নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

জারণ-বিজারণ ভালবাসা (বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করা পাঠকদের জন্য)

০৩ রা মে, ২০১৬ ভোর ৫:০৩

রসায়ন বিজ্ঞানের ভাষায়,
"ইলেক্ট্রন আদানপ্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে জারণ - বিজারণ বিক্রিয়া বলে। "
আর জারণ বিজারণ যুগপৎ একসাথে ঘটে।
তাছাড়া যেকোনো বিক্রিয়া সংঘটনের প্রধান কারন, প্রতিটি মৌলিক পদার্থই চায় অষ্টক পুরণের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে।
বিক্রিয়া সংঘটনের পর যদি আরো অধিকতর শক্তিশালী জারক অথবা বিজারকের সংস্পর্শে ওই যৌগটিকে নেওয়া হয় তাহলে সেটি ভেঙে গিয়ে নতুনভাবে ওই শক্তিশালী জারকের/ বিজারকের সাথে নতুন যৌগ গঠিত হয়। আর অপেক্ষাকৃত কম শক্তিশালী জারক/বিজারক অপুর্ন অস্টক নিয়ে আবারো একা হয়ে যায়।
আবার কখনোবা রসায়নবিদরা তাদের প্রয়োজনে জোর করে জারক বিজারক গুলোকে রাসায়নিক পদ্ধতিতে আলাদা করে দেয়!
তারা(মেয়েরা) জারক, আমরা বিজারক(ছেলেরা)।
আমাদের সম্পর্ক জারণ-বিজারন বিক্রিয়া আর আমাদের বাবা - মা, সমাজব্যবস্থা হল রসায়নবিদ।
বিশ্বাস হল ভাই ??
যারা সায়েন্স পড়েছেন তাদের ভালভাবেই বুঝার কথা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:২৪

দিনাজপুরিয়া বলেছেন: ডিজিটাল উদাহরণ!! সৃজনশীলতা চমৎকার

০৩ রা মে, ২০১৬ সকাল ১১:১৬

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই, কিছুটা হলেও বুঝেছেন মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.