নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
ওরা চেতনায় বিশ্বাসী,
কিসের চেতনা, কিছুই জানেনা
তবুও ওরা চেতনার বিশ্বাসী।
ওরা চেতনা খায়, চেতনায় ঘুমায়
প্রয়োজনে চেতনার হাটও বসায়
ওরা চেতনার ব্যবসায়ী।
ওরা চেতনার দোহাইয়ে চেতনা পদলুন্ঠিত করে
ঝংকার বাজিয়ে আবার চেতনার পূজা করে
ওরা সদা জাগ্রত চেতনাধারী।
চেতনায় অচেতন ঘুমে বিভোর
স্বার্থউদ্ধারে চেতনার নরম সুর
ওরা চেতনাদন্ডের অধিকারী।
চেতনার বিষবাষ্প ভাসছে এ শহরে
নাকি শহর নিজেই ভাসছে চেতনার বিষবাষ্পে?
জানতে চাইলে আমি হব দন্ডিত
বলবে আমায় অবিমৃশ্যকারি।
ক্ষমা করো হে আদর্শ,
হে গৌরবোজ্জ্বল অতীত
পঙ্গু আর অসুস্থ চেতনা হতে মুক্তি দাও
হতে চাই সাফল্যমন্ডিত্।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: সে সবারই কাম্য। তবে কোথায় সেই মুক্তি কার কাছে, সেটা কি জানি আমরা?
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১
পদ্মপুকুর বলেছেন: বাপ্রে! আপ্নের নিক্নেম দেইখ্যা ভর্কাইয়া গেছি...
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: হা হা হা হা , হাসাইলেন
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯
হাবিব বলেছেন:
চেতনা , কি সে পন্য
পাওয়া যায় কোন হাটে?
হাট ! কোন সে জায়গা
তার ইজারাটা কার হাতে?
চেতনা, সে কি ফ্রি তে পাওয়া ভ্যক্সিন
নাকি শিশুর হাতের খেলনা?
সে কি চর্বিত শস্য
কোন দেশেতে মিলবে তাহা বলনা।
চেতনা, সে কি মুক্ত মনের বদ্ধ কথামালা
নাকি রাষ্ট্র যন্ত্রের নগ্ন অত্যাচার?
বিপদে সব আমজনতা
নেতারা সব গড়ছে মালের পাহাড়।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: অসাধারণ বলেছেন ভাই। ❤❤❤
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০
সনেট কবি বলেছেন: পড়লাম
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২১
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: শুকরিয়া জ্বনাব
৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: শুকরিয়া জ্বনাব
৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২
আরজু পনি বলেছেন: আপনার নিক দেখে এলাম।
বেশ ভালো কবিতা লিখেন আপনি।
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: শুকরিয়া জ্বনাব। প্রার্থনায় রাইখেন আমারে। ❤❤
৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন। তবে এই নামের অর্থটি কি?
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: A person having no sensation still walking randomly - is said to be a Numb Pedestrian. ধন্যবাদ জ্বনাবা
৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: একজন আছেচেতনা নিয়া আরেকজন ছিলো মাইয়াবাজি, চুরি আর রাজাকার নিয়া। দুইটাই হাড়ে হারামী
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ভালবাসা ভাই ❤❤❤
৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩
যবড়জং বলেছেন: ++++ চেতনা লিক হয়ে গেলো ।
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: হয়তোবা, হয়তোবা না
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
চেতনার ধান্ধাবাজদের থেকে মুক্তি দাও
চেতনার ব্যবসায়ী থেকে মুক্তি দাও
চেতনার নাম ভাংগিয়ে স্বার্থউদ্ধারকারীদের থেকে মুক্তি দাও।
চেতনার দলান্ধতা থেকে মুক্তি দাও।
+++