![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
অনুভূতি গুলো কি ক্লান্ত?
নাকি বিরক্ত?
গ্রামীণ মেঠো পথে গোধূলি বেলায় একাকী হেটে চলেছি বিরতিহীন। ভাল লাগছে কিনা টের পাচ্ছি না। আবার বিরক্ত লাগছে এমনটাও বলা যাচ্ছেনা।
ব্যর্থ প্রেমিক দের কি তাহলে এমনি হয়?
ব্লগ লিখছি নাকি প্রশ্নপত্র?
হাজারো প্রশ্ন আজ মনে।
আসলে সদ্য প্রেমিকার দ্বারা রিজেক্টেড হওয়া লেখকদের থেকে এর বেশি অন্তত আমি আশা করিনা।
আমার মৃতপ্রায় অনুভুতিগুলোকে জাগিয়ে তোলার কোন আয়োজন টা আমি বাকী রেখেছি?
তাতে কি?
পরাজিত অনুভূতি রা আজ হাসত ভুলে গেছে বেচে আছি শুধুইই মরিনি বলে।
০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১২
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: জ্বী ভাই আমার ও তাই মনে হয়েছিল হয়ত। আর কারণ টাও ত লিখা আছে। আসলে অনুভূতি গুলো আজ এমনি হয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:১৪
মুসাফির নামা বলেছেন: ব্লগ লিখছি নাকি প্রশ্নপত্র?মনে হল,প্রশ্ন পত্র।