নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

আমি ই ভালবাসতে পারিনি........

০৭ ই মে, ২০১৬ রাত ৮:৪১

আমার অনুভুতিগুলো জুড়ে শুধুই আমি। আর কারো স্থান নেই এইখানটাতে। কি করব বলেন?
একে একে ত রীমা, সানী, মারিয়া, রোজি সবাইকেই বিশ্বাস করলাম। বিনিময়ে কি পেলাম ওদের থেকে? এক বুক চলনা বৈ আর কিছুই এরা আমাকে দিতে পারেনি।
আসলে আমিও ভালবাসতে জানিনা এটাও মানতে হবে।
যদি ভালবাসতে জানতাম তাহলে রীমার পরে আমার জীবনে কারোরই আসার কথা ছিলনা।
কিন্তু এরা সবাই আমার জীবনে অল্প কিছুদিনের জন্য় হলেও প্রেমিকা রুপে সহাবস্থান করেছে।
আজ কেন জানি মনে হচ্ছে ব্যর্থতাটা আসলে আমার, ওদের কারোর নয়।
তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম বাকী জীবনে আর কাউকে ভালবাসি বলে ভালবাসার অপমান করবনা।
এদের সবার বিষয়েই লিখব।
তবে আজ নয়।
আজ শুধু এতটুকুই বলতে চাই, "ভালবাসা নামক তথাকথিত বস্তুটি আমার জীবনে অভিশাপ বৈ আর কিছুই নয়।"
বি: দ্র: আমি আমার জন্য লিখি তাই এখানে এসে এইসব লিখার যথার্থতা যাচাই না করলে খুশি হব।
আর হা! আমার লিখা থেকে যদি কেউ কিছু গ্রহণ করতে পারে তবে সেটা একান্তই তার ব্যক্তিগত অর্জন।
এক্ষেত্রে, সম্পুর্ন ক্রেডিট পাঠকের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.