নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
অতি উৎসাহী উন্মাদ প্রাণীটিও জানতে ব্যর্থ হল ঘটনাটা কি ঘঠে গেল।
জীবন থেকে পাওয়া শিক্ষা “ অপমান অপেক্ষা মৃত্যু শ্রেয় আর বেশি পাওয়ার অপেক্ষায় অপমানিত হওয়ার চেয়ে কিঞ্চিত পেয়ে কেটে পড়া উত্তম”।
তাছাড়া “ বেঁচে থাকাটাই যেখানে মুখ্য ভাল থাকার কল্পনা সেখানে বিলাসিতা”।
যেমন ছিলাম, তেমন আছি আর এমনই থাকব অদুর ভবিষ্যতে।
কি পেয়েছি সেটা নিয়ে ভাবতে ভুলে গিয়ে কি দিতে পেরেছি তা নিয়ে ভাবতে শুরু করেছিলাম অনেক আগে তবে ইদানিং যেটা শিখেছি সেটা হল, কি দিতে পেরেছি তা নিয়ে ভেবে সন্তুষ্ট না হয়ে কি দিতে পারিনি তা নিয়ে হা হুতাস করে সময় কাটানো।
বিশ্বাস করুন আর নাই করুন, ইহার মধ্যে অন্যরকম অদ্ভুত এক অনুভুতি কাজ করে। নিজেকে সময় দেওয়া যায় অনেক বেশি। নতুন অনেক কিছু শিখতে পারা যায় লাগেনা কোন দীক্ষাগুরু।
আজকের লিখাগুলো আসলে আমার অনুভুতির কিঞ্চিত প্রকাশ। তাই লিখাগুলোও আশা করি অদ্ভুতই মনে হবে।
হিসেবের খাতায় স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি পৃথিবীকে কিছুই দিতে পারিনি, তাই পৃথিবী আমাকে মনে রাখবেনা এবং এতে আমার অনুতপ্ত হওয়ারও কোন ইচ্ছা নাই কেননা ওই সকল মানবীয় অনুভূতি অনেক আগেই হারিয়ে ফেলেছি।
ভালভাবে ভাল থাকুক ভাল পৃথিবীর ভাল মানুষগুলো, ভাল পরিবেশে ভাল মানুষদের সাথে নিয়ে…….
নিজেকে সময় দিতে গেলাম।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৩২
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: এই সকল অনুভূতি অভিজ্ঞতা হীনেরা না বুঝাটাই স্বাভাবিক। সো ডুন্ট ওরি ব্রো
২| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯
কানিজ রিনা বলেছেন: কি দিতে পারেন নাই তা নিয়ে হায় হুতাস
করে সময় কাটানো বেশ ভালো। নিজেকে
বিচার করতে শিখা মনে হয়না কোনও দীক্ষা
গুরু লাগে। তবে একথা সত্য কি দিতে
পেরেছি বা পারিনাই এই দুইএর ভিতরেই
মানুষ তার শ্রেষ্টত্ব সাধন করে।
তাহলে শুনুন আমি একজনকে চিনি সেছিল
দারুন মাতাল বহুগামী, এনিয়ে তার স্ত্রীর
সাথে বাদানুবাদ চলত। সব সময় স্ত্রীকে
খাওয়া পড়ার খুটা দিত। স্ত্রী একসময় বললো
তোমার আনন্দ ফুর্তীর মেয়েদের নিয়ে যে
অপচয় করো তাদের খোটা কয়বার দাও।
অথচ লোকটা স্ত্রীর অবদানেই পথ চলতে
শিখেছিল। কিন্তু লোকটা এতই বেপরোয়া
হয়ে উঠেছিল বড় বড় ছেলে মেয়ে তার
কাছে নির্মম নির্যাতনের শিকার হচ্ছিল
শেষে লোকটার ছেলে মেয়ে মাকে আলাদা
করে বাঁচতে শিখলো। সংশার ভেঙে গেল।
এখনও লোকটা মুহুর্মুহু খোটা দেয় নির্লজ্জ
ভাবে। লোকটা এখন কাজের মেয়ে সাদী
করে মনেহয় সুখেই আছে।
পৃথিবীতে কেন আসেছি? কি কারনে?
কেনইবা চলে যাব পরপাড়ে? এই কেনই
হোল এপৃথিবীকে কি দিতে পারলাম কি
পারলাম না। বাবা মা ভাইবোন সবচেয়ে
আপন স্ত্রী সন্তান। পেরেছি কি আপন কাছের
মানুষের কাছে পরিপূর্ন হতে? যদি নিজের
বিচার নিজে তুলে ধরতে পারেন তবেই
আপনার শ্রেষ্ঠত্ব। কিছু করতে না পারলেও
নিজের অক্ষম ব্যার্থতা তাদের বুঝিয়ে দেওয়া।
ধন্যবাদ আপনার নামটা নতুন তবে মনেহচ্ছে
আপনি পুরনা ব্লগার। লেখায় অভিন্দন।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৪
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ জ্বনাবা।
কিছুটা হলেও ধরতে পেরেছেন। পাশে থাইকেন
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: আপনার অনুভূতির প্রকাশ সুন্দরভাবে করুন। যাতে আমরা বুঝতে পারি।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৫
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: যে অনুভূতি যেমন তার প্রকাশ তেমনি হবে ভ্রাতা। ধন্যবাদ মন্তব্যের জন্য
৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
আকিব হাসান জাভেদ বলেছেন: অনুভূতি ঠিকভাবে প্রকাশ হউক বা না হউক কিছু একটা অতৃপ্তি এখনো রয়েগেছে । দেওয়া নেওয়ার হিসাব খুললে যা আসে আমি কিছুই দেয় নি কিছুই পায় নি। আগের মতোই আছি একদুম নিশ্চুপ। ভালোভাবে ভালো থাকুক পৃথিবীর ভালো মানুষ গুলো ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৭
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: পরিস্থিতির মুখোমুখি হয়তবা নিজে হয়েছেন কিংবা কাউকে হতে দেখেছেন।
ধন্যবাদ
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
অন্যরকম আমি বলেছেন: ভালো লেগেছে ভাই, আপনার আমার অনুভুতির মিল আছে তাই ভালো লেগেছে হয়ত
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৮
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: আমারও হয়ত আপনাকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিৎ
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট বুঝার জন্য আমাকে টিউটরের কাছে যেতে হবে মনে হচ্ছে!