নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

২. নেই কোন দ্বন্দ্ব, লেখালেখি বন্ধ।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আমার কবি, সাহিত্যিক হবার কোন ইচ্ছা নাই
তাই বেশী কিছু লিখতে পারবো না ভাই,
আপনাদের কাছে অগ্রীম মাফ চাই।।

কেমন আমি?
কাজের চেয়ে কথা বেশী বলি,
ভালোলাগে মিষ্টি গানের কলি।
অহংকারী, ডোডো পাখি, একরোখা যে আমি,
পড়েনা তাই পা যে আমার, আকাশ থেকে নামি।
কেমন আমি? বুঝবে তুমি দেখা হবে যবে!
আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে??

মন্তব্য ৬২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: সবই আপনার নিক ? আপনাকে চেনা কঠিন ব্যাপার নয় ।

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :P

২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ ব্লগিং।

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :)

৩| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: লেখা কিংবা মন্তব্য কোনটাই বন্ধ করা চলবেনা X(( X((
তাহলে কিন্তু আমার কাজিনের সাথে নিব আড়ি :P

বিঃ দ্রঃ আলাদিন কে আমার খুব পছন্দ :P আর প্রপিক এর টা অনেক কিউট :P

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: থ্যাংকু!

লেখা বন্ধ/অনিয়মিত, মন্তব্য চলবে।
ব্যাটা মডুরা ব্যান করার জন্য, আপুদের আরো বেশী মন্তব্য করবো!X(

৪| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অন্য নিক চালু করলে জানাবেন যাতে আপনাকে চিনতে পারি।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে প্রিয়!

৫| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমরা পেলাম এক ছড়াকার ,
ছড়ালেখা আর আড্ডা যার কাজ।
জীবন যে মধুময় হয় একটু হাসতে পেরে
নিজামউদ্দিন মন্ডলভায়ের জুড়ি নেইযে এখানে।


ঐ যে একটা কথা আছে না,

সেজন প্রেমের মন বোঝেনা,
তার সঙ্গে মোর লেনাদেনা।
কাজেই আমাদের এই লেনাদেনা চলতে থাকবে।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: 1.ভালো মানুষ হারিয়ে যাচ্ছে
কমে যাচ্ছে শরম,
স্বর্ণ চুরির খবর পড়ে
মেজাজ আমার গরম।।X(

2.
চোরের রাজ্যে বঙ্গদেশ গদ্যময়!
খবর পড়িয়া আমি বাক্যহারা,
দুদিন পরে সবাই অসৎ হয়ে যাবে
আমার মত ভালো যারা!:(
জবাব চাই, জবাব চাই,
চুরিটা করলো কারা??X(




৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো ।
নিজাম ভাই
ছড়ায় ছড়ায় আছেন মজায়। :)

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যদিও না যায় পড়া
তবুও লিখব আমি ছড়া।
স্বর্ণ চুরির খবর শুনে
মেজাজ আমার কড়া..X(

সালাদের আমি সামনে যদি পাই
নো কার্ট, নো জেল, ফাঁসিই হবে রায়..X(

৭| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৪০

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ

;)

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই নিকে ঠিকমত নোটিফিকেশন পাচ্ছি না।

একদিন সময় করে আড্ডা দেয়া যাবে।
ওকে? :)

৮| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

পবিত্র হোসাইন বলেছেন: ওরে মজা তো !!!

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হাই ম্যান!!!

