![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দিগন্ত জুড়ে সবুজ শ্যামল,
আমি বিহঙ্গ ,আমি উচ্ছল ।
করিনিতো কারও কোন ক্ষতি, কার কি আসে যায়,
আমার রাজ্যে আমি অধিপতি ।
আমার স্বপ্ন , আমার আশা,
আমার শেষ অবলম্বন, আমার ভালবাসা।
এই মেকি জগতের মাঝে খুঁজি,
মায়ের আদর মাখা ভালবাসা,
বাবার শাসনের ভয়।
ওটাই আমার জীবন, ওই জীবনের জয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪
দেবজ্যোতিকাজল বলেছেন: