলে না।
তার কুমারীত্ব(Virginity)হারানোর সম্ভাবনা বেড়ে যায়।
masturbation কিন্তু হাইমেন না ভেঙ্গেও করা যায়! orgasm পেতে হলে হাইমেন ভাঙ্গা জরুরী নয় মোটেও।
"বিয়ের পর স্বামী তার এ অবস্থা দেখে তাকে সন্দেহ করে তালাক দেয়।"
বেকুবরাই একমাত্র একাজ করতে পারে। হাইমেন বিভিন্ন কারণে ছোটবেলাতেই ভেঙ্গে যেতে পারে। যেমনঃ সাইকেল চালানো, দৌড় ঝাপ করা, এক্সিডেন্ট ইত্যাদি।
masturbation নিষিদ্ধ হলে ধর্ষণের সংখ্যা কত বেড়ে যেত জানেন?
১৪৫০ বছর আগে ইসলামে বাল্যবিবাহ নিষিদ্ধ ছিল না। যার কারণে ছেলে-মেয়ে উভ্যেই কম বয়সে বিয়ে করতে পারতো। কিন্তু এখন বিভিন্ন কারণে সেটা সম্ভব নয়। অতএব, এটাই অনেকের ভরসা।
"হস্তমৈথুন নামের এই যৌন বিকৃতি থেকে দূরে থাকুন।"
এটা স্বাভাবিক যৌনাচার, মানসিক বিকৃতি নয়।
দু'দিন পরপর মাঝরাতে বিছানা নোংরা করার চেয়ে আগে থেকেই ব্যবস্থা নেওয়া ভাল নয় কি?
২৩ শে জুন, ২০১২ দুপুর ২:০৮
আমি বন্য বলেছেন: আপনি যদি মুসলিম হন তবে অবশ্যি আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে কেননা আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন।
অকাল বীর্যপাত অবশ্যই এটার কারনে হয়,মানসিক টেনশনের কারণেও হয়। তবে অতিরিক্ত masturbation এর কারনে বেশি হয়।
আর এর শরীরের প্রতি খারাপ প্রতিক্রিয়া আছে। চোখের ক্ষতি, স্মরণশক্তি কমে এগুলো তো হয়ই আরো সমস্যা হতে পারে । নিচের লিঙ্ক গুলিতে দেখেন
এখানে যান
আর আপনি যে বললেন এটা অনেক আগের কথা, এখনকার scientist রা কি বলে, তারাও এ ব্যাপারে একমত এটা সাভাবিক ভাবে হওয়া শরীরের জন্য ভাল।
এখানে কিন্তু বলা হই নি কুমারীত্ব(Virginity) নষ্ট হয়ে যাই। বলা হয়েছে হারানোর সম্ভাবনা বেড়ে যায়।
masturbation নিষিদ্ধ হলে ধর্ষণের সংখ্যা কি আর বাড়বে, এখন কি কম আছে। খারাপ জিনিস দেখে, কল্পনা করে masturbation করার কারনে তাদের মানসিক অবনতি হচ্ছে। সেতাও কিন্তু ধর্ষকের সংখা বাড়াচ্ছে।
এটা মানুষের মানুষিক বিকৃতি বাড়াচ্ছে, কখনো এটা সাভাবিক যৌনচার হতে পারে না।
১৩| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩৯
মিনহাজুল হক শাওন বলেছেন: দু'দিন পরপর মাঝরাতে বিছানা নোংরা করার চেয়ে আগে থেকেই ব্যবস্থা নেওয়া ভাল নয় কি?
১৪| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩৯
মামদোভুত বলেছেন: ভাই, আমার প্লাসের দরকার নেই।
সত্যটা সবাই জানুক, এটাই আমি চাই।
আর এই লেখাটা আমি অন্তত আরো ১০/১২ টা জায়গাতে দেখেছি!
