নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতিহীন

I want to A famous writer

শেখ আব্দুল কাদের

অনেক বড় এবং খ্যাতি সম্পন্ন লেখক হতে চাই।

শেখ আব্দুল কাদের › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে এক তরুণ নাট্যকার নিখোঁজ হয়েছেন।

২১ শে জুলাই, ২০১৫ রাত ১:৫১

রোববার বেলা ৩টার দিকে রামুর পেঁচার দ্বীপ এলাকায় রেজু নদী মোহনা সংলগ্ন সমুদ্রে ফারুক হোসেন (৩৫) নিখোঁজ হন।

ফারুক নীলফামারীর পশ্চিম সৈয়দপুর এলাকার মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে।

এ নিয়ে তিন দিনে কক্সবাজারে সাগরে তিন দুর্ঘটনায় তিন জন নিহত ও চার জন নিখোঁজ হলেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন কর্মকর্তা (লিডার) মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, ফারুকসহ পাঁচ জন দুপুর দেড়টার দিকে নৌকা নিয়ে নদী ভ্রমণে বের হন।

বেলা ৩টার দিকে তারা রেজু নদীর মোহনার দিকে গেলে নৌকা থেকে ফারুক মোহনা সংলগ্ন সমুদ্রে গোসল করতে নামেন।

এ সময় অন্যরা নৌকায় থেকে গেলেও ফারুক নদীর প্রচণ্ড স্রোতে ভেসে যান।

সাজ্জাদ জানান, নিখোঁজ হওয়ার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী ও সমুদ্রের মোহনা সংলগ্ন এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেন।

পরে কক্সবাজার শহর থেকে আসা রবি লাইফ গার্ড, ইয়াছির লাইফ গার্ড ও সী-সেইভ গার্ডের কর্মীরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন।

কবি নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণের বরাত দিয়ে মারমেড ইকো রিসোর্টের জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান জানান, নির্মলেন্দু গুণের ‘কালো মেঘের ভেলা’ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্দেশক ফারুক হোসেন ও মৃত্তিকা গুণসহ পাঁচ জনের একটি দল শনিবার কক্সবাজারে ভ্রমণে এসে মারমেড ইকো রিসোর্টে ওঠেন।

দুপুরে নৌকা নিয়ে নদী ভ্রমণের এক পর্যায়ে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যান ফারুক হোসেন।

এর আগে রোববার দুপুরে উখিয়ার ইনানী এলাকায় সমুদ্রে ডুবে মারা যায় কক্সবাজার সদরের কিশোর রুবেল।

এছাড়া ঈদের আগের দিন বিকালে কক্সবাজারে সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মারা গেছেন দুই তরুণ। এছাড়া তিন জন নিখোঁজও হন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ ভোর ৫:০২

ক্যাটম্যান বলেছেন: সর্বনাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.