হিরোর পেজে আপনাকে স্বাগতম।

৯| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

কুঁড়ের_বাদশা বলেছেন:

মন্তব্যর প্রতিউত্তর কই ???????????? :( :( :(

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইদানিং লগইন করে নিজের পেজে আসতেই ভুলে যাই!:(


নো মন খারাপ ম্যান।

১০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৭

কাইকর বলেছেন: সবার পোস্টে মন্তব্য করেন কিন্তু আমার পোস্টে এখনো আপনাকে পাইনি ।আমার প্রিয় মন্ডল ভাই কিন্তু আমাকে ভাল-মন্দ ধরিয়ে দিতেন ।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ মামুন!
ইদানিং ব্লগে কম থাকছি, মম্তব্যও কম করছি।
তবে তোমার কথাটা অবস্যই মাথায় থাকবে।।:)
শুভ রাত্রি।।

১১| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

এ.এস বাশার বলেছেন: বুঝলুম আপনি শ্রোদ্ধাভাজন কেউ হবেন...............
বাচ্চা ছেলেটা দোয়া প্রার্থী.......

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আরে ভাই! আমরা ইয়াং জেনারেশন। সবাই ভাই ব্রাদার।;)
মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক অনেক স্নেহ, শুভকামনা ও ভালোবাসা।
হ্যাপি ব্লগিং.....:)

১২| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



আপনি কোন বিষয়ের উপর লেখার শুরু করেন, ও অন্যদের পোষ্টের সাথে মিলিয়ে কমেন্ট করুন; না হয়, আপনার মন খারাপ হবে।

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে!!

১৩| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

স্রাঞ্জি সে বলেছেন:


সারাজীবন কি পাঠকও থেকে যাবেন নাকি মহাশয় ।

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু, :P
আমরা না থাকলর আপনাদের লেখা পড়বে কে??B:-)

পুনশ্চঃ
আপাতত আমার পাঠকই থাকার ইচ্ছে......

১৪| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০১

পদাতিক চৌধুরি বলেছেন: ২ রা এপ্রিল শেষ পোষ্ট,
তার পরে কী এমন দোষ,
জুলাই গেলেও খবর নেই
পাঠক ভায়ের সাড়া নেই।
দু হএকটি কমোন্ট করে
কী করে হবে সলিড হীরে?
তাই ভাবি এবারকী
প্রতিক্রিয়ার হবে ইতি????

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আরে দাদা!
আমি যে পাঠক, লিখলে তো লেখক হয়ে যাব। সেটা নামের অপমান না??:P

তা আপনিও তো পোস্ট দিচ্ছেন না। লকটা এবার খুলুন...:)

১৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৪

আখেনাটেন বলেছেন: আপনি বেশ মজার মানুষ। জীবনকে উপভোগ করছেন বেশ মনে হচ্ছে। :D

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আরে ভাইয়া যে?

আমার সোজা হিসেব ভাই, সবাইকে নিয়ে হাসি খুশি থাকবো। সোনার খাটের নির্ঘুম রাত্রীর আমার চাই না, দুটো ডালভাত খেয়ে শান্তিতে ঘুমাবে...:)

১৬| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৫

আখেনাটেন বলেছেন: আমার সোজা হিসেব ভাই, সবাইকে নিয়ে হাসি খুশি থাকবো। সোনার খাটের নির্ঘুম রাত্রীর আমার চাই না, দুটো ডালভাত খেয়ে শান্তিতে ঘুমাবে.. -- এক্কেরে খাসা বলেছেন। কিন্তু দেশের সবাই ঐ সোনার খাটে শুতে গিয়েই তো মনে হচ্ছে বিপত্তিটা বাধিয়ে ফেলছে। :D

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কথা সত্য।
তবে যে যা করে করুক! আমি আমার মত চলবো। সুস্থ আছি, পরিচিত মানুষজন আমাকে খুব ভালোবাসে। এটাই আমার কাছে অনেক।

ভালো থাকবেন।:)

১৭| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

ভাইয়ু বলেছেন: নিজাম ভাই! (কমেন্ট পড়ে নাম জানা ;) ) লেখা ছাইড়েন না৷ কার লেখার হাত ভাল এইটা আমি বুঝতে পারি৷ এ যেমন আমারটা আমি বুঝি :D