২৩ শে জুন, ২০১২ দুপুর ২:১১
আমি বন্য বলেছেন: দেখতেই পারেন ।আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি।
১৫| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৪১
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
১৬| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৪৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনার চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত ভাই।
১৭| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৪৫
শিপন মোল্লা বলেছেন: সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়।ফলে অনেক মুসলিম ভাই নামায পড়তে পারেন না।মহান আল্লাহ্ তা'আলার স্মরণ থেকে মুসলিমদের দূরে রাখে হস্তমৈথুন।
২৩ শে জুন, ২০১২ দুপুর ২:১২
আমি বন্য বলেছেন: সহমত
১৮| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৪৬
সাবু ছেেল বলেছেন: মাশাআল্লাহ,ভালো পোস্ট হয়েছে।অভিনন্দন আপনাকে।
১৯| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৪৭
সত্যচারী বলেছেন: আপনি বললেন "এজন্য তারা হস্তমৈথুনের কোন অপকারিতা নেই বলে অপপ্রচার চালাচ্ছে।তারা সমকামিতা বৈধ করেছে।সমকামিতার মত হস্তমৈথুনের অপকারিতাকেও তারা এড়িয়ে চলছে।"
মানে পশ্চিমারা এর অপকারিতার বিষয় জনসম্মুখে প্রচার করাটা এড়িয়ে যায়।
কিন্তু আপনার পোষ্টের রেফারেন্সতো সব ওখান থেকেই।
আর হস্তমৈথুন না করা মাদ্রাসার হুজুরদের দেখেও কিছু শেখেন নি??
২০| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৫১
টিং টিং বলেছেন: মামদোভুত--- আপনি কিছু কিছু কথা ভালো বলেছেন........আর কিছু ফালতু
২১| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৫১
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
২২| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৫২
মেজর জেনারেল বলেছেন: ভালো...রেফারেন্স দিয়া ভালোই লেখছেন।
২৩| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৫৯
লিঙ্কনহুসাইন বলেছেন: মামদোভুত ফাটাইয়া দিছে
২৪| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:১০
সায়েদ রিয়াদ বলেছেন: মামদোভুত বলেছেনঃ দু'দিন পরপর মাঝরাতে বিছানা নোংরা করার চেয়ে আগে থেকেই ব্যবস্থা নেওয়া ভাল নয় কি?
এই পোস্ট সকালে দেখসি লেখক কি বিবাহিত ?
২৫| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:১৪
টাক্কা বলেছেন: ১৬ নং এর উত্তরে লেখক বলেছেন -
লেখক বলেছেন: আপনি যদি মুসলিম হন তবে অবশ্যি আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে কেননা আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন।
কোথায় নিষেধ করেছেন ? দয়া করে রেফারেন্স দিবেন।
২৬| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:২১
নতুন বলেছেন: ভাই আপনার ইন্টারনেটে আ্সার দরকার কি বুঝলাম না....
কারন কোন কিছু জানার প্রতি আপনার তো আগ্রহ নেই... সব পুরানো কিতাবে আছে... তা পড়লেই তো হয়...
আর পুরুষ মানুষ হইয়া যদি আপনি বলেন যে আপনি হস্তমৈথুন করেন না... তাহলে আপনাকে ডাক্তার দেখানোর পরামশ` দেবো...
হস্তমৈথুন খুবই একটা সাধারন ঘটনা... পুরুষ মাত্রই করে থাকে...
৯৫% ভাগ ছেলেরাই করে থাকে....
গুগুলে একটু খুইজা দেখেন... তার পরে এইসব কিছু পুষ্টাইন..
ধন্যবাদ...
http://en.wikipedia.org/wiki/Masturbation উইকিপিডাতে দেখেন আরো বিস্তারিত জানতে পারবেন..
২৭| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:২৬
অদম্য১২৩৪ বলেছেন: @ লেখক, হস্তমৈথুনের ব্যাপারে দুনিয়ার তাবত জ্ঞান আপনি ছাড়া আর কারো নাই । তাই আপনাকে হস্তমৈথুন সম্রাট উপাধি দেওয়া হোক
২৮| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:৩১
কান্টি টুটুল বলেছেন:
কিযে কন না........
আপনে শুধু খারপ দিকটাই দেখলেন,ভাল দিকটা চোখে পরে না
এই জিনিস মানুষের কল্পনা শক্তি শত,সহস্র গুন যে বাড়াইয়া দেয় সেইটাতো বল্লেন না,
আহা কত জন না জানি কত নায়িকারে শয্যা সঙ্গি করতে পারতেছে স্রষ্টার এই মহান দয়ার কারণে,কোন কৃতজ্ঞতা নাই......
