নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is আচারের মতো ....

আমি বিবাহিত !

এন ইউ এমিল

আমি অতি সাধারণ একটি ছেলে

এন ইউ এমিল › বিস্তারিত পোস্টঃ

মামা হলাম

১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৬

ব্লাগার বন্ধুরা



আজকে আমি প্রথম মামা হলাম, সেজন্য আমি আজ অনেক অনেক বেশি খুশি।

আমার সবচেয়ে প্রিয় আমার খুব আদরের ছোট বোন এবং ভাগনী দুজনেই সুস্থ আছে আপনাদের দোয়ায় (অনেকেই আগেই দোয়া করেছিলেন)

প্লিজ আপনা সবাই আমার ছোট বোন এবং ভাগনীর জন্য দোয়া করবে।

আর হ্যা পারলে একটা নাম সুন্দর নাম দিবেন।



আর আশুন না, শিশুদের জন্য শুন্দর একটা পৃথিবি গড়ার জন্য কিছু করি?

মন্তব্য ৫১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪০

সাইমুম বলেছেন: বাংলা নাম রাখা ভালো। `সুমনা অান্তরিক' নামটি কেমন হবে?

১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৫

এন ইউ এমিল বলেছেন: সুন্দর মন যার তাইনা! অনেক সুন্দর

২| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪১

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শুভেচ্ছা। :)


মিষ্টি কই? X(

১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৬

এন ইউ এমিল বলেছেন: আশে পাসের সবাইকে খাইয়েছি, পারলে আপনাদেরও খাওয়াতাম

৩| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪১

জ্বীন বলেছেন: অভিনন্দন ।
আপনার ছোট বোন এবং ভাগনীর জন্য দোয়া রইল ।মিস্টি কই ?

নাম রাখতে পারেন তাসনুভা ।

১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৭

এন ইউ এমিল বলেছেন: আপনার দেওয়া নামটাও অনেক সুন্দর বিবেচনায় রাখলাম

৪| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪২

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বর্ষা

নামটি ভেবে দেখতে পারেন। :)

১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৭

এন ইউ এমিল বলেছেন: সত্যি অনেক বেশি কমন এবং তারচেয়েও বেশি সুন্দর

৫| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪২

তাশফী বলেছেন: মিস্টি কই

১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৮

এন ইউ এমিল বলেছেন: সত্যি সম্ভব হলে প্রত্যেক ব্লগারকে মিষ্টি খাওয়াতাম

৬| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৯

আর.এইচ.সুমন বলেছেন: নতুনের আগমনের খবর শূনে আমারও বেশ ভালই লাগছে.. আমিও মামা হয়েছি ১ বছর আগে..।
আপনার ভাগনীকে শুভেচ্ছা..।
এই নাম দুটি কেন জানি মনে আসলো.. তাই দিয়ে দিলাম...

ছোঁয়া অথবা স্পর্শ

১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৫২

এন ইউ এমিল বলেছেন: আপনার নাম দুটির মধ্যে গভির অনুভুতি রয়েছে তাই না? সুন্দর

৭| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৫১

নাজমুল হাসান বাবু বলেছেন: মিষ্টির আশা কিন্তু ছাড়ছি না। আর নামে বাঙলা এবং বাঙালিয়ানা আশা করছি। কৃষি রাখতে পারেন। অথবা স্বাধীনতা। তবে একটা কথা বলে রাখছি- আমার এক ভাগনি হয়েছিল ২৬ মার্চ ২০১০ সালে। আমাকে নাম রাখার জন্য অনুরোধ করেছিল। নাম প্রস্তাব করেছিলাম স্বাধীনতা। কেউ কিছু না বললেও কেউ মুখটা কালো না করে ছাড়েননি। হা হা হা। নামটাও রাখা হয়নি।

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:০২

এন ইউ এমিল বলেছেন: সবাইতো আর সবার অনুভুতি গুলো স্পর্শ করতে পারেনা তাই না? আপনি যেভাবে ঐ নামটাকে অনুভব করেছিলেন সবাই সেটা বুঝতে পারেনি। আমি বুঝতে পারছি।
আমার ক্ষেত্রেও আপনার মত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই নামের মর্ম আমি বুঝলেও অন্য সবাই মনে হয় বুঝবে না।

অনেক ধন্যবাদ

৮| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৫১

দুরন্ত ইসলাম বলেছেন: মামা হওয়ার জন্য অভিনন্দন। মিষ্টি সরবরাহ করুন । আর নামের জন্য ভাগ্নির মা -বাবার নাম জরুরী।

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:০৪

এন ইউ এমিল বলেছেন: অবশ্যই, আমিতো শুধু তাদেরকে পরামর্শ দিতে পারি আপনাদেরক কাছথেকে পেয়ে

৯| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৭

মুবাশ্বির বলেছেন: জুমানা-- মনি, মুক্তা।

বাবা মায়ের নামের সাথে মিল রেখে নাম রাখতে হবে- এমন কোন আবশ্যকতা নেই। সুন্দর এবং অর্থপূর্ণ নাম হলেই হলো।

অভিনন্দন আপনাকে এবং অনেক দোয়া রইল বাবুর প্রতি।

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:০৯

এন ইউ এমিল বলেছেন: সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ

১০| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:০১

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অথৈ


এটিও ভেবে দেখা যেতে পারে। :)

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:১১

এন ইউ এমিল বলেছেন: বাহ্

১১| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:০২

উল্টো মানুষ বলেছেন: আজ যে শিশু পৃথিবীর আলোই এসেছে
আমরা তার তরে
একটি সাজানো বাগান চাই।