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: স্বাগতম নতুন লেখক।

সত্যি কথা বলতে কি, আমি লেখালেখির জন্য ব্লগে আসি না, ব্লগে আসি সবার সাথে আড্ডা দিতে। আপাতত পাঠক হয়েই আছি, তবে ব্যস্ততা কমলে আবার লেখা শুরু করবো।:)

ভালো থাকবেন।

১৮| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৩

রাকু হাসান বলেছেন: নিজাম ভাই ,নিজাম ভাই ,
আপনার ছাড়া পড়তে চাই :-B ।।
লিখবেন না কেন মশাই ? X(( ;)
অগ্রিম শুভকামনা জানাই B-)


৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রাকু ভাই,
আমি এখন আমার মধ্যে নাই।(লেখক থেকে পাঠক হয়ে গিয়েছি:P)


পুনশ্চঃ
আমার আসল নিকে একটা ছড়া পোস্ট আছে। চাইলে পড়তে পারেন....

১৯| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: কালকে রাতেই ভাবছিলুম, মন্ডল বাড়ির পাঁজি ছেলেটা সেইযে এক সপ্তাহ এর জন্য বেড়াতে গেল আর তো কোন খোঁজ নেই :P যদিও অনলাইন এ দেখলুম তাহাকে কিন্তু আমার পোস্ট এ নেই কেন :P ভাবছিলুম আজ খোঁজ নিতে আসবো তাহার ব্লগবাড়ী তে কিন্তু তার আগেই দেখি বান্দা আমার বাড়ীতে হাজির :P ট্যুর এর পিক গুলো নিয়ে কি একটি ছবি ব্লগ দেওয়া যায়না ? তাহলে আমরাও একটু দেখতাম কই ঘুরে আসলো মন্ডল ভাই ।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কথা আপু, মন্তব্যের জন্য তোমাকে পিওর ধন্যবাদ।

ইদানিং ছবি তুলতে আর ভালো লাগে না। তোমাকে প্রতিউত্তর করতে গিয়ে ক্যামেরাটা অন করেছিলাম। মাত্র ৮টা ছবি আছে। ঈদের পর থেকে মনে হয় আর ছবি তুলি নি। তথচ এক সময় দিনে কয়েকশ ছবি তুলতাম। ল্যাপটপে সেসবের কয়েক হাজার ছবি আছে। এডিট করে পোস্ট করতে ইচ্ছে করে না। আজকে এই ছবিটাই দ্যাখো....
ছবিটা সাবার তোলা।

২০| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: @ইদানিং ছবি তুলতে আর ভালো লাগে না--- বলেন কি মন্ডল ভাই :|| ছবি হল স্মৃতিগুলো কে বন্দি করে রাখা :P বেশী বেশী তুলবেন ছবি আর অবসর সময়ে পুরনো সব ছবি দেখে ভালো লাগা নিবেন #:-S

@এডিট করে পোস্ট করতে ইচ্ছে করে না--- এইটা হচ্ছে এখনকার সময়ের সবচেয়ে বড় সমস্যা। এখন আমরা ছবি তুলি পোস্ট করার জন্য, স্মৃতি ধরে রাখার জন্য না। পোস্ট করার কথা ভুলে যান আর ছবি তুলতে থাকুন । অন্যরা না দেখুক, আপনার নিজের জন্যই সেগুলো সংগ্রহে রাখুন।

ছবিটা সুন্দর আর পাখিটাও। কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন ভাইয়া, ছবিতে লেখা আছে মাছ ধরা নিষেধ আর পাখিটাই মুখে মাছ ধরে বসে আছে। এটা কি কাকতালীয় ? হাহা

@ছবিটা সাবার তোলা--- সাবা কে জানতে পারি কি ? :P

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ম্যান?
রোমান্স হিরো লাইফের গোলকধাঁধায় পড়ে দিনদিন জিরো হয়ে যাচ্ছে....

পাখির ছবির রহস্যসহ, সাবাহ

২১| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন: ম্যান?
রোমান্স হিরো লাইফের গোলকধাঁধায় পড়ে দিনদিন জিরো হয়ে যাচ্ছে....

