নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নওরিন হোসেন

লেখালেখির ইচ্ছা ছিল অনেক আগে থেকেই... সেই ইচ্ছা বাস্তবায়ন এর চেষ্টা করছি ।

নওরিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম হীন-১

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৭


গাছ হবো..
মাটি হবে আমার?
তোমার বুকে শিকড় গাথবো,
নিউরনের ন্যায় ছড়িয়ে সারা দেহে..
এইবার তোমায় ঠিকই বাধবো।

আকাশ হবো... নাহ বরং তুমিই হও!
আমি মেঘ হই...?
তোমার সবটা জুড়ে থাকবে আমার আনাগোনা ,
যখন ইচ্ছে পালিয়ে যাবো
বৃষ্টিকে করে বাহানা।

আসো দুজনে ঘর বাধি,
তুমি চাল আমি খুটি।
যেন পৃথিবীর সকল ঝড়ের বিরুদ্ধে
পরস্পর আগলে পাখি দুটি।

চলো সমুদ্র হই,
তুমি কি তবে তট?
তোমাতেই ফিরে আসবো বারে বারে
চুকিয়ে সব জোয়ার ভাটার পাট।

অবশেষে ,

সময় হলে দুজনেই সাদা পরি !
যদি মিলন বিরল হয় মাটির উপরে,
নিশ্চিত নিচে বা আকাশের পরে,
একসাথে ঘুমাবো দুই বুড়োবুড়ী।


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: কী সুন্দর প্রত্যাশা!
চমৎকার লিখেছেন!

(গাথবো এবং বাধবো শব্দে চন্দ্রবিন্দু আবশ্যক এবং সাদা পড়ি না হয়ে সাদা পরী হওয়া উচিৎ। তবে আমার ভুলও হতে পারে)

২| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৫

নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.