নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অন্যতম

নুবাইদ ইব্রাহিম যাইন

নুবাইদ ইব্রাহিমের পাতায় স্বাগতম

নুবাইদ ইব্রাহিম যাইন › বিস্তারিত পোস্টঃ

আত্মসাক্ষাৎকার

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৪

নুবাইদ ইব্রাহিম কে?
- তোমাদের মতই একজন মানুষ।

আর যাইন?
- নুবাইদ-এর ডাকনাম।

যাইন অর্থ কি?
-সৌন্দর্য।

ও! আচ্ছা। যাইন কি দেখতে সুন্দর?
- না, তবে অসুন্দরও না।

যাইন-এর কি পরিচয়? ধর্ম কি? জাত কি? দেশ কি?
- যাইনের ধর্ম ইসলাম। জাতে বাঙ্গালী। দেশ বাংলাদেশ।

সে কেমন ধার্মিক? ধর্ম পালন করে নাকি ধর্ম-নিরপেক্ষতায় বিশ্বাসী?
- সে আল্লাহ-তে পূর্ণাঙ্গ ঈমান রাখে, কিন্তু সে কতটুকু ধার্মিক জানি না। আর সে ধর্ম-নিরপেক্ষতায় বিশ্বাসী নয়।

সে কেমন বাঙ্গালী? ভাষার প্রতি দেশের প্রতি তার ভালো বাসা কতটুকু?
- সে আর দশটা ভাষার মত বাংলাকেও একটা ভাষা হিসেবে মর্যাদা দেয়। তবে মাতৃভাষা, নিজের ভাষা হওয়ার দরুন সে এই ভাষার প্রতি ব্যাপক টান অনুভব করে। একই কথা দেশের বেলায়। মাতৃভূমি হওয়ার কারণে সে এই দেশের মাটির প্রতি টান অনুভব করে তবে সে এই দেশকে একটু বেশি ভালো বাসে এই দেশের মানুষের কারণে। একটা মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণেও এই আলাদা ধরণের ভালো বাসা কাজ করে।

সে কি জাতীয়তাবাদে বিশ্বাসী?
- না, সে জাতীয়তাবাদে বিশ্বাসী নয়। জাতিভিত্তিক বিভেদকে ঘৃণা করে।

তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কি?
-সে বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাস সেক্টরে কাজ করতে আগ্রহি।

যাইনের ভালোবাসার কেউ আছে? মানে সে কি কোনো রিলেশনে আছে?
- না, সে এরকম কোনো রিলেশনে নাই। সে মনে করে বিয়ে ছাড়া কোনো রিলেশন বৈধ হতে পারে না।

যাইন কি করতে পছন্দ করে?
- সে বই পড়তে ভালো বাসে, লিখতে ভালো বাসে.....

কি লিখতে?
- গল্প আর কবিতা লিখতে সে বেশি পছন্দ করে, সমসাময়িক বিষয় নিয়ে তার ভাবনাগুলো টুকে রাখতে ভালো বাসে। আর মাঝেমধ্যে ইতিহাস-কেন্দ্রিক লেখা লিখতে ভালো বাসে।

যাইন দেশ ও জাতির জন্য কি উপহার দিতে পারে?
- আগেও বলেছি যাইন দেশ ও জাতির মধ্যে আবদ্ধ নয়, সে যদি কিছু করতে চায়, তবে পুরো পৃথিবীর মানুষের জন্য করবে। সে তার আদর্শের জন্য কিছু করবে। সে একটি শুদ্ধ সুন্দর সমাজের স্বপ্ন দেখে। এবং সে দেশ ও জাতির মঙ্গল কামনা করে।

সে কি মুভি দেখে? তার প্রিয় মুভি কোনটি?
- একসময় প্রচুর দেখতো। এখন দেখে না বললেই চলে। তার প্রিয় মুভি ফ্রি ম্যান/হুর আদম।

সে কোন কোন সেক্টরে কাজ করতে চায়?
- সে রাজনীতি এবং সাহিত্য এই দুটি সেক্টরে অবদান রাখতে আগ্রহি। রাজনীতি দেশে প্রভাব ফেলে আর সাহিত্য প্রভাব ফেলে মানুষের মনে।

শেষ প্রশ্ন, তার মৃত্যু নিয়ে কি ভাবনা?
- সে একজন ধর্মপ্রাণ মুসলিম। তাই সে আখিরাতে বিশ্বাস রাখে। যাইন মনে করে সে ধর্মের পথে আছে, তাই সে মৃত্যু নিয়ে চিন্তিত নয়। সে যে কোনো সময়, যে কোনো অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত। সে আশা রাখে পরবর্তী জীবনে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন এবং তাকে তার উপযুক্ত প্রতিদান দিবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.