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:১২

এন ইউ এমিল বলেছেন: অবশ্যই চাই

১২| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:০৫

জেরী বলেছেন: মামারে অভিনন্দন:)

(আরেকটা কথা ভাগ্নে-ভাগ্নীরা বড় হয়ে দুষ্টুমী করলে মামাদের নাকি মারতে হয় না। মারলে নাকি মামাদের বিয়ের সময় হাত কাঁপে) B-) B-) B-)

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:১৪

এন ইউ এমিল বলেছেন: হা হা হা


মনে থাকে

১৩| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:১২

আহমেদ রাকিব বলেছেন: ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:০৫

জেরী বলেছেন: মামারে অভিনন্দন:)

(আরেকটা কথা ভাগ্নে-ভাগ্নীরা বড় হয়ে দুষ্টুমী করলে মামাদের নাকি মারতে হয় না। মারলে নাকি মামাদের বিয়ের সময় হাত কাঁপে) B-)
---------------------------------------------------------------------------
হা হা হা হা

অভিনন্দন।

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:১৫

এন ইউ এমিল বলেছেন: আপনাকে ধন্যবাদ

১৪| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:১৬

জলপাই আলম বলেছেন: আপনার ছোট বোন এবং ভাগনীর জন্য দোয়া রইল ।মিস্টির দাওয়াত কই ?
আমি ৫ জনের মামা । বলে বোঝাতে পারব না সম্পকটা ।

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:২৪

এন ইউ এমিল বলেছেন: ধন্যবাদ

১৫| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:২৮

মিজান আনোয়ার বলেছেন: মামা হওয়ার জন্য শুভ কামনা
নাম টা রাখতে পারেন মোহাম্মদ আনাছ

১৪ ই জুন, ২০১০ দুপুর ১:৩৫

এন ইউ এমিল বলেছেন: ধন্যবাদ

১৬| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:৪৩

রাজিন বলেছেন: অনেক অভিনন্দন।

১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:০৮

এন ইউ এমিল বলেছেন: ধন্যবাদ

১৭| ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:৫৫

জিনিয়া_ইসলাম বলেছেন: হাই এমিল তোমাকে অনেক অনেক অভিনন্দন, ভাগনীর ছবি দেখাবে কিন্তু সবাইকে

১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:০৮

এন ইউ এমিল বলেছেন: ধন্যবাদ, অবশ্যই দেখাব

১৮| ১৪ ই জুন, ২০১০ দুপুর ২:২৬

ইসরা০০৭ বলেছেন: congratulations

মিস্টি খাওয়াইতে ভুলবেন না কিন্ত।আপনার ছোট বোন এবং ভাগনীর জন্য দোয়া রহিল।

১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:১০

এন ইউ এমিল বলেছেন: আপনার জন্য ধন্যবাদ রইল

১৯| ১৪ ই জুন, ২০১০ দুপুর ২:২৯

সাগর রহমান বলেছেন: অভিনন্দন

১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:১০

এন ইউ এমিল বলেছেন: ধন্যবাদ

২০| ১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:১০

কুয়াশা বলেছেন: মিষ্টি কই? X(

১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:১১

এন ইউ এমিল বলেছেন: দেখা হলে খাওয়াব একদিন

২১| ১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:২৮

গুরুজী বলেছেন: অভিনন্দন

২২| ১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:৫৪

হাসান মাহবুব বলেছেন: খুশীর খবর! মামা হওয়া খুব আনন্দের।

১৫ ই জুন, ২০১০ রাত ১২:১৯

এন ইউ এমিল বলেছেন: সত্যি ভাই অনেক বেশি আনন্দের

২৩| ১৪ ই জুন, ২০১০ বিকাল ৪:০৯

কাঠের খাঁচা বলেছেন: অভিনন্দন আপনাকে। মামা হওয়া আসলেই খুব আনন্দের একটা ব্যাপার। আফসোস কোনদিন মামা হতে পারবনা। হলে চাচ্চু হতে হবে।


ভাগ্নির নাম সাজেস্ট করলাম - জুহাইরিয়া

১৫ ই জুন, ২০১০ রাত ১২:২১

এন ইউ এমিল বলেছেন: কেন আমার সাথে কি আপনিও মামা হন নি?

আর নামটা শুনতে ভালই লাগবে কিন্তু অর্থটা কি?

২৪| ১৪ ই জুন, ২০১০ বিকাল ৫:৫৪

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমি আর আমার এক দুস্ত ঠিক কইরা রাখছি, যদি কোনদিন বিয়া করি আর আমাগো মাইয়া হয় তাইলে আমি আমার মাইয়ার নাম রাখুম বিভা(রবীন্দ্রনাথের বউঠাকুরনীর হাটের বিভা) আর দুস্তের মাইয়ার নাম রাখুম প্রভা। প্রভা-বিভা দুই বোন। আমি এই দুইটা নাম সুপারিশ কইরা গেলাম।

১৫ ই জুন, ২০১০ রাত ১২:২২

এন ইউ এমিল বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর দুইটা নামের জন্য

২৫| ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৫

অভিবাসী বলেছেন: অভিনন্দন।

১৫ ই জুন, ২০১০ রাত ১২:২৩

এন ইউ এমিল বলেছেন: ধন্যবাদ

২৬| ১৪ ই জুন, ২০১০ রাত ১১:৪৩

সায়েম মুন বলেছেন: অভিনন্দন। ছোট বোন এবং ভাগনীর জন্য দোয়া রইল ।

১৫ ই জুন, ২০১০ রাত ১২:২৩

এন ইউ এমিল বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.