পাখির ছবির রহস্যসহ, সাবাহ
--- ওরে ম্যান B:-) কি ছবি এইগুলা :||

বিঃ দ্রঃ আমি বরাবরই গবেট =p~

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গবেট হও আর যাই হও, তুমি যে দিলখোলা মানুষ এই জন্য তোমারে আমার ভালোলাগে।:)

পুনশ্চঃ লিংক তো ঠিক আছে! তবুও কেন বুঝতে পারো নি!!!:(

@একটা বিষয় কি খেয়াল করেছেন ভাইয়া, ছবিতে লেখা আছে মাছ ধরা নিষেধ আর পাখিটাই মুখে মাছ ধরে বসে আছে। এটা কি কাকতালীয় ?
....খুঁটির মাথায় জুড়ে দেওয়া ছোট এক ফালি কাঠে তিনশব্দের সতর্কীকরণ নির্দেশনা, ‘মাছ ধরা নিষেধ’। এমন কড়া নির্দেশনার ওপরই ঠোঁটে মাছ নিয়ে দাঁড়িয়ে মাছরাঙাটি। তার আয়েশি ভাবটা যেন এমন, এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা সে করে না! ফেসবুকেই জেনেছি বিরল মুহূর্তের ছবিটি তুলেছেন আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ। সে ছবি তোলার গল্প বিবরণেই তিনি লিখেছেন। তবু আগ্রহ নিয়ে সে গল্পই নতুন করে শুনছিলাম, ‘টানা সাত মাস রোজ বিকেলে ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকার পর ছবিটি তুলতে পেরেছিলাম।’


@সাবা কে জানতে পারি কি ?
... ও তরুণ ফটোগ্রাফার।

২২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

জাতির বোঝা বলেছেন:
দেশের নানা বাজে ঘটনায় মেজাজ বড্ড খারাপ আছে!!

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এসব আরাজগতা দেখলে, দেশ প্রেমিকদের মেজাজ খারাপ হবেই। আমার তো মনে হয় জাতীর বোঝা এখন অসৎ নেতা কর্মীরা।X(

পুনশ্চঃ
দিন ভাই, আপনার একটা বোঝা আমার কাঁধে দিন। :P

২৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

অচেনা হৃদি বলেছেন: বরাবর ৪০০ মন্তব্য করে ফেলেছেন! ভালো! বরাবর ৪০০ মন্তব্য করে ফেলেছেন! ভালো!

ভাইয়া আপনার নিজের ব্লগের এই করুন দশা কেন? কিছু তো পোস্ট করতে পারেন! খালি কমেন্ট বিতরন করছেন। =p~

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গবীবের পেজে তাহলে হিরোইনের পা পড়লো??:P

তোমাদের কত বার বলবো, লিখতে আমার ভালো লাগে না। আমি হলাম কোচ মানুষ, আমার কাজ খেলোয়ার(লেখক) তৈরী করা।

পুনশ্চঃ
পোস্ট আর কমেন্ট কি পড়েছো সুন্দরী?

২৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

অচেনা হৃদি বলেছেন: এত পুরনো লেখা ভাল্লাগে না। নতুন কিছু লেখেন, তারপরে পড়ব!

পুনশ্চঃ এটা কি সেফ হয়নি?

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমাদের নিয়ে আর পারি না। পোস্টে বললাম "লেখার সাথে আড়ি...", মানে এই নিকে লিখবো না। ঐ নিকে একটা বড় গল্প আছে। সময় করে পড়তে পারো।

এই নিকে আমি পাঠক, লিখলে যে লেখক হয়ে যাবো।সেটা যে নামের অপমান।:P

@এটা কি সেফ হয়নি?
না।
সেফ হবার দরকারও নাই।। :D

২৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: মন্ডল ভাই, কোনো কারণে কি আপনার মন গরম হয়ে আছে, আপনার জন্য একটি গান দিলাম হয়তো কাজে আসবে:-




দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী
এনে দেব হাট থেকে মান তুমি মরো না

নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেধে দিবো মান তুমি করো না।।

চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ
বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ।

ঝুমঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে
আরো দেবো নাকের নোলক মান তুমি করো না।।

চাঁদের সাথে নিত্যরাতে তাঁরায় কথা কয়
আপনজনা পর হইলে তাও কী প্রানে সয়।

একটু খানি আসনা কাছে এসে বসো না
এনে দেবো রেশমি চুড়ি মান তুমি করো না।।


শিল্পীঃ আব্দুল আলীম
শিল্পী সচীন দেব বর্মণ
পল্লীগীতি

০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুভ সকাল মাহমুদ ভাই!
মেজাজ খারাপ তো আমার মাঝেমধ্যেই হয়। তবে এদিকে বেশ কিছু ঘটনা ঘটেছে। ল্যাপটপটার অসুখ, আপাতত ঐ ব্যাটাকে হাসপাতালে ভর্তি করাতে হবে।(কয়েক দিন পোস্ট দিতে পারবো না)

এদিকে আপনারা ছাত্র আন্দোলন নিয়ে জ্যামিতিক হারে পোস্ট দেয়া শুরু করেছেন। সারাদিন একই কুমিরের ছাও দেখতে দেখতে মেজাজ হট। এখন কমেন্ট করা শুরু করলে হয় ব্যান খাবো, নয়তো ঝামেলা বাঁধবে।(কয়েক দিন কমেন্ট কম করবো!)

বেশ কিছু কাজ আছে। সেগুলোর আগে একটা গতি করতে হবে। (তাই ব্লগে অনিয়মিত)

গানের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন...

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: বেশ :)

হ্যাপী ব্লগিং

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হ্যাপি ব্লগিং;)

২৭| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: এই ডোডো পাখি টা কি?

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ডোডো ১৬শ শতাব্দীতে বিলুপ্ত হয়ে যাওয়া এক বিস্ময়কর পাখির নাম। এরা বসবাস করতো ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে। ওলন্দাজ নাবিকরা এই দ্বীপে পৌঁছানোর একশো বছরের মধ্যেই এরা বিলুপ্ত হয়। ফলে বিস্ময়কর এ পাখি সম্পর্কে অনেক কিছুই থেকে যায় মানুষের অজানা।

বিস্তারিতঃ Click This Link

২৮| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: পক্ষীর চেহারা দেখলেই তো ভুদাই ভুদাই মনে হয়। এমন পাখির বিলুপ্ত হওয়াই উচিত। দুনিয়া থিকা ভুদাই একটা জাতি কমছে। মানুষ দেখলেই বলে আগাইয়া আসে। হাস্যকর

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পৃথিবীর সবচেয়ে হারামি প্রাণী হচ্ছে মানুষ। সালারা মারামারি ছাড়া কিচ্ছু বোঝেনা।

(আমি সালা নিজেই একটা ডোডো!)X(

২৯| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

মো: নিজাম গাজী বলেছেন: দারুণ হয়েছে। শুভকামনা।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ ভায়া....:)

৩০| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া। আপনার ব্লগে এসে ভিন্ন ধরনের স্বাদ পেলাম। মানুষের মধ্যে চিন্তা ভাবনা যে কত বৈচিত্র তা ভেবে অবাক হতে হয়।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাবেন আপনি যেখানেই
জীবনের মজা পাবেন সেখানেই,
শুধু দরকার দৃষ্টিভঙ্গির।

মানুষ সবাই নয়তো সমান
কেউবা বেশী কেউবা কম
এটাই আমার ভালো লাগে
একেক জন একেক রকম। ;)




৩১| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: পড়লাম, মন্তব্য সহ। জানিয়ে গেলাম।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।

আপনি প্রথম পাতায় পড়ে প্রাঙ্গিক মন্তব্য করবেন, তাহলেই হবে। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.