আহা সেইসব দিনের কথা কি ভোলা যায়
২৯| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:৩২
টিকেটার বলেছেন: হুম তোরা ডেইলি পাচবার কৈরা হাত মার , বিয়া কইরা ডাক্তারের কাছে দৌড়া
৩০| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:৩২
অবাক েরাবট বলেছেন: "যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস (জিহ্বার) এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস (যৌনাঙ্গের) নিশ্চয়তা (সঠিক ব্যবহারের) দেবে আমি তার বেহেশতের নিশ্চয়তা দিব।"
(বুখারী ও মুসলিম)
সত্য এবং নির্ভূল ।
৩১| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:৪৩
মিলু বলেছেন: বিয়েও তাড়াতাড়ি দিবে না, হস্তমৈথুনও করা যাবে না, বিছানা ভিজালেও সমস্যা, পোলাপাইন যাইব কোনদিক?
কোনদিন আবার বইলা বসে, খাড়াইলেও গুনাগার হইতে হবে, কারন, খাড়ান মানে মাথায় অশ্লীল চিন্তা আইতাছে!
৩২| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:৪৯
তাশা বলেছেন: ভাইজান বোধয় কোরআন ভালো কইরা পড়েন নাই............ হাদীস নিয়াই কাজকারবার............... আপনেরে একটা লিঙ্ক দেই............ একটু পইড়া আসেন........... উপকার হবে............... Click This Link
আর আরেকটা লিঙ্ক, মানে একটা পিডিএফ বই দেই............ পড়ে অবশ্যই উপকার পাবেন.............. http://www.bcps.org.bd/publication/2011/Sexual myths of males-Md. Zahir Uddin.pdf
৩৩| ২৩ শে জুন, ২০১২ দুপুর ২:৫৮
টাক্কা বলেছেন: সরাসরি কোথাও এরকম হারাম বলা নেই। আপনি যে লিংক দিয়েছেন সেখানে সুরা মুমিনুন এর ৫ থেকে ৭ আয়াতের যে রেফারেন্স টানা হয়েছে সেখানে মাস্টারবেশনের কথা কোথাও নেই। আপনি listen2quran.com এ গিয়ে ল্যাংগুয়েজে বাংলা সিলেক্ট করে আর সুরা আল মুমিনুন (চ্যাপ্টার ২৩) এর ৫ থেকে ৭ আয়াতের অর্থ দেখে নিতে পারেন।
৩৪| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:০৭
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: কািন্ট টুটুল বলেছেন:
কিযে কন না........
আপনে শুধু খারপ দিকটাই দেখলেন,ভাল দিকটা চোখে পরে না
এই জিনিস মানুষের কল্পনা শক্তি শত,সহস্র গুন যে বাড়াইয়া দেয় সেইটাতো বল্লেন না,
আহা কত জন না জানি কত নায়িকারে শয্যা সঙ্গি করতে পারতেছে স্রষ্টার এই মহান দয়ার কারণে,কোন কৃতজ্ঞতা নাই......
আহা সেইসব দিনের কথা কি ভোলা যায়
৩৫| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:১৩
মামদোভুত বলেছেন: লেখক বলেছেন:
আপনি যদি মুসলিম হন তবে অবশ্যি আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে কেননা আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন।
ধর্মের জন্য মানুষ নয়, মানুষের মঙ্গলের জন্যই ধর্ম।
হাদীসে হিল্লা বিয়ে হালাল করা হয়েছে, দাসীদের সাথে সেক্স করার কথা বলা হয়েছে- আপনি কি এটা করবেন?
আল্লাহ্ তা'আলা মানুষকে বিবেক-বুদ্ধি দিয়েছেন যাতে মানুষ সেটা কাজে লাগায়।
আপনার লিংক দেখার কোনো ইচ্ছে আমার নেই।
কারণ, আল্লাহ্ তা'আলা আপনার অন্তরে মোহর মেরে দিয়েছেন। কোন কথাই এখন আপনি বুঝবেন না।
এখন আমি যদি "টমসম বেগমের" ফেইসবুক প্রোফাইল থেকে সূচির ইসলাম গ্রহণের কথা বলি, সবাইতো আমাকে পাগলই বলবে, তাই নয় কি?
masturbation নিষিদ্ধ হলে ধর্ষণের সংখ্যা কি আর বাড়বে, এখন কি কম আছে। খারাপ জিনিস দেখে, কল্পনা করে masturbation করার কারনে তাদের মানসিক অবনতি হচ্ছে। সেতাও কিন্তু ধর্ষকের সংখা বাড়াচ্ছে।
এখনই এত বেড়ে আছে। এতা বন্ধ করলে কি হবে একবার চিন্তা করেছেন?
