![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি ভালবাসা,
এক বালিশে দুই মাথা।
মাথায় মাথায় ঠোকাঠুকি,
মাঝে কিছু খুনসুটি।
ভালবাসা মেখে জ্যোসনায়
যদি এইভাবেই বয়ে যায়।,বাকিটা,
শুধুই তোমার মুখের পানে চেয়ে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৯
কালনী নদী বলেছেন: আহা সময়টা যদি হত নিরবদি, আমি শুধু তোমার মুখের পানে তাকিয়ে থাকি!!!
সুন্দর+++
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
মো: ইমরান আল হাদী বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩
ছেড়া বস্তা বলেছেন: ভালোবাসা এমনই হওয়া দরকার।