নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
গাণিতিকভাবে একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যাকে যোগ করে অতঃপর বিয়োগ করলে প্রথম সংখ্যাটির কোনো পরিবর্তন হয়না।
ক্লিয়ার করলে ৫৮+৯৫-৯৫=৫৮।
কিন্ত বাস্তব জীবনে কি তাই?
অসম্ভব, বিশ্বাস না হলে আপনার নিজের সাথে কাউকে যোগ(ভালবেসে) করে অতঃপর বিয়োগ (ছেকা খান) করে দেখুন কত্তবড় প্রভাব আপনার উপর পড়বে।
যোগ করার পূর্বে আপনার যা অসীম ছিল তা তাকে বিয়োগ করলে শুন্য হয়ে যাবে। আর যা শুন্য ছিল তা হয়ে যাবে অসীম ।
তাই আমার মনে হয় যোগ বিয়োগের সূত্রটা বাস্তব জীবনে এইরকম হওয়া উচিত :
x1+y-y = x2
যেখানে
x2 = infinitive when x1 was zero/close to zer
or x2 = Zero when x1 was infinitive/greater than zero
০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৫৮
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: অভিজ্ঞতা কখনো মিথ্যা বলেনা। আর সত্য ভাল মানুষের নিকট সবসময়ই সুন্দর। আপনাকে ধন্যবাদ।
২| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:১৬
তারেক ভূঁঞা বলেছেন: অসাধারন পোস্ট
০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:২৬
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ আমার জীবনোপলব্ধিকে অসাধারন বলার জন্য।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৪৭
ঝালমুড়ি আলা বলেছেন: সুন্দর বলেছেন ।