এটা মানুষের মানুষিক বিকৃতি বাড়াচ্ছে, কখনো এটা সাভাবিক যৌনচার হতে পারে না।
হুজুরদের খবর মাঝে মাঝে পেপারে আসে। তারা ছেলেদের বলাৎকার করে। এতা কিন্তু এরই ফল।
৩৬| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:২০
জাহিদ নীল আকাশ বলেছেন: সবাই দলে দলে মামদোভূতের কথামতো হ্যান্ডেল মারতে থাক আর নপুংসক হইতে থাক। বিষয়টা মনে হইতেছে শেয়ালের লেজ কাটার মত, মামদোভূতেদের মতো যাদের লেজ কাটা পড়েছে তারাই এখন অন্যদের লেজ কাটার ফন্দি ফিকির করছে। সবাই সাবধান।
লেখককে ধন্যবাদ। দুষ্ট শেয়ালের কথায় ভাল কাজে ছেঁদ দিবেন না।
৩৭| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:২৪
েমা আশরাফুল আলম বলেছেন: আরে এরকম একটা বাজে ব্যাপারেও লোকে ভালো কিছু খোজে। লেখককে ধন্যবাদ এ লেখার জন্য।
৩৮| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:২৪
জিললু বলেছেন: আমার কমেন্ট মুছলেন ক্যান?
শালার জ্ঞানী...
৩৯| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:২৫
জাহিদ নীল আকাশ বলেছেন: মামদোভুত বলেছেন: হাদীসে হিল্লা বিয়ে হালাল করা হয়েছে, দাসীদের সাথে সেক্স করার কথা বলা হয়েছে- আপনি কি এটা করবেন?
ওহে ছাগল তুই এই ধরণের হাদীস কই পাইছস। শয়তানি করার জায়গা পাস না। লাইথথাইয়া তরে ব্লগের থেইক্কা বাইর করা উচিত।
৪০| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৩
মোমের মানুষ বলেছেন: ইসলামি আইন শাস্ত্রের অন্যতম কিতাব হিদায়া এর পাশ্ব টিকায় বলা হয়েছে,হস্তমৈথুন সর্ব সম্মত একটি বিকৃতি যৌনচার,এটি হারাম ,কবীরা গোনাহ। শরীর সাস্থের জন্য অপকারী।
কিন্তু তারপরও ব্যক্তি যখন যিনা-ব্যাভীচারের প্রতি প্রবল ভাবে উপক্রম হয় তখন যিনা ব্যাভিচারের থেকে মানুষকে রক্ষার জন্য হস্তমৈথুনকে কেবল সে সময়ের জন্য বৈধ বলা হয়েছে
৪১| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৪
মামদোভুত বলেছেন: জাহিদ নীল আকাশ বলেছেন: মামদোভুত বলেছেন: হাদীসে হিল্লা বিয়ে হালাল করা হয়েছে, দাসীদের সাথে সেক্স করার কথা বলা হয়েছে- আপনি কি এটা করবেন?
ওহে ছাগল তুই এই ধরণের হাদীস কই পাইছস। শয়তানি করার জায়গা পাস না। লাইথথাইয়া তরে ব্লগের থেইক্কা বাইর করা উচিত।
সহীহ মুসলিম, হাদীস ৩৪০৮, ৫ম খন্ড, পৃষ্ঠা ৭৭
"আবু সাঈদ খুদরী(রা বলেন, আমরা যুদ্ধকালিন সময়ে গনীমত হিসেবে কিছু দাসী পেয়েছিলাম। আমরা তাদের সাথে মিলিত হতাম, কিন্তু বীর্য বাইরে ফেলতাম। এরপর আমরা রাসুলূল্লাহ(সা কে এ প্রসন্গে জিগ্গেস করলাম। তিনি বললেন, কিয়ামত পর্যন্ত যে রূহ পয়দা হবার, তা অবশ্যই পয়দা হবে। "
সূরাঃ ২ আয়াত ২৩০
"তারপর যদি সে তাকে তালাক দেয় এরপর সে তার জন্য বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না সে অন্য স্বামীকে বিবাহ করে"
লাইথথাইয়া তরে ব্লগের থেইক্কা বাইর করা উচিত।
বিঃদ্রঃ ছাগুর দল এখন আমাকে "নাস্তিক" ট্যাগ দেবে!
৪২| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:১২
কান্টি টুটুল বলেছেন:
দাসীদের সাথে সেক্স করা প্রসঙ্গে আল কোরআন.........
