নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
অপাংক্তেয় অনেক কথা ছিল তোমার,
তুমি বলতে চাইতে,আমার ব্যস্ততা বাধা ছিল
হাতে এখন প্রচুর সময়,আমি এখন সম্পূর্ণ ফ্রি
প্লিজ ওইগুলো বলবে কি??
পুরনো জরাজীর্ণ গাছটায় আম হলে তুমি খাবে,
বায়না ছিল তোমার আর শুনে হেসেছিলাম আমি
সেই গাছটাই আজ নবপত্রপল্লব নিয়ে আমে ভরপুর
একটা আম খেয়ে তোমার বায়ানাটা রাখবে কি?
হাতে হাত রেখে হেটে চলা পথের দুধারে
অসভ্য ইভটিজারগুলো থাকবেনা, স্বপ্ন ছিল তোমার
এখন আসলেই নেই, পথের ধারে সরকারি সিকিউরিটি গার্ড
কপোত কপোতীরা সেথায় নিশ্চিতে হাটে
হাতে হাত রেখে আরেকটা বার হেটে তোমার স্বপ্নপূরণ করবে কি??
কারো কাছে আর টাকা চাইতে হবেনা আমার,
যদিও অনেক টাকা হয়নি তথাপি সেই অভাবটা আর নেই,
পার্কের ডাকাত ফুচকা চটপটিওয়ালাদের
বিল দেওয়ার ভয় করিনা আর
এগুলো তোমার ভাবনাতেই ছিল
আরেকটা বার ফুচকা কিংবা চটপটি খেয়ে ভাবনার প্রতিফলন ঘটাবে কি??
সকালের ক্লাস, বিকালে টিউশন থাকবেনা একদিন,
তোমার চাওয়া ছিল
আজ সেগুলো আসলেই আর নেই
কথা বলে আমার অলস সময়টা পার করে দেবে কি?
প্রতিটা প্রশ্নের উত্তর না সূচক হবে, কখনো ভেবেছিলে কি?
বাস্তবতা তাই করেছে
তখনকার গোয়ার ছেলেটা আজ বড় অসহায়
নিয়তি বলে সব মেনে নিতে বাধ্য হয়েছে।
জেনে রেখো আমার অতীত কিংবা আমার ভবিষ্যতের অতীত,
তোমাদের সব চাওয়াই পূরণ হবে সময়ের স্রোতে
অমবাস্যায় পূর্ণিমা চাওয়াটা কেবল তোমাদেরকেই শুভে।
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ঠিক বলেছেন জ্বনাব।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: আপনি কে বলুন তো?
গতকয়েকদিন যাবত আপনার কবিতাগুলো পড়ছি। যতই পড়ছি ততই ভাল লাগছে, মুগ্ধ হচ্ছি।
আপনার কবিতাগুলো আমার অনেক আপন মনে হয়।
আমার কবিতা সংকলনের একটি পোস্টে তো সেরা ১০ এ আপনার একটি কবিতা প্রবেশ করলো।
লিখুন অনবরত।
শুভকামনা রইল।
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: আত্নকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী আমি।
হীন আমাকে মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞচিত্তে শুকরিয়া জানাচ্ছি
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১
সাগর শরীফ বলেছেন: ভাল লাগল ।
লিখে যান। পড়তে থাকব।
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: শুকরিয়া জ্বনাব
৪| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ জ্বনাব।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জেনে রেখো আমার অতীত কিংবা আমার ভবিষ্যতের অতীত,
তোমাদের সব চাওয়াই পূরণ হবে সময়ের স্রোতে
................................................................... আমরা আশাবাদী , আশার উপর বেঁচে থাকি