নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

আমার জীবনের সেরা বন্ধুরা, চলুন পরিচিত হয়ে নিই....

০৯ ই মে, ২০১৬ রাত ১১:০৩

১। মৃত্যু : না আমি এখনো মরিনি। তবে জন্মের ২ বছরের মাথায় বাবাকে হারানোর পর নিয়মিত বিরতিতে হারিয়েছি, মামা (3জন) একজন আবার বন্ধু ও ছিল, নানা -নানী, দাদা, আপু ..........। তাই ইনি আমার সবচেয়ে ক্লোজ বন্ধু ।
২। অকেজো মেধা : জন্মলগ্ন থেকেই পেয়েছি অসাধারণ( :P ) মেধা বাট অকেজো (আজও আমি শুধু একরাত পড়ে পরীক্ষায় পাস করি)।
৩। অভাব : পরিচিত জনেরা জানেন। আপরিচিতদের সাথে শেয়ার করা টিক হবেনা।
৪। রাগ : আমার ইচ্ছার বিরুদ্ধে সবচেয়ে ক্লোজ বন্ধু।
৫। দুঃখ : আমার নিঃস্বার্থ বন্ধু যে জন্মের পর থেকেই নিঃস্বার্থভাবে আমার পাশে আছে।
৬। প্রেম/ভালবাসা: ছিল এখন নাই, আমাকে বর্তমান অবস্থায় নিয়ে আসার পিছনে ইনার অবদান এত্ত বেশি যে ইনি হারিয়ে যাওয়ার পর ও উনাকে ম্যানশন করতে বাধ্য হলাম।
৭। হেয়ালিপনা : ইদানিং খুব করে পাশে আছে উনি ।
৮। ব্যর্থতা : সবসময়ই পিছনে লেগে থাকে বেহায়ার মত ক্লোজ বন্ধু।
৯। হতাশা : মাঝেমাঝেইই টের পাই ও আমার কত আপন ।
১০। স্বপ্ন ও আশা : এরা দুইজনই আমাকে বাচার উৎসাহ দেয়, তাই বেচে আছি হয়ত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ওমেরা বলেছেন: আশা ও স্বপ্ন নিয়ে সুন্দর করে বাঁচুন ।

২| ২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব কিছু সহজভাবে নিয়ে ইতিবাচক হোন। দেখবেন জীবনটা বদলে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.