[5] এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
[6] তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
......সুরা আল মুমিনুন
পুংমৈথুন প্রসঙ্গে আল কোরআন.........
[28] আর প্রেরণ করেছি লূতকে। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি
[29] তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছ, রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে গর্হিত কর্ম করছ? জওয়াবে তাঁর সম্প্রদায় কেবল একথা বলল, আমাদের উপর আল্লাহর আযাব আন যদি তুমি সত্যবাদী হও।
সুরা আল আনকাবুত
কিন্তু হস্তমৈথুন (masturbation) প্রসঙ্গে আল কোরআন এ সরাসরি কোন আয়াত পাইলাম না,
৪৩| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:১৭
জেমস বন্ড বলেছেন: লেখক বলেছেন : ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদের যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেয়া উচিত।
- কি আর বলব
৪৪| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:১৯
মামদোভুত বলেছেন: জেমস্বন্ড বলেছেন: লেখক বলেছেন : ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদের যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেয়া উচিত।
আর জনসংখ্যা বাড়াও!
:p
৪৫| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:২০
হাবিব০৪২০০২ বলেছেন: মিলু বলেছেন: বিয়েও তাড়াতাড়ি দিবে না, হস্তমৈথুনও করা যাবে না, বিছানা ভিজালেও সমস্যা, পোলাপাইন যাইব কোনদিক?
৪৬| ২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩০
ইকরাহি বলেছেন: স্ক্রু বলেছেন: পাগলমন২০১১ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: রাকীব হাসান বলেছেন: কলির কৃষ্ণ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার জকরার জন্য ধন্যবাদ।
৪৭| ২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
পি.এন.পি.সি বলেছেন:
হস্তমৈথুন করলে হাতের রেখা মুইচ্ছা যায়
৪৮| ২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
আশফাকুল তাপস বলেছেন: আপনি তো এর বিপক্ষে কোরান বা হাদিসের কোন শক্ত বানী দেখাতে পারলেন না।
৪৯| ২৩ শে জুন, ২০১২ রাত ৮:১০
ইকরাম উল্যাহ বলেছেন: অদম্য১২৩৪ বলেছেন: @ লেখক, হস্তমৈথুনের ব্যাপারে দুনিয়ার তাবত জ্ঞান আপনি ছাড়া আর কারো নাই । তাই আপনাকে হস্তমৈথুন সম্রাট উপাধি দেওয়া হোক
৫০| ২৩ শে জুন, ২০১২ রাত ৮:১৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: একেবারে বাজে কথা, কোন ক্ষতি হয়না।
৫১| ২৩ শে জুন, ২০১২ রাত ৮:১৯
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ইকরাম উল্যাহ বলেছেন: অদম্য১২৩৪ বলেছেন: @ লেখক, হস্তমৈথুনের ব্যাপারে দুনিয়ার তাবত জ্ঞান আপনি ছাড়া আর কারো নাই । তাই আপনাকে হস্তমৈথুন সম্রাট উপাধি দেওয়া হোক
৫২| ২৩ শে জুন, ২০১২ রাত ৮:২৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্লগে হাতি ঘোড়া না মেরে আপনার নিকটস্থ কোন আলেম এর কাছে জিজ্ঞেস করে এ ব্যাপারে মাসয়ালা শিখে নিন।
৫৩| ২৩ শে জুন, ২০১২ রাত ৮:৩৮
ফয়সাল তূর্য বলেছেন: ইকরাহি বলেছেন: স্ক্রু বলেছেন: পাগলমন২০১১ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: রাকীব হাসান বলেছেন: কলির কৃষ্ণ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার জকরার জন্য ধন্যবাদ।
৫৪| ২৩ শে জুন, ২০১২ রাত ১০:০৩
কালীদাস বলেছেন:
সময়োপযোগী ও জরুরী একটি লেখা। পড়ে ভালো লাগলো। না বললে অবিচার হবে যে, প্রকৃত মুমিন ও বিদ্ব্যান মুসলমান ছাড়া এই রকম একটি মূল্যবান পোস্ট লেখা আসলেই সম্ভব নয়। যদিও জানি নাস্তিকরা অনেক কথাই বলবে (আল্লাহ তাদের হেদায়েত করুন), কিন্তু আপনি সত্য ও আলোর পথে আছেন এটাই সবচেয়ে বড় কথা। আপনার লেখার মাধ্যমে একজন মানুষকেও যদি প্রকৃত আলোর পথে আনতে পারেন, সেটাও কম কি?
আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫৫| ২৩ শে জুন, ২০১২ রাত ১০:১৩
ভেজাল মানুষ বলেছেন: পোস্ট হিট
৫৬| ২৩ শে জুন, ২০১২ রাত ১০:২৪
মামদোভুত বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্লগে হাতি ঘোড়া না মেরে আপনার নিকটস্থ কোন আলেম এর কাছে জিজ্ঞেস করে এ ব্যাপারে মাসয়ালা শিখে নিন।
এখন সবাই জালেম হয়ে গেছে!
৫৭| ২৩ শে জুন, ২০১২ রাত ১০:৩৩
আলফা-কণা বলেছেন: pore porum
৫৮| ২৩ শে জুন, ২০১২ রাত ১১:৫৫
সাঈদ হাসান মনির বলেছেন: আপনার বয়স কত আমি জানি না। আপনি বলতে পারেন, আপনি কখনও হস্তমৈথুন করেন নি। যদি না করেন তাহলে আপনি পুরুষ না।
৫৯| ২৪ শে জুন, ২০১২ রাত ১:১৮
নতুন বলেছেন: সাঈদ হাসান মনির বলেছেন: আপনার বয়স কত আমি জানি না। আপনি বলতে পারেন, আপনি কখনও হস্তমৈথুন করেন নি। যদি না করেন তাহলে আপনি পুরুষ না।
৬০| ২৪ শে জুন, ২০১২ রাত ১:২৩
ডাইস বলেছেন: ফয়সাল তূর্য বলেছেন: ইকরাহি বলেছেন: স্ক্রু বলেছেন: পাগলমন২০১১ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: রাকীব হাসান বলেছেন: কলির কৃষ্ণ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার জকরার জন্য ধন্যবাদ।
৬১| ২৪ শে জুন, ২০১২ রাত ১:৫২
মামদোভুত বলেছেন: সাঈদ হাসান মনির বলেছেন: আপনার বয়স কত আমি জানি না। আপনি বলতে পারেন, আপনি কখনও হস্তমৈথুন করেন নি। যদি না করেন তাহলে আপনি পুরুষ না।
৬২| ২৪ শে জুন, ২০১২ রাত ১:৫৩
মামদোভুত বলেছেন: তাহলে কি "হিজড়া" বলতে চাচ্ছেন?
৬৩| ২৪ শে জুন, ২০১২ রাত ২:৩০
সাঈদ হাসান মনির বলেছেন: বুইঝা লন।
লেখক ভাইডি
এইখানে গুতা দিয়া একটা জবাব দিয়া যান।।।
৬৪| ২৪ শে জুন, ২০১২ সকাল ১০:৩০
মেহেদী_বিএনসিসি বলেছেন: ডাক্তারী যেসব ক্ষতির কথা বললেন.......সেটার যতোই তথ্যসুত্র থাকুকনা কেন......আমি বিশ্বাস করিনা.........তবে সব কথার বড় কথা হলো...........শরিয়তে নিষিদ্ধ করা হয়েছে........তাই এটা করা উচিত নয়........।
তবে সিগারেট খারাপ বলে সিগারেট না খেয়ে যদি গাঞ্জা বা হেরোইন ধরেন......তবে তো সিগারেট খাওয়াটাই বেটার........।
৬৫| ২৪ শে জুন, ২০১২ সকাল ১০:৩২
অদম্য১২৩৪ বলেছেন: @ লেখক, ভচ আপনে তো হস্তমৈথুন দিয়াই বিখ্যাত হইয়া গেলেন
৬৬| ২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৮
মুদ্রাগণক বলেছেন: ok
৬৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
নিম আল আশফাক বলেছেন: মামদোভূতের কথার সাথে আমি একমত, তবে জানতে চাচ্ছি মামদোভূত কি আ্স্তিক না নাস্তিক ?
আর লেখককে কি বলব ? আমি নিজে বেশ ধর্মভীরু, কিন্তু এই জিনিসটা আসলে INEVITABLE, WHAT MORE TO SAY ? !
৬৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০
সাদ্দাম বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/amostafabest2906best/30190493|আমার টা এখানে
আগে করা হইছিল জানতাম না তো...!
