![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পাহাড় হতে চাই জানো,
যেন শত বাধা আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে না পারে।
আমি সাগরের ঢেউ হতে চাই জানো,
যেন সব কিছুকে ছিন্ন করে তোমার কাছে আসতে পারি।
আমি নক্ষত্র হতে চাই জানো,
যেন সব সময় তোমাকে দেখতে পারি।
তোমাকে নিয়ে শীতের সকালে,
কুয়াশায় পেরুতে চাই গ্রামের মেঠো পথ।
নিরন্তর ভালবাসার কি শেষ হয় বলো,
সময়ের সাথে শুধুই বাড়ে কমে এই যা।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: তোপশে কি কোনো মাছের নাম?