নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দুর্নীতিকে না বলি

আমি এক সাধারণ মানুষ

নদীর ডেও

আমি একজন সাধারণ ব্লগার

নদীর ডেও › বিস্তারিত পোস্টঃ

লৌহমানবী মার্গারেট থ্যাচার আর নেই

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

লৌহমানবী খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর নেই। হৃদরোগ আক্রান্ত হয়ে স্থানীয় সময় সোমবার সকালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।



সোমবার সন্ধ্যা ছ’টার দিকে থ্যাচারের মুখপাত্র লর্ড বেল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, “খুবই শোকের সঙ্গে জানাতে হচ্ছে যে, মার্ক ও কারোল থ্যাচার তাদের মা মার্গারেট বারুনেস থ্যাচার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ঘোষণা দিয়েছেন।”



ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন থ্যাচারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে থ্যাচারকে ‘মহান ব্রিটিশ নাগরিক’ বলে উল্লেখ করেছেন। মার্গারেট থ্যাচারের মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথও।



প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিট জানিয়েছে, রাণী মা ও প্রিন্সেস ডায়ানার মতো মার্গারেট থ্যাচারেরও সমান সম্মানজনকভাবে শেষকৃত্য সম্পন্ন হবে। তবে তাঁর (থ্যাচার) ইচ্ছে অনুযায়ী মৃত্যুর পর সম্মান জানানোর জন্য দীর্ঘ সময় ধরে লাশ হিমাগারে রাখা হবে না।

ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এক টুইটার বার্তায় ডেভিড ক্যামেরন বলেন, “এটা খুবই দুঃখের সংবাদ যে আমি যাকে শিক্ষাগুরু হিসেবে মানি সেই মার্গারেট থ্যাচার মৃত্যুবরণ করেছেন। আমরা আমাদের মহান নেতাকে হারালাম, একজন মহান প্রধানমন্ত্রী ও একজন মহান ব্রিটিশ নাগরিক ছিলেন তিনি।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.