৬৯| ১৩ ই জুন, ২০১৭ ভোর ৪:৫৩
পিস মিসাইল বলেছেন: # কিছু লোক সুরা মুমিনুনের ৫-৭ নাম্বার আয়াত দলিল হিসেবে উপস্থাপন করে। কিন্তু সুরা মু'মিনুন ৫-৭ আয়াতের প্রসঙ্গ দেখলে খুব সহজেই বুঝা যায় এটা কি বলছে। এখানে বলা হয়েছে কাদের সাথে সেক্স বৈধ। উত্তর হল স্ত্রী এবং দাসি। এখনে যৌন আচরণ সম্পর্কে বলা হয় নি। বলা হয় নি হস্তমৈথুন করা যাবে কি যাবে না। মাসিকের সময় সেক্স করা যাবে কি যাবে না, এনাল সেক্স করা যাবে কি যাবে না এসব উক্ত তিন আয়াতের আলোচ্য বিষয় না। হস্তমৈথুন সম্পর্কে উক্ত তিন আয়াতে কিছুই বলা হয় নি। আয়াতের প্রসঙ্গ এবং কথা লক্ষ করুন। উক্ত তিন আয়াতের আলোচ্য বিষয় হল "কাদের সাথে সেক্স করা যাবে"। " কি ধরনের সেক্স করা যাবে" তা উক্ত তিন আয়াতের আলোচ্য বিষয় নয়।
# সুরা মুমিনুন ৫ থেকে ৭ নং আয়াতের অনুবাদ দেখে নিন-
"এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।" -কোরআন ২৩ঃ৫-৭ [অনুবাদঃ মুহিউদ্দিন খান]
# এ ব্যাপারে ডঃ বেলাল ফিলিপসও একই মত পোষণ করেছেন। তিনিও বললেন হস্তমৈথুন হারামের ব্যাপারে প্রকাশ্য কোন দলিল নেই। তবে তিনি একে মাকরুহ বলেছেন। তিনি বলেছেন এটা ভালো হলে রাসুলুল্লাহ আমাদের করতে বলতেন।
https://www.youtube.com/watch?v=n8qE2aoi9Jw
কিন্তু এখানেও কথা থেকে যায়। পাল্টা অনুরুপ যুক্তি দেয়া যায়। যেমনঃ এটা যদি খারাপ হত তবে রাসুলুল্লাহ (সঃ) নিষেধ করতেন। অন্তত অনুৎসাহিত করতেন। অথচ কোরআন হাদিসে এ ব্যাপারে কিছুই নেই। বরং এই যুক্তি বেশি শক্তিশালী। কারন ইসলামে খারাপ অর্থাৎ হারাম উল্লেখ করা হয়। হালাল উল্লেখ করা হয় না। কারন হারাম অল্প কিন্তু হালাল অগনিত। যেমন আম, কাঠাল হালাল কিন্তু দলিল নাই। শুকর হারাম দলিল আছে(মায়েদাঃ৯০)। এছাড়া স্বাস্থ্যগত ক্ষতির কথাগুলো ঠিক নয়।
# অনেক বলতে পারে রাসুলুল্লাহ সিগারেটের হারামের ব্যাপারেও কিছু বলেন নি। লক্ষণীয় রাসুলুল্লার সময় সিগারেট ছিল না। কিন্তু হস্তমৈথুন আদিকাল থেকে চলে আসছে। রাসুলুল্লাহ (সঃ) অবশ্যই এ ব্যাপারে জানতেন। জেনেও হারাম না বলার অর্থ সেটা হালাল। এছাড়া তামাদদ্রব্য ক্যান্সারের অন্যতম কারন যা সুরা বাকারার ১৯৫ নং আয়াতের প্রেক্ষাপটে হারাম সাব্যস্ত হয়।
# অনেকে বলতে পারে কোরানে সুরা নুরের ৩০-৩১ আয়াতে যৌনাঙ্গ হেফাজত করতে বলা হয়েছে। কিন্তু এর সাথে মাস্টারবেশনের কি সম্পর্ক? হস্তমৈথুনের মত গোপন আর কি আছে! আর এটা যৌন বাহিত রোগ সংক্রমন থেকে আশংকা মুক্ত। এমন কি স্ত্রীর সাথে সেক্স করলেও কিছু যৌন বাহিত রোগ ছড়ানোর আশংকা থাকে। যেমনঃ গনেরিয়া, সিফিলিস এমন কি জন্ডিস। এখন কি স্ত্রীর সাথে সেক্স হারাম বলবেন? হালাল।
