নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

মডার্ন ভুপেন ও ব্যাকড্যাটেড নগেন

০১ লা মে, ২০১৬ রাত ১১:৩৬

নিন্ম মাধ্যমিকে যখন পড়ি তখন মানিক স্যার প্রায়শই আমাকে বলতেন, “ এই মিয়া, স্বর্ণ ডাস্টবিনে থাকলেও সেটা স্বর্ণ, আর ইমিটেশন কে সিন্ধুকে ভরে রাখলেও সেটা ইমিটেশনই রয়ে যায়।”
আর একটা কথা বলতেন এরকম “দুস্টামি করা অনেক কঠিন কাজ যেটা কেবল মেধাবিরাই করতে পারে, আর নস্টামি করা খুবই সহজ কাজ যেটা যে কেউ করতে পারে।”
আজ আমি যখন ভার্সিটিতে পড়ছি তখন এই কথাগুলোর অন্তর্নিহিত গভীর তাৎপর্যপূর্ণ অর্থগুলো বুজতেসি হারে হারে, তখন এতটা বুজতামনা । বিশেষ করে দ্বিতীয় কথাটির অর্থটা।
মেধবীরা আজ এমন এক পর্যায়ে অবস্তান করছে যে তারা দুষ্টামি নামক শব্দটাকে নষ্টামি দ্বারা হেসে খেলে প্রতিস্থাপন করে নিচ্ছে প্রতিনিয়ত।
বলে ভুপেন মানিক স্যারের সেই জামানা কি আর আছেরে? এখন এটা মডার্ন যুগ, সেই ১৯০১ সালের বেকডেটেড কথা বার্তা লিখতে তোমার লজ্জা করলনা?
আমি নগেন নিশ্চুপ, ভাবি আসলেইত ভুপেন আজ অনেক আপডেটেড ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ রাত ১১:৪৮

মোল্লা রিফাত রায়হান বলেছেন: ২য় কথাটা সুন্দর

২| ০১ লা মে, ২০১৬ রাত ১১:৫৬

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.