নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
বেকার যুবক, স্বপ্ন দেখা পাপ যার,
বেকার যুবক, ক্লান্ত হওয়ায় মানা তার।
বেকার যুবক, শৈশবের স্বপ্ন ফেরি করে,
বেকার যুবক, বর্তমান তাকে নির্মম উপহাস করে।
বেকার যুবক, সিগারেট ফুকে হতাশা তাকে উড়ায়,
বেকার যুবক, শেষরাতে বেদনার ট্রেনে একাকী হারায়।
বেকার যুবক, হারিয়েছে সব যা ছিল অতীতে সুখকর,
বেকার যুবক, অকেজো তার বেচে থাকাটাই লজ্জাস্কর।
বেকার যুবক, কথা বললেই সে বেহায়া,
বেকার যুবক, অধিকার বলে কিছু নেই তার সে অপয়া।
বেকার যুবক, পরিবারকে নিয়ে ভাবেনা বিন্দুমাত্রও,
বেকার যুবক, অকারণে রাতের আঁধারে ভিজায় নেত্র।
বেকার যুবক, চাকরির আবেদন করে চলে হাজারটা,
বেকার যুবক, রাস্তায় রাস্তায় খোজে তার বেচে থাকার অধিকারটা।
বেকার যুবক, হারিয়েছে সুখগুলি
বেকার যুবক, নিষ্টুর সমাজের নিয়মের বলি।
চলমান এবং পুনর্বিন্যস্ত হবে
ট্রেইন
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১২
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ।
বেকার ছেলে ৫০ টাকা বাচানোর জন্য রাতের ট্রেইনে দূর জার্নি করার সময় লিখলাম৷ সংশোধিত হবে
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: বেকারদের দুঃখ কষ্ট আমার চেয়ে ভালো আর কে জানে!!
০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৭
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: আপনার চেয়ে কেউ ভাল জানেনা আপনি ভাবছেন, হয়ত আরেকজন ভাবছে তার চেয়ে ঢের কেউ জানেনা।
সুদিন আসবে ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: বেকারত্বের অভিশাপ মুক্ত হোক আমার সোনার বাংলাদেশ।
দেশ ও জনগণের মুখে ফুটে উঠুক স্বপ্নের সোনালী হাসি।
বেকার জীবন বড় কষ্টের জীবন। কবিতা ভালো হয়েছে।