নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

নষ্ট আমি

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১



সভ্য সমাজে নষ্ট আমি,
সাজানো পৃথিবীর বুকে কলংক
অকারণে যবে ঘৃণ্য আমি
তবে হই নির্দ্বিধায় ধন্য।

আমি পথভ্রষ্ট, আমি উন্মাদ,
বেখেয়ালী জীবন যাপন
প্রাণে বহিয়া আনে অমৃতের স্বাদ।

আমি বেশরম, আমি কাপুরুষ
আমাতে যখন আমার আমি
তখন হারায় বিবেকের হুশ।

আমি চলেছি অনন্তের দিকে
যেখানে মৃত্যু অপেক্ষামান,
আমি ছুরে ফেলি সেই সভ্যতা
যা মানবতাকে করে অপমান।

আমি অসামাজিক, আমি পরাজিত
হতে পারিনি কারো মঙ্গল কামী
বাস্তবতার খেলায় সব হারিয়ে
আমি হয়েছি আজি সর্বগ্রাহী।

আমার ইচ্ছা আমি নষ্ট হব
যেটা রয়নিকো আর বাকী
পৃথিবীর সবাই ভাল থাকুক
কষ্টের উর্বরভূমি চিত্ত নিয়েও
সদা এই কামনা যাচি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি পথভ্রষ্ট, আমি উন্মাদ,
বেখেয়ালী জীবন যাপন
প্রাণে বহিয়া আনে অমৃতের স্বাদ।

.......................................................................
পাগল হলে ওরকম বলা যায়!
তো আপনি ভালো আছে কি ?

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫১

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: আমি সদ্য বিএসসি ইঞ্জিনিয়ারিং (তাও সরকারি বিশ্ববিদ্যালয় থেকে) কম্প্লিট করা একটা পাগল। এবং বেচেঁ থাকাকেই ভাল থাকা মনে করি, আলহামদুলিল্লাহ। মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০

আরজু পনি বলেছেন: নিজে কষ্টে থেকেও অন্যের ভালো কামনা করা খুব ভালো গুন।
সুন্দর কবিতা।

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.