![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাসা গ্রীন রোড এ সেন্ট্রাল হসপিটাল আর লাবেইড এর মাঝামাঝি। যেহেতু আমার বাসা ২য় তলায় সে কারনে এখানে কোন মডেম কানেক্ট করা যায়না। একমাত্র ভরশা ব্রডব্যান্ড সংযোগ ।কিন্তু কোন ভাল মানের সংযোগ পাচ্ছিনা। আপ্নারা কেউ এই এলাকা হয় থাকলে প্লীজ হেল্প করুন।
২| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩২
তিতুন বলেছেন: আপনি নির্দ্বিধায় লিংক থ্রি'র সংযোগ নিতে পারেন। ১০০০ টাকা থেকে মাসিক প্যাকেজ শুরু। এতে ৫১২ আনলিমিটের পাবেন। আমি ১৪০০ টাকার প্যাকেজ ব্যবহার করছি। ১ এমবিপিএস (১০২৪) আনলিমিটেড পাই।
লিংক থ্রি এর সবচেয়ে উল্লেখযোগ্য বেশিষ্ট্য হল, এটা ফাইবার অপটিকস এর কানেকশন সরাসরি ঘরে দিয়ে যায় (যেখানে অন্যরা ক্যাট ফাইভ কেবল ব্যবহার করে)
এতে লাইন সহজে কাটা পড়ে না। ঝড় বৃষ্টিতেও লাইন ঠিক থাকে।
ধানমণ্ডি অফিসের ফোন নম্বরঃ ৯১২৫৬৯৮
ওয়েবসাইটের ঠিকানাঃ http://www.link3.net/
সুবিধাঃ
২৪ ঘন্টা কাস্টমার কেয়ার।
লাইনে প্রবলেম হলে সাথে সাথে ইমেইলে জানানো।
ইন্টারনের স্পীড ওঠানামা করেনা।
ঝড় বৃষ্টিতে লাইন কেটে যাওয়ার কোন ঝামেলা নেই।
ডেডিকেটেড আইপি অ্যাড্রেস দেওয়া হয়।
অসুবিধাঃ
লাইন চার্জ ১০০০ থেকে ১৫০০ টাকা রাখবে।
মান্থলি চার্জ ব্যাংকে গিয়ে দিতে হয় (এবি ব্যাংক)
হোম সার্ভিস ফ্রী নয়। কোন কারণে টেকনিক্যাল সমস্যা সমাধানের দরকার হলে (যেমন লাইন এক ঘর থেকে আরেক ঘরে নেওয়া) ৫০০ টাকা ফি দিতে হয়।
একটি হাব ডিভাইস সব সময় কারেন্টের লাইনে সংযুক্ত রাখতে হয়।
উল্লেখ্য যে আমি প্রায় আড়াই বছর যাবৎ এই লাইন ব্যবহার করছি। এর আগে ঢাকা সিটি নেট এবং ঢাকা সিটি লিংক ব্যবহার করেছি কিন্তু তাদের মান ভালো নয়। এশিয়ানেট এবং মাজেদা এর লাইন মোটামুটি মানের। সুবিধা হল, এগুলোর ডাউনলোড সার্ভার আছে। (বিশেষ করে মাজেদায় ৪ এম বি পি এস স্পিডে সার্ভার থেকে আনলিমিটেড ডাউনলোড করা যায়।)
৩| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:০১
নওশিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তিতুন ভাই। আমার এখানে মাজেদা নাই। লিঙ্ক থ্রি এর সাথে কন্টাক্ট করব। এশিয়া নেট ক্যামন?
৪| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:১২
নষ্ট ছেলে বলেছেন: লিংক থ্রি নিতে পারবে বেটার।
"যেহেতু আমার বাসা ২য় তলায় সে কারনে এখানে কোন মডেম কানেক্ট করা যায়না।"
সম্ভবত এই সমস্যাটা ওয়াইম্যাক্সে হয়। থ্রিজিতে এমন হয় না। থ্রিজি ওয়াইম্যাক্স থেকে বেটার। ট্রাই করে দেখতে পারেন।
৫| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:১১
তিতুন বলেছেন: @নওশিনঃ এশিয়া নেট আমার এক বন্ধু ব্যবহার করত। কানেকশনের মান ভাল। কিন্তু কানেকশন স্পিডের তুলনায় দাম একটু বেশি। সব দিক বিবেচনায় লিঙ্ক থ্রি সাশ্রয়ী। আর লিঙ্ক থ্রি এর কিছু স্পেশাল নাইট ডাবলার প্যাকেজ আছে। এতে রাতে স্পিড দিগুন হয়ে যায়। সেগুলোও ব্যবহার করে দেখতে পারেন। প্রতি মাস অন্তর অন্তর প্যাকেজ চেঞ্জ করা যায়।
৬| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:১৪
তিতুন বলেছেন: @ নষ্ট ছেলেঃ থ্রিজি বলতে কি আপনি টেলিটক থ্রিজি বোঝাচ্ছেন? কারণ আমার জানামতে সেটাই একমাত্র থ্রিজি নেটওয়ার্ক। টেলিটক সিম কি মডেম দিয়ে ব্যবহার করে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়?
৭| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:২০
নষ্ট ছেলে বলেছেন: @তিতুন,
হ্যাঁ, টেলিটক থ্রিজির কথা বলছি। টেলিটক সিম দিয়ে মডেম ব্যবহার করে কম্পিউটারে সংযোগ দেওয়া যায়।
২৫০০ টাকা দিয়ে টেলটকের মডেম+সিম কিনতে পাবেন। সাথে ১০ জিবি ডাটা ফ্রি পাবেন (ভ্যালিডিটি ১০ দিন)
থ্রিজি রাউটার কিনে সেখানে মডেম লাগিয়ে ওয়াইফাই হটস্পট করে বাসায় সবাই শেয়ারও করতে পারবেন। বাজারে ব্যাটারী সাপোর্টেড পোর্টেবল রাউটারও পাওয়া যায় যেগুলো টেলিটক মডেম সাপোর্ট করে। আবার কিছু মাইফাই ও কিনতে পাওয়া যায় (দাম ৫০০০+ ) যেগুলোতে সরাসরি থ্রিজি সিম লাগাতে পারবেন। এবং ওয়াইফাই হটস্পট করে শেয়ার করতে পারবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৭
সুজন কবি বলেছেন: BDCOM Online Limited
Head office
RANGS Nilu Square (5th floor)
Satmosjid Road
House # 75; Road # 5/A
Dhanmondi R/A
Dhaka-1209
Bangladesh
IP Phone : +88-09666333666
Fax : +88-02-8122789
E-mail : [email protected]
Web : http://www.bdcom.com