# হস্তমৈথুনের সময় পরনারী কল্পনা করা হয়। স্ত্রীর সাথে সেক্স করার সময়ও পরনারীকে কল্পনা করা সম্ভব। তার মানে স্ত্রীর সাথে সেক্স করা হারাম? এছাড়া প্রবাসী যুবক তার স্ত্রীকে কল্পনা করেও হস্তমৈথুন করতে পারে।
# "যার বিয়ে করার যার সামর্থ্য নেই, সে যেন সিয়াম পালন করে"। অবিবাহিত সাহাবিরা এই উদ্দেশ্যে সিয়াম পালন করতেন এরুপ দলিল কি আছে??? সিয়ামের আরেকটি অর্থ ধৈর্য বা সংযম । অবিবাহিত সাহাবিরা ধৈর্য বা সংযম(সিয়াম) অবশ্যই পালন করতেন। সাহাবিরা এই হাদিস কিভাবে বুঝেছেন দেখুন।এছাড়া যেভাবেই ভাবেন এ হাদিস দ্বারা হারাম ফতুয়া দেয়া যায় না। এটা হালাল-হারামের মূলনীতি বিরোধী
৭০| ১৩ ই জুন, ২০১৭ ভোর ৪:৫৩
পিস মিসাইল বলেছেন: # অনেকে বলে অতিরিক্ত হস্তমৈথুন ক্ষতিকর। অতিরিক্ত ভাত খাওয়াও ক্ষতিকর। তাহলে কি ভাত হারাম?এখানে অতিরিক্ত প্রসঙ্গ আসে কি করে?
# পুরুষ হস্তমৈথুন করলে এই সেই মারাত্মক ক্ষতি হয় বলে প্রচার করা হয়। মেডিক্যাল সাইন্সে যার কোন ভিত্তি নাই।
১।অনেকে বলে হস্তমৈথুন করলে শরীরে রক্ত কমে যায়। চিন্তা করুন, এই যুক্তিতে বিবাহিত দম্পতিদের শরীরে কোন রক্তই থাকার কথা নয়। কারন হস্তমৈথুনেও শরীর থেকে একই বস্তু নির্গত হয়।
২। পুরুষ হস্তমৈথুন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক হয় এটা বহুল প্রচারিত মিথ্যাচার। মেডিক্যাল সাইন্সে এর কোন ভিত্তি নাই। নিচে উইকিপিডিয়া লিংক থেকে এ কথা যাচাই করে নিতে পারেন।
৩। হস্তমৈথুন স্বাভাবিক যৌন মিলনের স্থায়িত্ব কমায় না।- উইকিপিডিয়া
৪। মেডিক্যাল সাইন্স মতে হস্তমৈথুন স্বাস্থ্যকর।- উইকিপিডিয়া
৫।মেডিক্যাল সাইন্স মতে হস্তমৈথুন সাইকোলজিক্যালি স্বাভাবিক আচরণ।- উইকিপিডিয়া
৬। American Medical Association ১৯৭২ সালে হস্তমৈথুন স্বাভাবিক বলে ঘোষণা দিয়েছে।- উইকিপিডিয়া
৭। হস্তমৈথুন শরীরের শক্তি নিঃশেষ করে না।- উইকিপিডিয়া
৮। হস্তমৈথুন করলে প্রোস্টেড ক্যান্সারের ঝুকি কমে।নিচে ডাক্তারের ভিডিও লিংক দেখে নিবেন।
# উইকিপিডিয়া থেকে চিকিৎসা বিজ্ঞানিরা কি বলে আসুন জেনে নেই-
https://en.wikipedia.org/wiki/Masturbation#Health_effects
# দেখুন ডাক্তার কি বলে-
https://www.youtube.com/watch?v=czHow9it1Xc
সবচেয়ে ভালো আল্লাহ জানেন। যখন কোরআন হাদিসের প্রকাশ্য দলিল পাওয়া যাবে তখন সেটাই আমার মত। আমার মত কোরআন ও হাদিসের বিরুদ্ধে গেলে আমার মতকে দেয়ালে ছুড়ে মারুন।
৭১| ১৩ ই জুন, ২০১৭ ভোর ৪:৫৪
পিস মিসাইল বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:০৭
নতুন বলেছেন: বত`মানে কোন পুরুষ মানুষ াত মেরেনা... তার তো সমস্যা আছে... :-& :-& :-& :-& :-&