নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

বেখেয়ালি মেধাবীরা.........

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

হস্তে জ্বলন্ত ধুম্রশিখাদন্ড আর নাকে মুখে ধোয়া নিয়ে খেলায় মত্ত যুবকটা আপনার চোখে অভদ্র।
আপনাকে দেখে ঘোরের মধ্যে বসে থাকা যে যুবক সালাম দিয়ে উঠে দাঁড়ায়নি সে আপনার দৃষ্টিতে অসভ্য।
আপনি অনায়াসেই ছেলেটিকে ইতর, অভদ্র, বদমাশ, বাজে, ছোটলোক আরো অনেক বৈচিত্র্যময় বিশেষণে বিশেষায়িত করে ফেলতে পারবেন। আর আপনি আরেকটু স্মার্ট হলে ছেলেটির পরিবারকেও..........
কিন্তু আপনি আদৌ কি তার সম্পর্কে জানেন? কিংবা তার সম্পর্কে জানার মত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি আপনার জ্ঞানের ঝুলিতে আছে?
হয়তো আছে, হয়তোবা নেই।
তাহলে শোনুন, আমি এমন অনেক ছেলে দেখেছি যাদেরকে বছর পাচেক আগেও তার শিক্ষক, সহপাঠী, আত্নীয় স্বজন কিংবা সমাজের লোকজন একটুকরা হীরার খন্ড ভাবত। যার পরিচয় দিতে গিয়ে তাদের বুক গর্বে ফুলে যেত।
এমনকি আজ মাতাল অবস্থায়ও ছেলেটিকে কাছ থেকে দেখার চেষ্টা করুন আমি সিউর তার মেধা আর প্রতিভা আপনাকে তাক লাগিয়ে দিবে।
এখন প্রশ্ন হল, তাহলে আজ এদের এই অবস্থা কেন?
যতদূর বুঝি কিছু বুদ্ধিবেশ্যা, যৌন বেশ্যা, আর আপনার মত স্মার্ট লোকদের দ্বারা চালিত সমাজযন্ত্রের জন্যই আজ এদের এই অধপতন।
তবে মনে রাখবেন, এরা ঘুরে দাড়ানোর যথেষ্ট ক্ষমতা রাখে। যদি কখনো ঘুরে দাড়ায় তাহলে আপনাকেই হয়ত এদেরকে স্যার বলে এদের তর্জনীর ইশারায় রাস্তা ছেড়ে দাড়াতে হতে পারে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.