নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

কষ্টগুলোর বদলে যাওয়া ও একজনের সমাজচ্যুত হতে চাওয়া

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৭

কষ্টগুলোর বর্ণ পরিবর্তিত হয়েছে, নীল থেকে এখন বর্ণহীন, অনেকটাই সাদামাটা। তাইত এখন বারবার বুঝতে ব্যর্থ হই যে আমার আসেপাশেও কষ্টের বসবাস। প্রতিনিয়ত এরা আমাকে গার্ড অব অনার দিচ্ছে। বুঝতে পারিনা বলে দূর থেকে দাঁত খেলিয়ে হাসে।
সুখগুলোর দিকে তাকিয়ে কষ্টগুলো ভেংচি কেটে বলে, “আমরা এত কাছে আর এত তীব্র হওয়া স্বত্বেও যার কোন অনুভূতি জাগাতে বরাবরই ব্যর্থ হচ্ছি সেখানে তোদের এসে বৃথা ঢুঁ মেরে কোন লাভ নাই, যা অন্য কারো কাছে যা”। এই কথা শুনে ছোট ছোট সুখের কারণগুলোও দূর নীলিমায় হারিয়ে যায়।
আমি সেখানে নিরব দর্শক বৈ আর কিছুই নই।
আচ্ছা আমিও যে মানুষ সেটা হয়ত আমিই ভুলে গেছি সেখানে অন্যরা ভুলে যাবে এতাইত স্বাভাবিক কিন্ত প্রশ্ন হচ্ছে আমাকে কেন বুঝিয়ে দিতে হয় যে “I have lost the competence to live in this Ultra Modern Society of u”. আমিত এটাও ভুলে থাকতে চাই।
সামাজিকতার মানে যদি এরকম হয় যে, আপনাকে সমাজ প্রতিনিয়ত ধর্ষণ করবে আর আপনি সাকা চৌধুরীর প্রদত্ত ধর্ষণ তিওরি অনুসরণ করে চলবেন তাহলে আমি সে সমাজচ্যুত হতে চাই।
আমি আপনাদের এই সমাজ থেকে অনেক দূরে সরে যেতে চাই।
আমি বন্য হতে চাই।
আমাকে ক্ষমা করে দিয়ে প্রমাণ করুন আপনারা আধুনিক সমাজের অত্যাধুনিক প্রাণী(মানুষের চেয়েও বেশি কিছু)।
মন ভাল নেই বলতে গিয়ে মনে হল আমার না “মন” ই নাই।
সত্য বড়ই অদ্ভুত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.